1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপা লিগ

৬ এপ্রিল ২০১২

জার্মান দুই ক্লাবকে হারিয়ে ইউরোপা লিগের সেমি ফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশ দু’টো ফুটবল ক্লাব৷

ছবি: picture-alliance/dpa

কোয়ার্টার ফাইনালের খেলায় জার্মান ক্লাব শালকে ও স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও ২-২ গোলে ড্র করেছে৷ কিন্তু তার আগে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে শালকে'কে ৪-২ গোলে হারিয়ে দেয় বিলবাও৷ ফলে হরেদরে এগিয়ে রইলো বিলবাও৷ পৌঁছে গেল সেমি ফাইনালে৷

বৃহস্পতিবার শালকে মাঠে লড়েছে পুরো নব্বই মিনিট ধরেই৷ কিন্তু সেমি ফাইনালে খেলার স্বপ্নটা শেষ পর্যন্ত কিছুতেই আর বাঁচিয়ে রাখতে পারে নি তারা৷

অন্যদিকে কোয়ার্টার ফাইনালেরই আরেক খেলায় জার্মানির আরেকটি ফুটবল ক্লাব হানোফারকে ২-১ গোলে পরাজিত করেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ৷

খেলার প্রথমার্ধে মাদ্রিদ মোটেই আধিপত্য দেখাতে পারে নি৷ একেবারে শেষ মুহূর্তে আদ্রিয়ান ও রাদামেল ফালকাও'র গোলের ফলে সেমি ফাইনালে পৌঁছে গেল মাদ্রিদ৷ হানোফার'এর বিরুদ্ধে আগের খেলায় তারা এগিয়ে থাকায় সহজেই এই সাফল্য পেল অ্যাথলেটিকো মাদ্রিদ৷

নেদারল্যান্ডস এর ক্লাব আলকমার-কে কোয়ার্টার ফাইনালে ০-৪ গোলে হারিয়েছে স্পেনের-ই আরেক ক্লাব ভালেনসিয়া৷ চারটি গোলের মধ্যে ২ টি গোল-ই এনে দিয়েছেন ভালেনসিয়ার তারকা খেলোয়াড় আদিল রামি৷ বাকি দু'টো গোল করেছেন আলবা ও অ্যারনান্দেজ৷

শেষ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের মেটালিস্ট খারকিভ'এর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগালের স্পোর্টিং ক্লাব৷ কিন্তু আগের খেলায় সাফল্যের ফলে সেমি ফাইনালে পৌঁছে গেল স্পোর্টিং৷

সেমি ফাইনালের ৪টি ক্লাবের মধ্যে ৩টিই স্পেনের৷ ফলে জার্মানদের বিদায়ের পর ইউরোপা লিগে এখন স্প্যানিশদেরই রাজত্ব৷ শুধু ইউরোপা লিগ নয়, চ্যাম্পিয়নস লিগেও দেখা যাচ্ছে স্প্যানিশ ক্লাবগুলোরই আধিপত্য৷ তবে, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াইয়ে এখনো বেশ ভালো ভাবেই টিকে আছে জার্মান দলগুলো৷

প্রতিবেদন: আফরোজা সোমা (রয়টার্স, ডিপিএ )

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ