1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে প্রতি চারজনে একজন কর্মী অভিবাসী: আইএলও

১৭ ডিসেম্বর ২০২৪

শক্তিশালী অর্থনীতির দেশগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অভিবাসীরা৷ আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে৷

লিসবনের একটি রেস্টুরেন্টে কর্তমরত এক অভিবাসী
পর্তুগালের রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে কর্মরত এক অভিবাসী৷ ফাইল ফটো ছবি: Patricia De Melo Moreira/AFP/Getty Images

সোমবার প্রকাশিত জাতিসংঘের এই সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উত্তর, পশ্চিম এবং দক্ষিণ ইউরোপের দেশগুলোতে প্রতি চারজনের মধ্যে প্রায় একজন শ্রমিক অভিবাসী৷ গত এক দশকে এই দেশগুলোতে অভিবাসী কর্মীর সংখ্যা বেড়েছে৷ সেই সংখ্যা ২২ দশমিক ৫ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৩ ভাগ৷

প্রতিবেদনে বলা হয়, শ্রমখাতে অভিবাসীদের অংশগ্রহণের মাত্রা ইউরোপ, আরব এবং উত্তর অ্যামেরিকার দেশগুলোতে বেশি৷ এর কারণ হিসেবে ওই দেশগুলোতে প্রবীণদের সংখ্যা বাড়তে থাকার কথা উল্লেখ করা হয়৷ অবসরে যাওয়া ব্যক্তিদের পেশাগুলোতে অভিবাসীরা নিযুক্ত হচ্ছেন বলে জানানো হয়৷ 

প্রতিবেদনে অভিবাসী শ্রমিক বলতে, নিজদেশের বাইরে গিয়ে অন্য দেশে কর্মরতদের বোঝানো হয়েছে৷ আন্তর্জাতিক শ্রম সংস্থার এই প্রতিবেদনটিতে ওয়ার্ক ভিসায় কর্মরত এবং অনিয়মিত অভিবাসী যারা কর্মরত আছেন উভয়কেই বুঝানো হয়েছে৷

ফিনল্যান্ডের বিদেশি কর্মী দরকার, তবে শর্ত কঠিন

03:47

This browser does not support the video element.

প্রতিবেদনে বলা হয়, এই অভিবাসী শ্রমিকদের দৃই তৃতীয়াংশই সার্ভিস ইন্ডাস্ট্রিতে কর্মরত রয়েছেন৷

আইএলও জানায়, ২০১৩ সাল থেকে ২০২২ সাল অর্থাৎ এক দশকে সারা বিশ্বে অভিবাসী শ্রমিকের প্রায় তিন কোটি বেড়েছে৷ ২০২২ সালে সারা বিশ্বে মোট অভিবাসী শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখে৷ এর মধ্যে ১০ কোটি ২৭ লাখ পুরুষ এবং ছয় কোটি ৪৯ লাখ নারী৷

এই অভিবাসীদের মধ্যে ৭ দশমিক ২ ভাগ বেকার৷ বেকারের এই সংখ্যা অভিবাসীরা যেই দেশটিতে অবস্থান করছেন ওই দেশের নাগরিকদের তুলনায় দুই ভাগ বেশি৷ আইএলও বলছে, ভাষাগত সীমাবদ্ধতা, যোগ্যতার স্বীকৃতা না পাওয়া এবং বৈষম্যেসহ নানা কারণে অভিবাসীদের মধ্যে বেকারত্বের হার কিছুটা বেশি৷

আরআর/এসবি (আইএলও)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ