ইউরোপের কয়েকটি দেশে বাঘের এমন অবৈধ খামার রয়েছে, যেখানে বাঘের প্রজনন করা হয়৷ বাঘ কিংবা বাঘের শরীরের বিভিন্ন অংশ বাজারে বিক্রি করে অর্থ উপার্জনও করে অসাধু ব্যবসায়ীরা৷
বিজ্ঞাপন
সম্প্রতি বন্য প্রাণীদের নিয়ে কাজ করে এমন সংগঠন ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-ডাব্লিওডব্লিওএফ এবং ট্রাফিকের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে৷
এভাবে প্রজনন ও বাজারজাতকরণের ফলে বাঘ অস্তিত্ব সংকটে পড়বে আশঙ্কা সংগঠনটির৷
প্রতিবেদনে সংগঠনটি জানায়, ইউরোপের অনেক ব্যবসায়ী ভিয়েতনাম, থাইল্যান্ড ও চীনের ব্যবসায়ীদের সাথে এ ধরনের বাণিজ্য করছে৷
গবেষণায় বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ১০৩টি বাঘ সরাসরি রপ্তানি করা হয় আর পূনঃরপ্তানি হয় ৮৪টি বাঘ৷ এর মধ্যে ৪৩টি বাঘ ব্যবসায়িক কাজে রপ্তানি ও পুনঃ-রপ্তানি করা হয়৷এ সময় ইউরোপের বিভিন্ন দেশে ৯৫টি বাঘ ও বাঘের শরীরে বিভিন্ন অংশের রপ্তানির চালান আটক হয়৷ সবচেয়ে বেশি চালান আটক হয় যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস ও স্পেনে৷
ইউরোপের আইন অনুযায়ী শিক্ষা, গবেষণার কাজ ছাড়া বাঘের বাণিজ্যিক উৎপাদন নিষেধ৷
ডাব্লিওডব্লিওএফ-এর কর্মকর্তা হিথার সোল বলেন, ইউরোপের দেশগুলো যদিও এশিয়াতে বাঘের বাণিজ্যিক উৎপাদন বন্ধের বিষয়ে সোচ্চার, কিন্তু বাঘের বিশ্ব বাজারের বড় ব্যবসায়ী তারা৷
নির্বিচারে বন ধ্বংসের ফলে হুমকির মুখে পড়ছে বাঘ প্রজাতি৷ অন্যদিকে বাজারে বাঘের চামড়া, হাড়, ও এর অন্যান্য অংশের বানিজ্যিকীকরণ তার অস্তিত্বকে আরো হুমকির মুখে ফেলছে৷
আরআর/এসিবি (এএফপি)
গত বছরের জুলাইর ছবিঘর দেখুন...
বনের চেয়ে খাঁচায় বাঘের সংখ্যা বেশি
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে - স্কুলপড়ুয়া প্রায় সবাইকে এই ভাব সম্প্রসারণটি করতে হয়৷ তবে পরিসংখ্যান বলছে, বিশ্বে যত বাঘ বনে আছে, তার চেয়ে বেশি আছে খাঁচাবন্দি হয়ে৷
ছবি: picture-alliance/imageBROKER/Stella
খাঁচাবন্দি বাঘই বেশি
প্রাণী অধিকার নিয়ে কাজ করা মার্কিন সংস্থা ‘দ্য হিউম্যান সোসাইটি’র ধারনা, দেশটিতে পাঁচ থেকে সাত হাজার বাঘ খাঁচাবন্দি হয়ে আছে৷ ‘টাইগার্স ইন অ্যামেরিকা’ নামের আরেক সংস্থা মনে করছে, এমন বাঘের সংখ্যা প্রায় সাত হাজার৷
ছবি: picture-alliance/imageBROKER/Stella
বনে বাঘের সংখ্যা
বাঘেরা সাধারণত এশিয়ার বনগুলোতে থাকে৷ সেখানে বাঘের সংখ্যা দিন দিন কমছে৷ বনে থাকে এমন বাঘের সংখ্যা এখন চার হাজারের কিছু কম হবে বলে মনে করা হয়৷
ছবি: DW/M. M. Rahman
যেন পোষা প্রাণী!
পোষা প্রাণী বলতে সাধারণত কুকুর, বিড়ালের কথা সবাই জানেন৷ কিন্তু অনেক মার্কিনির কাছে বাঘও একধরনের পোষা প্রাণী হয়ে উঠেছে৷ তাইতো খাঁচাবন্দি যত বাঘের কথা বলা হচ্ছে তার একটা অংশের দেখা পাওয়া যায় কারও বাড়ির পেছনের বাগানে৷ এছাড়া সরকারি-বেসরকারি চিড়িয়াখানা, সার্কাসের দলের কাছেও এমন বাঘ আছে৷
ছবি: picture-alliance/imageBROKER/I. Schulz
সঙ্কর জাতের বাঘ
বাঘ বলতে বন্য বাঘের কথাই আমরা জানি৷ তবে যুক্তরাষ্ট্রের বাঘগুলো সঙ্কর প্রজাতির৷ সে কারণে শুরুতে এসব বাঘ রক্ষায় মার্কিন সরকারের তেমন মনোযোগ ছিল না৷ পরে ২০১৪ সালে পোষা প্রাণী হিসেবে বাঘ রাখার বিষয়টি আইন করে কঠিন করা হয়েছে৷
মার্কিন সংস্থা ‘দ্য ফেলিন কনজারভেশন ফেডারেশন’ ২০১১ সালে একটি বাঘশুমারি করেছিল৷ পাঁচ বছর মেয়াদি ঐ শুমারি ২০১৬ সালে শেষ হয়৷ তাদের হিসেবে ২০১১ সালে যুক্তরাষ্ট্রে বাঘের সংখ্যা ছিল ছয় হাজার ৫৬৩টি৷ ২০১৬ সালে তা কমে হয়েছে পাঁচ হাজার ১৪৪৷
ফেলিন কনজারভেশন ফেডারেশনের পামেলা বইচ মনে করছেন কঠোর আইন, প্রাণী কল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়া, প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর উদ্যোগ, এসব কারণে যুক্তরাষ্ট্রে বাঘের সংখ্যা কমছে৷