ইউটিউব
২৮ জুলাই ২০১২টিউনিশিয়া, মিশর কিংবা হালের সিরিয়া - পৃথিবীর অধিকাংশ মানুষ এসব দেশের আন্দোলনের খবর মূলত পাচ্ছে বিভিন্ন অনলাইন সূত্র থেকে৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অপেশাদার বিভিন্ন ভিডিও'র কথা যেগুলো ধারণ করছে নাগরিকরা৷ এরপর সেগুলো তুলে দিচ্ছে ইউটিউব'এ৷ বিভিন্ন দেশে পুলিশ এবং সামরিক বাহিনীর নিপীড়নের খবর জানা যায় এসব ভিডিও থেকে৷
কিন্তু এসব ভিডিও'র একটি মন্দ দিকও আছে৷ যাদেরকে এসব ভিডিও থেকে শনাক্ত করা সম্ভব, দেখা যায় পরবর্তীতে তাদেরকে নির্যাতন করে নিরাপত্তা বাহিনী৷ ফলে ভিডিও আপলোডকারী নাগরিক সাংবাদিক কিংবা আন্দোলনকারীদের পরিচয় গোপনের বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ৷
সম্প্রতি গুগল তার ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের জন্য একটি নতুন টুল তৈরি করেছে, যা ব্যবহার করে ভিডিও'তে থাকা বিভিন্ন ব্যক্তির চেহারা স্বয়ংক্রিয়ভাবে ঘোলা করে দেওয়া যাবে৷
আনুষ্ঠানিক ব্লগ সাইটে ইউটিউব জানিয়েছে, ‘‘যেহেতু সাধারণ নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশের খবর এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ক ভিডিও সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই ইউটিউব আরো ভালো টুল তৈরির মাধ্যমে তাদেরকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ৷''
ইউটিউব'এর দাবি, সংস্থাটি সর্বপ্রথম চেহারো গোপন রাখার নতুন এই ফিচার প্রকাশ করেছে৷ ইউটিউব'এর ‘ভিডিও ম্যানেজার' অপশনে এই ফিচারটি পাওয়া যাবে৷ সেখানে আপলোডকৃত ভিডিওর ডানপাশে ‘এডিট' বাটন রয়েছে৷ এই বাটনে ক্লিকের পর ‘এনহেন্সমেন্টস' নির্বাচন করতে হবে৷ সবশেষে ‘এডিশনাল ফিচারস'-এ পাওয়া যাবে ‘ব্লার অল ফেসেস' ফিচারটি৷
এই ফিচার ‘এপ্লাই' করার পর দ্রুত ইউটিউব আপলোডকৃত ভিডিও'র দুটি সংস্করণ পাশাপাশি প্রদর্শন করবে৷ একটি হচ্ছে আসল ভিডিও, অন্যটি চেহারা ঘোলা করা ভিডিও৷ ব্যবহারকারী চাইলে, এখান থেকে আসল ভিডিও'টি মুছে দিয়ে শুধু সম্পাদিত ভিডিওটি প্রদর্শনের জন্য উম্মুক্ত করতে পারবে৷
বলাবাহুল্য, ইউটিউব'এর এই ফিচার নিয়ে ইতিমধ্যে বিস্তর অভিযোগ উঠেছে৷ কারণ এটি এখনো আশানুরূপ পর্যায়ে ফলাফল প্রদর্শন করছে না৷ বিশেষ করে চেহারার কৌণিক অবস্থান, আলোর ধরন, প্রতিবন্ধকতা এবং সর্বোপরি ভিডিও'র মানের কারণে ‘ব্লার' ফাংশনের কার্যকারিতায় ব্যাপক তারতম্য ঘটছে৷ ইউটিউব অবশ্য এই অভিযোগ স্বীকার করে জানিয়েছে, তারা এটির উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে৷
প্রতিবেদন: মিশায়েল গেসাত / এআই
সম্পাদনা: দেবারতি গুহ