1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউবে নতুন এলো পূর্ণ দৈর্ঘ্যের চার’শ সিনেমা

৩০ আগস্ট ২০১০

বাদলা দিন৷ বাসায় বসে আছেন৷ সামনে খোলা ইন্টারনেট৷ কী করবেন, সেই চিন্তা মাথায়? একটা সিনেমা দেখলে কেমন হয়? কিন্তু বাসায় ডিভিডি কিংবা যে সিডিতে যে ছবিগুলো রয়েছে, তা আপনি দেখে ফেলেছেন আগেই৷ তাহলে উপায়?

ছবি: picture-alliance/ dpa/DW

উপায় একটা আছে৷ আর এই উপায়টি বাতলে দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব৷ এখানে খণ্ড খণ্ড ভাবে ছবি দেখা যায়৷ কিন্তু সেগুলো অনেকেই দেখে ফেলেছেন৷ আর এই বিষয়টি বুঝতে পেরেই ইউটিউব কর্তৃপক্ষ তাদের তালিকায় যুক্ত করেছে নতুন চার'শ সিনেমা৷ একেবারে বিনামূল্যে দেখা যাবে ফুল লেন্থের এই ছবিগুলো৷

ইউটিউবের হেড অফ ভিডিও পার্টনারশিপ ডগলাস ও মে'লে এই ঘোষণা দিয়ে জানালেন, ‘‘আমরা আশা করছি এর ফলে ইউটিউব আরও জনপ্রিয় হবে''৷

এ জন্য ‘ইউটিউব মুভিজ' নামের নতুন একটি ক্যাটাগরিও করা হয়েছে৷ এতে সবচেয়ে মজার যে বিষয়টি তা হলো, এখানে কোন খণ্ড খণ্ড নয়, এক সঙ্গে, একবারেই আপনি দেখতে পারবেন ছবিগুলো৷ আগে সাধারণত প্রতিটি খণ্ডে জন্য বারবার মাউসে ক্লিক করে খণ্ড বাছাই করতে হতো৷ নতুন ক্যাটাগরিতে এই অসুবিধাটি নেই৷

কী ধরণের ছবি আছে সেখানে? উত্তরে জানাই. হলিউডের পর্দা কাঁপানো ছবি ‘ডার্ক সাইড অফ দ্য সান', ‘ডেথ ট্রেন', ‘ক্যাথি কাম হোম', ‘দ্য ক্ল্যান অফ দ্য কেভ বেয়ার'এর মতো ছবিগুলো৷ হলিউডের ছবিও রয়েছে সেখানে৷

মজার কথা হচ্ছে, ইউটিউব তার এই ‘মুভিজ' বিভাগের জনপ্রিয়তার ধারাবাহিকতাকে ধরে রাখতে চায়৷ আর এ জন্য ব্রিটিশ অনলাইন ফিল্ম ও টিভি সাইট ‘ব্লিঙ্কবক্স' এর সঙ্গে একটি চুক্তিও করেছে৷ যার ফলে এই সাইটের কাছ থেকে ধারাবাহিকভাবে আরও অনেক ছবি পাবে ইউটিউব৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ