1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউবে দুর্নীতিবাজদের কথা!

১৩ মে ২০১৪

দুর্নীতি দমনে স্বচ্ছতার নতুন নজির রাখতে চলেছে ইন্দোনেশিয়া৷ এবার আদালত থেকে দুর্নীতি বিরোধী মামলার শুনানির ভিডিও ইউটিউবে দেয়ার কথা ভাবছে দেশটি৷ ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের এক মুখপাত্র এ কথা জানান৷

ছবি: picture-alliance/dpa

বার্তা সংস্থা ডিপিএ-কে ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জোহান বুডি জানান, মামলার শুনানির সময় অভিযুক্তরা জেরার মুখে যেসব কথা বলেন সেসব ইউটিউবে শেয়ার করার কথা বিবেচনা করছে কমিশন৷ জাকার্তা পোস্টকে তিনি বলেন, ‘‘স্বচ্ছতার স্বার্থে, অর্থাৎ জনগণকে জাকার্তার দুর্নীতি দমন আদালতে চলমান সব মামলার অগ্রগতি সম্পর্কে জানানোর জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে৷''

ইন্দোনেশিয়ায় দুর্নীতিবিরোধী স্লোগান লেখা পোস্টারছবি: Jack Epstein

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি দমনে ইন্দোনেশিয়া বেশ সফল৷ বিশ্বের ১৭৭টি দেশের মধ্যে তারা এখন ১১৪ নম্বরে৷ গত ১১ বছরে দেশটির দুর্নীতি দমন কমিশন সাবেক মন্ত্রী, গভর্নর, সংসদ সদস্য, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান, ব্যবসায়ীসহ কারো বিরুদ্ধেই কঠোর হতে পিছপা হয়নি৷ দুর্নীতিতে জড়ানোর অভিযোগ পেলে কমিশন যে কোনো ব্যক্তিকে আটক করতে পারে৷

ইউটিউবে ভিডিও শেয়ার করে জাকার্তার সহকারি গভর্নর বাসুকি ত্জাহাজা পুরনামা ইতিমধ্যেই খুব আলোচিত৷ তাঁর অফিস থেকে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও শেয়ার করা হয়৷ গুরুত্বপূর্ণ অনেক সভার দৃশ্যই থাকে সেখানে৷ প্রায়ই দেখা যায়, ভালোভাবে কাজ না করায় পুরনামা তাঁর কোনো অধস্তনকে আচ্ছামতো বকছেন!

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ