1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউব

২৮ জুলাই ২০১২

ইউটিউব সম্প্রতি একটি নতুন ফিচার প্রকাশ করেছে, যেটি ব্যবহার করে ভিডিও’তে প্রদর্শিত মানুষের চেহারা ঘোলা করে দেওয়া যাবে৷ নতুন এই ফিচার অ্যাক্টিভিস্টদেরকে নিপীড়ন থেকে দূরে রাখতে পারে৷

As citizens continue to play a critical role in supplying news and human rights footage from around the world, YouTube is committed to creating even better tools to help them. According to the international human rights organization WITNESS’ Cameras Everywhere report, “No video-sharing site or hardware manufacturer currently offers users the option to blur faces or protect identity.” YouTube is excited to be among the first. Today we're launching face blurring - a new tool that allows you to obscure faces within videos with the click of a button. Whether you want to share sensitive protest footage without exposing the faces of the activists involved, or share the winning point in your 8-year-old’s basketball game without broadcasting the children’s faces to the world, our face blurring technology is a first step towards providing visual anonymity for video on YouTube. Bild aus dem offiziellen You Tube-Blogs Link: http://youtube-global.blogspot.de/2012/07/face-blurring-when-footage-requires.html
Screenshot YouTube Anonymisierungsfunktionছবি: YouTube

টিউনিশিয়া, মিশর কিংবা হালের সিরিয়া - পৃথিবীর অধিকাংশ মানুষ এসব দেশের আন্দোলনের খবর মূলত পাচ্ছে বিভিন্ন অনলাইন সূত্র থেকে৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অপেশাদার বিভিন্ন ভিডিও'র কথা যেগুলো ধারণ করছে নাগরিকরা৷ এরপর সেগুলো তুলে দিচ্ছে ইউটিউব'এ৷ বিভিন্ন দেশে পুলিশ এবং সামরিক বাহিনীর নিপীড়নের খবর জানা যায় এসব ভিডিও থেকে৷

কিন্তু এসব ভিডিও'র একটি মন্দ দিকও আছে৷ যাদেরকে এসব ভিডিও থেকে শনাক্ত করা সম্ভব, দেখা যায় পরবর্তীতে তাদেরকে নির্যাতন করে নিরাপত্তা বাহিনী৷ ফলে ভিডিও আপলোডকারী নাগরিক সাংবাদিক কিংবা আন্দোলনকারীদের পরিচয় গোপনের বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ৷

সম্প্রতি গুগল তার ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের জন্য একটি নতুন টুল তৈরি করেছে, যা ব্যবহার করে ভিডিও'তে থাকা বিভিন্ন ব্যক্তির চেহারা স্বয়ংক্রিয়ভাবে ঘোলা করে দেওয়া যাবে৷

আনুষ্ঠানিক ব্লগ সাইটে ইউটিউব জানিয়েছে, ‘‘যেহেতু সাধারণ নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশের খবর এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ক ভিডিও সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই ইউটিউব আরো ভালো টুল তৈরির মাধ্যমে তাদেরকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ৷''

ইউটিউব'এর দাবি, সংস্থাটি সর্বপ্রথম চেহারো গোপন রাখার নতুন এই ফিচার প্রকাশ করেছে৷ ইউটিউব'এর ‘ভিডিও ম্যানেজার' অপশনে এই ফিচারটি পাওয়া যাবে৷ সেখানে আপলোডকৃত ভিডিওর ডানপাশে ‘এডিট' বাটন রয়েছে৷ এই বাটনে ক্লিকের পর ‘এনহেন্সমেন্টস' নির্বাচন করতে হবে৷ সবশেষে ‘এডিশনাল ফিচারস'-এ পাওয়া যাবে ‘ব্লার অল ফেসেস' ফিচারটি৷

এই ফিচার ‘এপ্লাই' করার পর দ্রুত ইউটিউব আপলোডকৃত ভিডিও'র দুটি সংস্করণ পাশাপাশি প্রদর্শন করবে৷ একটি হচ্ছে আসল ভিডিও, অন্যটি চেহারা ঘোলা করা ভিডিও৷ ব্যবহারকারী চাইলে, এখান থেকে আসল ভিডিও'টি মুছে দিয়ে শুধু সম্পাদিত ভিডিওটি প্রদর্শনের জন্য উম্মুক্ত করতে পারবে৷

বলাবাহুল্য, ইউটিউব'এর এই ফিচার নিয়ে ইতিমধ্যে বিস্তর অভিযোগ উঠেছে৷ কারণ এটি এখনো আশানুরূপ পর্যায়ে ফলাফল প্রদর্শন করছে না৷ বিশেষ করে চেহারার কৌণিক অবস্থান, আলোর ধরন, প্রতিবন্ধকতা এবং সর্বোপরি ভিডিও'র মানের কারণে ‘ব্লার' ফাংশনের কার্যকারিতায় ব্যাপক তারতম্য ঘটছে৷ ইউটিউব অবশ্য এই অভিযোগ স্বীকার করে জানিয়েছে, তারা এটির উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে৷

প্রতিবেদন: মিশায়েল গেসাত / এআই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ