রোমানিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ভালো সুযোগ রয়েছে বলে মনে করেন বদরুন নাহার মিরা৷ তিনি ক্লুজ নাপোকা শহরে আন্তর্জাতিক সম্পর্ক পড়ছেন বাবেস বলয়াই বিশ্ববিদ্যালয়ে৷ মিরা জানান, রোমানিয়ায় লেখাপড়ার খরচ খন্ডকালীন চাকুরি করেই তোলা যায়৷ ফলে দেশ থেকে খরচ আনার প্রয়োজন হয় না৷ আর তার শহরে বসবাসের খরচ ঢাকার চেয়েও কম৷ বিস্তারিত দেখুন৷