1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের শরণার্থী শিবিরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা

৩ এপ্রিল ২০২০

বাড়তি ভিড়ের চাপে ইউরোপের শরণার্থী শিবিরগুলিতেও ছড়াতে পারে করোনা সংক্রমণ, সতর্ক করলেন ইইউ কমিশনার ইলভা ইয়োহানসন৷

ছবি: imago images/ZUMA Wire/F. Sierakowski

বৃহস্পতিবার গ্রিসের একটি শরণার্থী শিবিরের মোট ২০জন অভিবাসনপ্রত্যাশীর শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷ এরপর থেকেই, ইউরোপের বিভিন্ন শরণার্থী শিবিরে এই সংক্রমণ নিয়ে সতর্কতা বাড়ানোর কথা ডয়চে ভেলেকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা ইয়োহানসন৷

পরিস্থিতি কীভাবে মোকাবিলা করার কথা ভাবছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘গ্রিসের সমস্যা মোকাবিলা করতে আমরা সরকারের সাথে আলোচনা করে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি৷ এই মূহুর্তে আমরা প্রাধান্য দিচ্ছি সেসব মানুষকে যারা অন্যদের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন৷ অবিলম্বে তাদের অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিত, যাতে করে এই সংক্রমণ ক্যাম্পের ভেতর দ্রুত ছড়াতে না পারে৷’’

কোন পথে সুরাহা?

ইয়োহানসন জানান, আগামী সপ্তাহেই শুরু হবে ঝুঁকিতে থাকা মানুষদের ক্যাম্প থেকে সরিয়ে নেওয়ার কাজ৷ পাশাপাশি, শরীরে সংক্রমণ রয়েছে কি না, তা নির্দিষ্ট করতে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষাও করা হবে বলেও জানান তিনি৷ শুধু তাই নয়, বৈশ্বিক এই দুর্যোগের পরিস্থিতিতে নতুন করে অভিবাসন ও শরণার্থী নীতি নিয়ে নতুন করে চিন্তা করাও জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন ইলভা ইয়োহানসন। তাঁর বিশ্বাস, তাঁর প্রস্তাব গ্রিস ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য সদস্য রাষ্ট্রের কাজে লাগবে।

বর্তমানে, গ্রিসের শরণার্থী ক্যাম্পগুলিতে ভিড় ও সংক্রমণের পরিস্থিতির জন্য কে দায়ী? তিনি বলেন, ‘‘অবশ্যই গ্রিস সরকার এর জন্য প্রাথমিকভাবে দায়ী, কিন্তু তারা এই পরিস্থিতি থেকে একা বেরোতে পারবে না৷ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবেই৷ ইউরোপিয়ান কমিশন ও জাতিসংঘের সাথে হাত মিলিয়ে ভিড়ের চাপে এমন বিপজ্জনক পরিস্থিতি থেকে অসংখ্য অভিবাসীদের বাঁচাতে পারি আমরা৷’’

এসএস/এসিবি

তিন মার্চের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ