1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিলুক্সেমবুর্গ

ইউরোপে সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ হতে পারে হিজাব

২৯ নভেম্বর ২০২৩

সরকারি কর্মচারীদের ধর্মীয় বিশ্বাস বোঝা যায় এমন ইঙ্গিতপূর্ণ কিছু পরা সদস্য দেশগুলো নিষিদ্ধ করতে পারে বলে রায় দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সর্বোচ্চ আদালত৷ এর ফলে সরকারি কর্মচারীদের জন্য হিজাব নিষিদ্ধ হতে পারে৷

ইউরোপে হিজাব ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে এক নতুন আইন৷
ইউরোপে হিজাব পরা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে ছবি: picture alliance / Marijan Murat/dpa

এই ইস্যুতে গত কয়েক বছর ধরে বিভক্ত রয়েছে ইউরোপ৷

বেলজিয়ামের পূর্বাঞ্চলের পৌরসভা আন্সের এক কর্মীকে কর্মক্ষেত্রে হিজাব পরতে নিষেধ করলে তিনি ইইউর বিচার আদালতে মামলা করেন৷

পৌরসভাটি পরবর্তীতে কর্মীদের নীতিমালাতেও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে কোনো ধরনের ধর্মীয় বা আদর্শিক সঙ্কেত বহন করে এমন পোশাক পরা থেকে বিরত থাকার বিষয়টি অন্তর্ভূক্ত করে৷ 

নিজের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে বলে মনে করায় বিষয়টি আদালতে তুলেছেন বলে জানিয়েছেন সেই নারী কর্মী৷

মুসলিম নারীরা মাথা ও কাঁধ ঢেকে রাখতে সাধারণত ‘ইসলামিক হেড স্কার্ফ', অর্থাৎ হিজাব ব্যবহার করেন৷ এটা পরার অধিকার নিয়ে গত কয়েক বছর ধরে ইউরোপে ব্যাপক আলোচনা চলছে৷

বিচার আদালত জানিয়েছে, নিরপেক্ষতা প্রদর্শনের স্বার্থে নেয়া নীতিকে আইনিভাবে গ্রহণ করার সুযোগ রয়েছে৷ তবে, যদি কোনো কর্তৃপক্ষ সাধারণ এবং নির্বিচারভাবে  বিশ্বাসের ইঙ্গিত মেলে এমন কিছু পরার অনুমতি দেয় সেটাও ন্যায়সঙ্গত হবে৷

আদালত জানিয়েছে, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর জনসেবা নিশ্চিতের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি নিশ্চিতে নিজেদের বিচক্ষণতা প্রয়োগের সুযোগ রয়েছে৷ তবে, সেটা সামঞ্জস্যপূর্ণ এবং পদ্ধতিগত হতে হবে এবং এক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সেটা আসলেই প্রয়োজন কিনা তা-ও বিবেচনায় আনতে হবে৷

আর এসব মানা হয়েছে কিনা তা যাচাইয়ের দায়িত্ব জাতীয় আদালতের বলেও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত৷

এআই/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ