1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূসের রিট আবেদনের শুনানি শেষ

৭ মার্চ ২০১১

কাল রায় দেয়া হবে৷ ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মহমুদ ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন৷ আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ড. ইউনূসকে বাংলাদেশ ব্যাংক সঠিক আইনি পথেই অপসারণ করেছে৷

আদালতে ড. ইউনূস (ফাইল ছবি)ছবি: dapd

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দুটি রিট আবেদনের শুনানি শেষ হল মোট তিন দিনে৷ হাইকোর্টের বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের আদালতে ড. ইউনূসের পক্ষে পর্যায়ক্রমে যুক্তি-তর্ক তুলে ধরেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম৷

তাঁরা বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদ ড. ইউনূসকে অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়েছে৷ এই নিয়োগ আইন কানুন মেনেই দেয়া হয়েছে৷ গ্রামীণ ব্যাংকের বিধি অনুযায়ী ৬০ বছর চাকিরর বয়স ড. ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ তাই ড. ইউনূসকে অপসারণ বেআইনি এবং অবৈধ৷ ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, তাঁরা শুনানির শুরুতেই রুল চেয়েছিলেন৷ কিন্তু আদালত রুল না দিয়ে শুনানি করেছে৷ তাই স্বাভাবিক কারণেই তাঁর মনে ন্যায় বিচার নিয়ে শঙ্কা রয়েছে৷

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ব্যাংকিং নীতিমালা লংঘন করে বয়স ৬০ বছর বয়স হওয়ার পরও ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকেন৷ তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থানা পরিচালক পদে অনির্দিষ্ট মেয়াদে নিয়োগের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও নেয়নি পরিচালনা পর্ষদ৷ আর একই প্রতিষ্ঠানে দুই নিয়ম চলতে পারেনা৷ সাধারণ কর্মচারীদের জন্য চাকরির বয়স সীমা ৬০ বছর আর ড. ইউনূসের জন্য বয়সের কোন সীমা থাকবে না - এটি ন্যায় নীতির পরিপন্থি৷

বিকেলে দু'পক্ষের শুনানি শেষে কাল দুপুর ২টা পর্যন্ত আদালত মুলতুবি করা হয়ছে৷ কাল অপরাহ্নে রায় দেয়া হবে৷ শুনানির তিনদিনই ড. ইউনূস আদালেতে উপস্থিত ছিলেন৷

গত বুধবার বাংলাদেশ ব্যাংক ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থপনা পরিচালকের পদ থেকে অপসারণের আদেশ দেয়৷ পরদিনই ড. ইউনূস এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ