1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ লাভ করল প্যালেস্টাইন

৩১ অক্টোবর ২০১১

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সম্পর্কিত সংগঠন ইউনেস্কোর সদস্যপদ লাভ করল প্যালেস্টাইন৷ ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বিরোধিতা সত্ত্বেও ভোটাভুটিতে জিতে যায় প্যালেস্টাইন৷

Delegates cheer after they approved the membership of Palestine in a vote of 107-14 with 52 abstentions, during the session of UNESCO's 36th General Conference, in Paris, Monday Oct. 31, 2011. Palestine became a full member of the U.N. cultural and educational agency Monday, in a highly divisive move that the United States and other opponents say could harm renewed Mideast peace efforts. (Foto:Thibault Camus/AP/dapd)
প্যারিসে ইউনেস্কো ভবনে প্যালেস্টাইনের সদস্যপদ নিয়ে ভোটাভুটিছবি: dapd

ভোটাভুটি

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদস্য দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়৷ এতে প্যালেস্টাইনের সদস্যপদ বিষয়ে ভোটাভুটির আয়োজন করা হয়৷ সেদেশের সদস্যপদের পক্ষে ভোট প্রদান করেন ১০৭ সদস্য৷ অন্যদিকে, ১৪ সদস্য বিপক্ষে ভোট প্রদান করেন৷ এবং ৫২ সদস্য ভোট দেয়নি৷ ইউনেস্কোর এই সদস্যপদ প্রাপ্তি প্যালেস্টাইনের জন্য এক আন্তর্জাতিক স্বীকৃতি৷ আজকের দিনটিকে তাই ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা৷ বর্তমানে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেতে খুবই তৎপর৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে৷ প্যালেস্টাইন সদস্যপদ পেলে যুক্তরাষ্ট্র ইউনেস্কোকে অর্থ প্রদান থেকে বিরত থাকবে বলেও হুমকি দিয়েছে৷ এছাড়া ইসরায়েল, ক্যানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানিও প্যালেস্টাইনের সদস্যপদের বিপক্ষে ভোট প্রদান করে৷

প্যারিসে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি (বামে) এবং ইউনেস্কোয় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ও ঐতিহাসিক এলিয়াস সানবার (ডানে)ছবি: dapd

ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

পূর্ণ সদস্য হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা থেকে বঞ্চিত হতে পারে ইউনেস্কো৷ নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে একটি আইন পাশ হয়েছিল৷ এতে বলা হয়েছে, জাতিসংঘের কোন সংগঠন যদি প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়, তবে সেই সংগঠনকে অর্থ বরাদ্দ বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র৷ ইউনেস্কোর বার্ষিক বাজেটের ২০ শতাংশের যোগানদাতা সেদেশ৷ প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় এবার ৭ কোটি মার্কিন ডলারের সহায়তা থেকে বঞ্চিত হতে পারে সংগঠনটি৷

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ

ইউনিস্কোতে ভিটো দেওয়ার সুযোগ না থাকলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভিটো প্রদানের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের৷ নভেম্বর মাসে নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ নিয়ে ভোটাভুটি হতে পারে৷ সেক্ষেত্রে ভিটো প্রদানের আগাম ঘোষণা দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ নিরাপত্তা পরিষদের স্থায়ী কোন সদস্য যদি ভিটো প্রদান করে, তবে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ অনুমোদন পাওয়ার সুযোগ নেই৷

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ