এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপে কোভিড-১৯-এর ভ্যাকসিন নিতে আগ্রহীর সংখ্যা আগের তুলনায় কমেছে৷ জার্মানিতে ভ্যাকসিনে আগ্রহী কমার হার ইউরোপের অনেক দেশের চেয়ে বেশি৷
বিজ্ঞাপন
গত এপ্রিলে একটা সমীক্ষা শুরু করেছিলেন জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ বিশ্বের অনেক দেশের বিজ্ঞানীর করোনা রোধের ভ্যাকসিন আবিস্কারের চেষ্টায় ব্যস্ত৷ কিন্তু আসলে শতকরা কতজন মানুষ ভ্যাকসিন নেয়া খুব জরুরি মনে করেন? ইউরোপের ছয়টি দেশে এই প্রশ্নের উত্তর জানার উদ্যোগ নিয়েছিলেন হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা৷
দেশগুলো হলো জার্মানি, যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইটালি, ফ্রান্স এবং পর্তুগাল৷ এ উদ্দেশ্যে এসব দেশের নাগরিকের কাছে ভ্যাকসিন সংক্রান্ত প্রশ্নটি রাখার ব্যবস্থাও করা হয়েছিল৷
এপ্রিলে ছয় দেশের ৭০০০ মানুষের সঙ্গে কথা বলে দেখা গিয়েছিল, এসব দেশের শতকরা ৭৪ ভাগ মানুষ ভ্যাকসিন নিয়ে করোনা থেকে দূরে থাকতে আগ্রহী৷ তখন টিকার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন সমীক্ষায় অংশ নেয়া ৭০ ভাগ জার্মান৷
কিন্তু জুনে এ ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে জার্মানি এবং ইউরোপে৷ ইউরোপের ছয়টি দেশে ভ্যাকসিনে আগ্রহী এবং আস্থাশীলের হার শতকরা ৭৪ থেকে কমে ৬৮-তে এসে ঠেকেছে৷ জার্মানিতে কমার হার আরো বেশি৷ এপ্রিলে যেখানে ৭০ ভাগ ভ্যাকসিনকে ‘হ্যাঁ' বলেছিলেন সোৎসাহে, এবার বলেছেন মাত্র ৬১ ভাগ!
এসিবি/কেএম
করোনায় চাপ বেড়েছে অক্সিজেনের ওপর
করোনায় সরবরাহকারীরা রীতিমত হিমশিম খাচ্ছেন অক্সিজেন চাহিদার যোগান দিতে৷ এর সাথে পাল্লা দিয়ে অক্সিজেনের মূল্য আকাশ ছুঁয়েছে৷ বাসাবাড়িতে অপ্রয়োজনীয় সংরক্ষণ এবং মনিটরিংয়ের অভাবে এ সংকট তৈরি হয়েছে৷
ছবি: Mortuza Rahsed
চলছে অক্সিজেন গ্রহণ
সরকারি একটি হাসপাতালের করোনা ‘আইসোলেশন কর্নারে’ এক রোগী অক্সিজেন মাস্ক পরে আছেন৷
ছবি: Mortuza Rahsed
হোম সার্ভিস
ফুসফুসের সমস্যায় আক্রান্ত কিন্তু করোনা রোগী নন এমন একজন রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার নেওয়া হচ্ছে৷
ছবি: Mortuza Rahsed
সরবরাহ হচ্ছে হাসপাতালে
করোনা ডেডিকেটেড একটি হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্সে করে প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নেওয়া হচ্ছে৷
ছবি: Mortuza Rahsed
জোড়াতালি
বেশ পুরাতন একটি সিলিন্ডারে অক্সিজেন ভরে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বসানো হয়েছে, এসব ক্ষেত্রে সিলিন্ডারের মান থোরাই আমলে নেওয়া হচ্ছে৷
ছবি: Mortuza Rahsed
ডিসপ্লে
অক্সিজেন বিক্রির একটি খুচরা দোকানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সাজিয়ে রাখা হয়েছে নমুনা৷
ছবি: Mortuza Rahsed
শ্বাসকষ্ট
করোনা সন্দেহে এক রোগীকে হাসপাতালে ভর্তির জন্য আনা হয়েছে৷ অক্সিজেনের অভাবে তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেছেন৷
ছবি: Mortuza Rahsed
মুমূর্ষু রোগীদের জন্য
দেশের শীর্ষস্থানীয় অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিঃ থেকে অক্সিজেন নিয়ে স্থানীয় হাসপাতালে যাচ্ছে একটি পিকআপ৷
ছবি: Mortuza Rahsed
সরবরাহ
অক্সিজেন রিফিল করা শেষ, তাই সেগুলো ডেলিভারির জন্য একত্রিত করছেন একজন কর্মী৷
ছবি: Mortuza Rahsed
চাহিদা এতই বেশি যে...
চাহিদার ব্যাপক বৃদ্ধির কারণে স্থানীয় একটি অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় পুরোটাই হয়ে গেছে অক্সিজেন উৎপাদন কেন্দ্রিক৷
ছবি: Mortuza Rahsed
কর্মব্যস্ততা
নেই দম ফেলবার ফুরসত৷ স্থানীয় একটি অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানে তাই উৎপাদনের কাজ চলছে ২৪ ঘন্টাই৷
ছবি: Mortuza Rahsed
আমদানি নির্ভরতা
কোম্পানিগুলো বলছে ব্যবহৃত সিলিন্ডারগুলোর সবই আমদানি করতে হয়৷ যার কারণেই তৈরি হচ্ছে সংকট৷ বাড়ছে দাম৷
ছবি: Mortuza Rahsed
জরুরি ব্যবস্থাপনা
এই আপদকালীন সময়ে কোন ধরনের গোলযোগ যেন সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা৷