1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূসকে নিয়ে বির্তক

১২ আগস্ট ২০১২

নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী এএমএ মুহিত৷ আর বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন ক্ষমতায় গেলে তাঁকে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়া হবে৷

ছবি: AP

রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অভিযোগ করেছেন ড. মুহাম্মদ ইউনূস অপপ্রচার চালাচ্ছেন৷ তিনি বার বার বলছেন সরকার গ্রামীণ ব্যাংক সরকার দখল করেছে৷ কিন্ত সরকার গ্রামীণ ব্যাংক দখল করেনি৷ আর অর্থমন্ত্রী দাবী করেন এই ব্যাংক গত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে৷ অর্থমন্ত্রী বলেন ড. ইউনূসের এই অপপ্রচারের জন্য গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে গত দেড় বছরেও কোন বাছাই কমিটি করা যায়নি৷ তিনি আইন করেছেন যাতে তিনি ছাড়া কেউ এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হতে না পারেন৷ সরকার সে কারণেই আইন পরিবর্তন করেছে৷

এদিকে আলাদা একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন সরকারের কয়েকজন বা একজন ব্যক্তির ব্যক্তিগত হিংসা ও ঈর্ষার শিকার হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস৷ তিনি বলেন তাকে নিচে নামতে গিয়ে সরকারই নিচে নেমে যাচ্ছে যা তারা বুঝতে পারছে না৷ বিএনপি ক্ষমতায় গেলে তাকে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি দেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ