1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে জার্মানির ভ্রমণ সতর্কতা

১ অক্টোবর ২০২০

শীতকালে করোনা সংক্রমণ অনেক বাড়তে পারে৷ এ আশঙ্কায় আবার স্বাস্থ্যবিধির কড়াকড়ি আরোপের কথা ভাবছে জার্মান সরকার৷ এবার ইউরোপের ১১টি দেশে ভ্রমণের উপর সতর্কতাও জারি করা হলো৷

ছবি: Daniel Roland/AFP/Getty Images

১১টি দেশের মধ্যে বেলজিয়াম ও আইসল্যান্ডকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ আর বাকি দেশগুলোর বিভিন্ন এলাকার করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে শুধু ওই এলাকাগুলোকেই তালিকাভুক্ত করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ব্রিটেনের কিছু এলাকা, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, ফ্রান্সের পেস ডে লা লইরে ও বুর্গুন্ডি৷

এছাড়া লিথুনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার কিছু এলাকাও এ তালিকার অন্তর্ভুক্ত৷

কোনো এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা সপ্তাহে প্রতি লক্ষে ৫০ হলে সে এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে জার্মানি৷

এদিকে বিশ্বের ১৬০টি দেশের উপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি৷ তবে দেশেগুলোর করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে পর্যায়ক্রমে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে৷

আরআর/এসিবি (এপি, রয়টার্স, এএফপি, ডিপিএ)

১৫ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ