1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় কমিশনে লিঙ্গসমতা আনতে উরসুলার সংগ্রাম

৩ সেপ্টেম্বর ২০২৪

প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইউরোপিয়ান কমিশনে লিঙ্গসমতা আনতে নানা পদক্ষেপ নিয়েছিলেন উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷ আসছে ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন জার্মানির এই রাজনীতিবাদ৷

উরসুলা ফন ডেয়ার লাইয়েন
উরসুলা ফন ডেয়ার লাইয়েনছবি: FREDERICK FLORIN/AFP

২০১৯ সালে প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জার্মানির নারী রাজনীতিবিদ ফন ডেয়ার লাইয়েন ২৭ দেশের কমিশনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ চেয়েছিলেন৷ এ নিয়ে কাজও করছিলেন তিনি৷ তার এই চেষ্টা ও লক্ষ্য ব্লকের সদস্যরাষ্ট্রগুলোতেও সমাদৃত হয়৷ 

এর অংশ হিসেবে তিনি জোটের প্রতিটি সদস্যরাষ্ট্রগুলোকে কমিশনার হিসেবে একজন নারী ও একজন পুরুষ সদস্যের নাম প্রস্তাবের কথা বলেছিলেন৷ নানা চড়াই-উতরাই পেরিয়ে সেইবারের কমিশনে তিনি নিজেসহ মোট ১৩ জন নারী ও ১৪ জন পুরুষ ছিলেন৷

নির্বাচনে জিতে দ্বিতীয়বারের মতো কমিশনের দায়িত্ব পেয়ে আবারো জোটের দেশগুলোকে একই আর্জি জানিয়েছেন তিনি৷

তবে এবার মনে হচ্ছে পরিস্থিতি কিছুটা ভিন্ন৷ তার অনুরোধ খুব একটা আমলে নেওয়া হচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে৷

জোটের বিভিন্ন দেশ থেকে এরমধ্যে কমিশনারদের নাম জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে৷ গত সোমবার পর্যন্ত জোটের ২৯ দেশের ১৭টি দেশই শুধুমাত্র পুরুষ প্রতিনিধিদের নাম জমা দিয়েছে৷ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, পর্তুগাল, রোমানিয়া, স্পেন, সুইডেন নারী প্রতিনিধির নাম জমা দিয়েছে৷ আর ইউরোপের আরেক দেশ বেলজিয়াম একজন নারী ও একজন পুরুষ প্রতিনিধির নাম দিয়েছে৷ আগামী সপ্তাহগুলোতে তাদের সাক্ষাৎকার নেবেন ফন ডেয়ার লাইয়েন৷

ইউরোপিয়ান উইমেন'স লবি এক খোলা চিঠিতে জানায়, গত মেয়াদে লিঙ্গসমতাভিত্তিক একটি কমিশন গঠনে আপনার নেতৃত্ব একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ যার ফলে ইইউ এবং এর বাইরে শাসন পরিচালনার একটি মাপকাঠির যাত্রা শুরু হয়৷ বিবৃতিতে সংগঠনটি উরসুলাকে নারী-পুরুষের সমতার বিষয়ে নিজের অবস্থান ধরে রাখার আহ্বান জানায়৷

এদিকে সদস্যরাষ্ট্রগুলোর উরসুলার আহ্বানকে খুব একটা গুরুত্ব না দেওয়া বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে নানা সংস্থা৷ ইউরোপিয়ান পলিসি সেন্টারের ওলিজাবেথ কুইপার ডিডাব্লিউকে বলেন, সদস্য রাষ্ট্রগুলোর এই আচরণ নিন্দাজনক৷ তবে তার মতে, নারীদের অধিকারের বিষয়ে রাষ্ট্রপ্রধানদের মাঝে রাজনৈতিক ইচ্ছার অভাব দেখা যাচ্ছে৷

অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফন ডেয়ার লাইয়েন৷ সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইইউর মুখপাত্র আরিয়ানা পোডেস্টা বলেন, ‘‘নিজের লক্ষ্যের বিষয়ে পরিষ্কার নতুন প্রেসাডেন্ট৷ আসছে কমিশনে নারী-পুরুষ সমতা তৈরিতে নিজের ক্ষমতার সবটুকু্ করবেন তিনি৷''  

কী করতে পারেন লাইয়েন?

ফন ডেয়ার লাইয়েনের জন্য বড় সমস্যা হবে সদস্যরাষ্ট্রগুলোকে নারী সমতায় প্রেসিডেন্ট যেই আহ্বান জানিয়েছেন তা মানতে খুব বেশি জোর করার সামর্থ্য নেই৷

স্কেটিংয়ে নারীমুক্তি

04:15

This browser does not support the video element.

সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি স্টাডিজের গবেষক সোফিয়া রুসাক এক বিবৃতিতে বলেন, ‘‘তিনি যেটি করতে পারেন সেটি হলো ভেটো দেওয়া, যদিও এটি হবে নজিরবিহীন৷’’

তার মতে, এর ফলে শুরুতেই আগামী পাঁচ বছর সদস্যরাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক খারাপের সূচনা হতে পারে৷    

এদিকে কুইপার এবং ইউরোপিয়ান পলিসি সেন্টার বলছে, ‘‘সদস্যরাষ্ট্রগুলোকে অতিরিক্ত একটি করে নাম দেওয়ার কথা বলতে পারেন লাইয়েন৷ কিন্তু প্রশ্ন হলো, এর ফলে নতুন কমিশনের যাত্রা বিলম্বিত হতে পারে, সেটি বিবেচনায় নিয়ে তিনি এই কাজটি করবেন কি না৷''

তবে এতো সবকিছুর পরেও মনে হচ্ছে সদস্যরাষ্ট্রগুলোকে বুঝাতে পেছন থেকে নীরবে কাজ করে যেতে পারেন ফন ডেয়ার লাইয়েন৷ যেমন এরইমাঝে দেখা গেছে শেষ মুহূর্তে নিজেদের পুরুষ প্রার্থীকে সরিয়ে একজন নারীপ্রার্থীর নাম ঘোষণা করেছে রোমানিয়া৷ আর ইউরোপের আরেক রাষ্ট্র মাল্টাও চাপে রয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে৷

সেই সাথে আরকটি কাজ করতে পারেন লাইয়েন৷ নারী কমিশনারদেরকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া৷

কমিশনে নারী-পুরুষের সমতা আনতে হয়তো আরো কিছু পরিবর্তন আনতে পারবেন নতুন প্রধান৷ তবে সোমবার পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে লিঙ্গসমতা নিশ্চিত করতে আরো অনেক দূর যেতে হবে উরসুলাকে৷

ইউরোপিয়ান উইমেন'স লবির মুখপাত্র মির্তা বাসেলোভিচ বলেন, ‘‘আমরা ফন ডেয়ার লাইয়েন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের উপর আস্থা রাখছি৷ তারা প্রমাণ করবে, ইইউ'র নেতৃত্ব কোনো ছেলেদের ক্লাব নয়৷’’

এলা ইয়নের/আরআর

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ