1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইউনূস ইস্যুতে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের’

১ জুন ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আদালতের রায়ের পর আর তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার সুযোগ নেই৷ ওদিকে বিএনপি বলছে এই ব্যবস্থা বাতিল করলে কঠোর আন্দোলনে যাবে তারা৷

Presentation of report on social justice and globalization by former Minister Christine Boutin, in the presence of Nobel Peace Muhammad Yunus at Elysee. Photo: JAMES KEOGH/WOSTOK PRESS/MAXPPP Erfassungsdatum 09.12.2010
ড. ইউনূসছবি: picture alliance/dpa

তাই সমকালের আজকের প্রধান শিরোনাম ‘উত্তাপ ছড়ালো তত্ত্বাবধায়ক'৷ আজই বিএনপি হরতাল কর্মসূচি ঘোষণা করতে পারে বলেও জানাচ্ছে পত্রিকাটি৷ এদিকে কালের কন্ঠ বলছে, এই পরিস্থিতিতে দেশে আবারো এক-এগারোর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা৷ পত্রিকাটি বলছে, অনেক ব্যবসায়ী এফবিসিসিআই সভাপতিকে ফোন করে এ ব্যাপারে জানতে চেয়েছেন৷ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকলে নির্বাচন কমিশন যেন সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারে সেজন্য সেটাকে শক্তিশালী করা হবে৷ প্রথম আলো সহ অন্যান্য পত্রিকা দিয়েছে এই তথ্যটি৷

বাংলাদেশকে দেয়া সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে মঙ্গলবার বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে৷ সেখানে এই সফরকে সফল বলা হয়েছে৷ এছাড়া বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ড. ইউনূসের বিষয়টি যদি সম্মানজনকভাবে সমাধান করা না হয় তাহলে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে৷ খালেদার যুক্তরাষ্ট্র সফরের সময় সেদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এমন মনোভাব ব্যক্ত করেছেন বলে বিএনপি বলছে৷ ডেইলি স্টার দিয়েছে এই খবরটি৷

সাংসদদের ক্ষোভের মুখে যোগাযোগমন্ত্রী

দেশের রাস্তাঘাটের বেহাল দশার কারণে সংসদে যোগাযোগমন্ত্রীকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে৷ স্পিকারও নিজ এলাকার রাস্তাঘাটের খারাপ অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন৷ জবাবে যোগাযোগমন্ত্রী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকার কথা জানান৷ তিনি বলেন সারা দেশের রাস্তাঘাট সংস্কারের জন্য ১,৪১০ কোটি টাকা দরকার৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ