1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসিনাকে মুনের ফোন

২৩ আগস্ট ২০১৩

সামাজিক মাধ্যমে এখন চলছে ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য নিয়ে আলোচনা৷ এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে বাংলাদেশের পরিস্থিতি জানতে চাইলেন জাতিসংঘের মহাসচিব৷

ছবি: Reuters

বৃহস্পতিবার সাংবাদিকদের ড. ইউনূস বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না৷'' অথচ তিনিই নাকি ২০০৬ সালে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচনের ফর্মুলা দিয়েছিলেন৷

অনলাইন সংবাদ মাধ্যম ঢাকাটাইমস ডটকম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘নোবেল পুরস্কার পাওয়ার পর জাতীয় সংসদ ভবন চত্বরে এক সংবর্ধনায় রাজনৈতিক সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরেন ড. ইউনূস৷ সে সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই জোটের প্রতিনিধিদের নিয়ে একটি নির্বাচনি পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দেন৷ তখন এক বছরের জন্য একটি সরকার গঠনের প্রস্তাব দেন ড. ইউনূস৷ তার প্রস্তাব অনুযায়ী, সর্বশেষ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত জোট নেত্রী (বেগম খালেদা জিয়া) হবেন সেই সরকারের প্রধানমন্ত্রী৷ আর উপ-প্রধানমন্ত্রী হবেন সংখ্যালঘু আসনে বিজয়ী দল বা জোট থেকে৷ তখন সেই জোটের নেতা ছিলেন শেখ হাসিনা৷ তবে দুই পক্ষ চাইলে সেই সরকার দুই বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে বলে প্রস্তাব দেন ইউনূস৷ ইউনূসের প্রস্তাব অনুযায়ী, মেয়াদ শেষে সেই সরকারের অধীনে নির্বাচন হবে এবং তার ফল সব পক্ষকে মেনে নিতে হবে৷''

ড. মুহাম্মদ ইউনূসছবি: Getty Images

জাহিদ নেওয়াজ খান তাঁর ফেসবুকে ঢাকাটাইমস এর প্রতিবেদন থেকে কিছু অংশ এবং ইউনূসের বৃহস্পতিবারের মন্তব্য থেকে কিছু অংশ তুলে দিয়ে শিরোনাম দিয়েছেন, ‘‘ড. ইউনূস: সেইদিন এইদিন৷''

এদিকে, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া আশরাফুল আলম খোকন জাহিদ নেওয়াজ খানের স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, ‘‘ওনার নাম ইউনূস, খায় শুধু ঘুস আর জুস৷''

মুহাম্মদ সায়ফুল লিখেছেন, ‘‘হ্যাঁ, তিনি তাই বলেছেন৷ এটা তাঁর নিজস্ব প্রস্তাব ছিল এবং সেই সময়কার সংকট কাটানোর সমাধান ছিল৷ মনে হয়, এখন তিনি সেটা ভুলে গেছেন অথবা তিনি আসলেই একজন জ্ঞানপাপী৷''

সামহোয়্যার ইন ব্লগে ঢাকাটাইমসের প্রতিবেদনটি শেয়ার করেছেন ‘তালপাতারসেপাই'৷

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন টেলিফোন করার খবর দিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ শুক্রবার বেলা ১১টার দিকে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং প্রায় আধা ঘণ্টা কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি৷ মহাসচিব প্রধানমন্ত্রীর কাছে দেশের পরিস্থিতি জানতে চেয়েছেন বলে জানা গেছে৷

বিডিনিউজ সংবাদটি তাদের ফেসবুক পেজে শেয়ার করার পর তাতে মন্তব্য করেন অনেকেই৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ