1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূস ইস্যু: সমঝোতা অথবা সম্পর্কে নেতিবাচক প্রভাব

২৩ মার্চ ২০১১

প্রফেসর ইউনূস ইস্যুতে সম্মানজনক সমঝোতা চায় মার্কিন যুক্তরাষ্ট্র৷ নতুবা এই ইস্যূতে মার্কিন-বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে, জানাচ্ছে গণমাধ্যম৷ এদিকে, কর্নেল তাহেরের বিচার অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট৷

প্রফেসর ইউনূসছবি: AP

গণমাধ্যমে ইউনূস ইস্যু

দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘ড. ইউনূসকে অযথা অপসারণ করা হয়েছে'৷ বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ওব্লেক বলেছেন এই কথা৷ মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘ড. ইউনূসের বিষয়ে কার্যকর সমঝোতা না হলে তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলবে''৷ আর সমঝোতা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বাংলাদেশ সফরে রাজি করানো আমার জন্য সহজ হবে, মন্তব্য করেন ব্লেক৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলো'র শিরোনাম, ‘সরকার সম্মানজনক সমাধানের চেষ্টা করছে: গওহর রিজভী'৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী জানিয়েছেন, ‘‘বিষয়টি সুরাহার জন্য প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন''৷

রাজনীতিবিদদের মন্তব্য

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘‘ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে অ্যামেরিকাসহ বাইরের কারো হস্তক্ষেপ কাম্য নয়''৷ এই মন্তব্য গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ এছাড়া এই সংবাদমাধ্যমের আরেক শিরোনাম, ‘ইউনূস নিয়ে সমঝোতার খবর নাকচ অর্থমন্ত্রীর'৷ প্রফেসর ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর সমঝোতার উদ্যোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘‘এধরনের কিছু হয়নি''৷

তাহেরের গোপন বিচার অবৈধ

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘বিচারের নামে ঠাণ্ডা মাথায় খুন'৷ মঙ্গলবার আদালত বলেছে, ‘‘জিয়াউর রহমানের পরিকল্পনায় বিচারের নামে কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিল''৷ ১৯৭৬ সালের সামরিক আদালতের সেই গোপন বিচারকে অবৈধ ও বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট৷ এছাড়া এই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘তাহেরসহ অন্যদের গোপন সামরিক বিচার অবৈধ'৷ দৈনিক সমকাল লিখেছে, ‘তাহেরের গোপন বিচার অবৈধ'৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ