1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউবে রুশ ভালুকের বিশ্বজয়

১৫ ডিসেম্বর ২০১৬

ছোট ভিডিও, সংলাপও কম – তা সত্ত্বেও গোটা বিশ্বে বিশাল সাফল্যের মুখ দেখছে রাশিয়ার এক সিরিজ৷ ছোটদের জন্য তৈরি হলেও বড়রাও অনাবিল আনন্দ নিয়ে সেগুলি দেখে৷ তবে এর পেছনে রয়েছে অনেক পরিশ্রম ও সৃজনশীলতার ছাপ৷

Russland Zeichentrickserie "Mascha und der Bär"
ছবি: Masha and the Bear Ltd

বিশ্বজয় করলো রুশ ভাল্লুকের গল্প

04:33

This browser does not support the video element.

ছোট হলেও মাশা তার সাফল্যের চাবিকাঠি খুঁজে নিয়েছে৷ রুশ কমিক সিরিজ ‘মাশা ও ভালুক'-এর এই একটি পর্বই ইউটিউবে ১৬০ কোটিরও বেশি ক্লিক পেয়েছে৷ মাশা ও তার বন্ধু সার্কাসের প্রাক্তন ভালুকের অ্যাডভেঞ্চার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে৷

মস্কো শহরের উপকণ্ঠে এই জুটির কাহিনি সৃষ্টি হয়৷ নতুন পর্বের বিপুল চাহিদা রয়েছে৷ ‘আনিমাকর্ড' স্টুডিওতে শিল্পীরা নতুন কাহিনি সৃষ্টি করেন৷ সাত মিনিটের প্রতিটি পর্বের জন্য এক মাসেরও বেশি সময় লাগে৷ পরিচালক আন্দ্রেই বেলইয়াএভ এই সৃজনশীল টিমের একজন৷ তিনি বলেন, ‘‘শুরু থেকেই এক সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে থাকার চেয়ে ভালো অনুভূতি কিছু হতে পারে না৷ সামান্য কয়েকটা বাক্য থেকে একটা আইডিয়া যখন চিত্রনাট্য ও চূড়ান্ত স্টোরিবোর্ড হয়ে ওঠে, সেটাই সেরা মুহূর্ত৷''

‘মাশা ও ভালুক' আটটি ভাষার ইউটিউব চ্যানেলে দেখা যায়৷ সব মিলিয়ে ১,৬০০ কোটি বারেরও বেশি ক্লিক পেয়েছে পর্বগুলি৷ সবচেয়ে পরিচিত ভিডিওটি ইউটিউবের ১০টি সেরা সফল ভিডিওর তালিকায়ও স্থান পেয়েছে৷ একমাত্র মিউজিক ভিডিও এতকাল এমন সাফল্য পেতো৷ এই সাফল্যের পেছনে বুদ্ধিমান বিপণন কৌশল লুকিয়ে রয়েছে৷ কোম্পানির প্রধান দিমিত্রি লোভেইকো বলেন, ‘‘আমরা শুরু থেকেই অনেক একনিষ্ঠ দর্শক চেয়েছিলাম৷ শিশু এবং তাদের বাবা-মা৷ সে কারণে প্রথম তিন বছর আমরা ইন্টারনেট থেকে চুরি ও বেআইনি ডাউনলোডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেইনি৷ আমরা এই সিরিজ জনপ্রিয় করতে চেয়েছিলাম৷''

এখন এই কোম্পানি বেআইনি ডাউনলোডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বটে, কিন্তু দেখা যাচ্ছে যে ডিভিডি বাজারে আসার আগেই তার পর্বগুলি অনলাইনে পাওয়া যাচ্ছে৷ ‘মাশা আর ভালুক' গোটা বিশ্বে সাফল্যের মুখ দেখছে৷ ১০০টি দেশে ২৫টি ভাষায় এই সিরিজ ইন্টারনেট অথবা টেলিভিশনে দেখতে পাওয়া যায়৷ দিমিত্রি লোভেইকো বলেন, ‘‘এই সিরিজে সংলাপ খুব কম – এর ফলে এটা আন্তর্জাতিক প্রকল্প হয়ে উঠেছে৷ তাতে আমাদের সুবিধা হয়৷ সবাই ইশারা-ইঙ্গিত ও মুখের অভিব্যক্তি থেকে হাস্যরস বুঝতে পারে৷''

এই সিরিজ এর মধ্যে এক জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে৷ নরম পুতুল থেকে শুরু করে বাদ্যযন্ত্রে তার চিহ্ন পাওয়া যায়৷ ‘মাশা ও ভালুক' সিরিজ ভিত্তি করে তৈরি সামগ্রী বিক্রি করেই প্রায় ৭০ শতাংশ আয় হয়৷ মস্কোয় রাশিয়ার সবচেয়ে বড় খেলনার দোকানে সেটা টের পাওয়া যায়৷ অনলাইন হোক অথবা টেলিভিশন – গোটা পরিবার শিশুসুলভ আনন্দ নিয়ে এই সিরিজ দেখে৷ গোটা বিশ্বে বাচ্চাদের ঘরে আরও রং আনে এই সিরিজ৷

এমিলি শেরউইন/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ