1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরেনাসের গন্ধ পচা ডিমের মতো!

২৫ এপ্রিল ২০১৮

সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের আকাশে জমাট বাঁধা মেঘ নিয়ে রহস্য ছিল দীর্ঘদিনের৷ অবশেষে সে রহস্য উদ্ধার হলো৷ জানা গেল, সেখানে হাইড্রোজেন সালফাইড আছে৷ যার মানে গ্রহটির গন্ধ ঠিক পচা ডিমের মতো! 

ছবি: NASA/JPL-Caltech

বায়ুমণ্ডলে হাইড্রোজেন সালফাইড গ্যাস বেশি থাকায় সৌর জগতের সাত নম্বর গ্রহ ইউরেনাসের গন্ধ পচা ডিমের মতোই উৎকট বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷

মঙ্গলবার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, ‘কয়েক দশক ধরে গবেষণা এবং মহাকাশযান ভয়েজার টু পাঠানোর পরও ইউরেনাসের বায়ুমণ্ডলে জমে থাকা রহস্যময় মেঘ সম্পর্কে পুরোপুরি জানা যাচ্ছিল না৷'

অবশেষে বিশ্বের নানা দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি দল রহস্য ভেদ করে ন্যাচার অ্যাস্ট্রনমি জার্নালে একটি গবেষণা প্রকাশ করে৷

অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালসন ল্যাবরেটরির পদাথর্বিদ গ্লেন অর্টন বিজ্ঞানীদের এই দলে ছিলেন৷

Can the Hubble Telescope look back in time?

01:49

This browser does not support the video element.

তিনি জানান, বিজ্ঞানীরা ইউরেনাসের থেকে বিচ্ছুরিত ইনফ্রারেড রশ্মি বিশ্লেষণ করে গ্রহটির জমাট মেঘের রহস্য বের করে৷ এই গবেষণায় হাওয়াই দ্বীপের মাওনা কিয়া অঞ্চলে বসানো জেমিনি নর্থ টেলিস্কোপ ব্যবহার করা হয়েছে৷

মহাকাশ গবেষকরা মনে করেন, ইউরেনাসের প্রতিবেশী নেপচুনের মেঘেও হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেশি৷ আর এ কারণটাই এই দু'টি গ্রহকে সৌরজগতের অপর দু'টি গ্রহ শনিআর বৃহস্পতির চেয়ে ‘সম্পূর্ণ আলাদা' করেছে৷শনি আর বৃহস্পতির বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা অ্যামোনিয়ার আধিক্য পেয়েছিলেন৷ কিন্তু হাইড্রোজেন সালফাইড সেখানে অনুপস্থিত ছিল৷

নাসা তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, বায়ুমণ্ডলের এ ধরনের মিশ্রণ গ্রহের গঠন ও ইতিহাস সম্পর্কে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

এইচআই/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ