1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূস ইস্যুতে ফ্রান্সের উদ্বেগ, আরো শুনানির আবেদন

৬ এপ্রিল ২০১১

প্রফেসর ইউনূসকে অব্যাহতি প্রসঙ্গে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ এদিকে, গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসকে অপসারণে উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি৷

প্রফেসর ইউনূসছবি: picture alliance/dpa

গণমাধ্যমে ইউনূস

দেশি-বিদেশি গণমাধ্যমে আজ নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি অধ্যাপক ইউনূস এর আইনি লড়াইয়ের হারের খবর জায়গা পেয়েছে৷ দৈনিক সমকাল এর শিরোনাম, ‘চূড়ান্ত আইনি লড়াইয়ে হেরে গেলেন ইউনূস'৷ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিলের অনুমতি পাননি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা৷ বরং হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, ‘আরো শুনানির আবেদন ইউনূসের'৷ ইউনূসের আপিল আবেদন খারিজ হওয়ার পর আরও শুনানির জন্য আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা৷ এদিকে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের আপিল আবেদনের শুনানি হবে আজ, আপিল বিভাগে৷

প্রফেসর ইউনূস-এর প্রতিক্রিয়া

বার্তা সংস্থা এএফপি'র বরাতে দৈনিক কালের কণ্ঠ জানিয়েছে, সুপ্রিম কোর্টে আপিল খারিজ হওয়ার পর গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে ইউনূস বলেছেন, ‘‘আমি আগেই যেতে চেয়েছিলাম, কিন্তু আপনারা আমাকে থাকতে বলেছিলেন, তাই আমি থেকেছি৷'' একই সূত্রের বরাতে দৈনিক প্রথম আলো প্রফেসর ইউনূসের বক্তব্য প্রকাশ করেছে এভাবে, ‘‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ আমার যাওয়ার সময় হয়ে গেছে''৷ এসময় ইউনূস গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন৷

আধুনিক ক্ষুদ্রঋণের জনক মুহাম্মদ ইউনূসছবি: AP

আন্তর্জাতিক মন্তব্য

নিউ ইয়র্ক টাইমস, ভয়েস অফ অ্যামেরিকা, বিবিসসহ প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যম ইউনূসের আইনি লড়াইয়ে হারের খবর প্রকাশ করেছে৷ এসব প্রতিবেদনে ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্কলহের বিষয়টিকেও তুলে ধরা হয়েছে৷ এছাড়া দ্য ডেইলি স্টার জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসের অপসারণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন৷ সার্কোজি একটি চিঠিতে ইউনূসের প্রতি তাঁর গভীর সমর্থনের কথা প্রকাশ করেছেন৷ খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে ফ্রান্স৷ এছাড়া দৈনিক প্রথম আলো জানিয়েছে, ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট ও ইটালির সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রোদি গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসকে অব্যাহতি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ শেখ হাসিনাকে পাঠানো একটি চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন যে, ‘‘সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে একটি শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেবেন৷''

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ