1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে সহজলভ্য হয়ে উঠেছে ক্যাপ্টাগন মাদক

২৬ ডিসেম্বর ২০২৩

ক্যাপ্টাগন নিয়ে এতকাল মধ্যপ্রাচ্যে ব্যাপক উদ্বেগ দেখা গেছে, সাম্প্রতিক এক ঘটনা ইঙ্গিত দিচ্ছে ইউরোপেও সেটি ছড়িয়ে পড়ছে৷

লেবাননে উদ্ধার করা কিছু অ্যাম্ফেটামিন ক্যাপ্টাগন ট্যাবলেট
লেবাননে উদ্ধার করা কিছু অ্যাম্ফেটামিন ক্যাপ্টাগন ট্যাবলেটছবি: Hussein Malla/AP/picture alliance

গরিবের কোকেন নামে খ্যাত এই ক্যাপ্টাগন একধরনের মানসিক উত্তেজক বা সাইকোস্টিমুল্যান্ট মাদক৷ কোথা থেকে আসে এই মাদক?

জার্মান শুল্ক তদন্তকারীরা আখেন শহরে ক্যাপ্টাগনের এক বড়সড় চালান জব্দ করেছেন৷ ৩০০ কেজির এই চালানের বাজারমূল্য ৬০ মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে৷ এখন অবধি এত ক্যাপ্টাগন একসঙ্গে জব্দ করার ঘটনা জার্মানিতে এটাই প্রথম৷

ক্যাপ্টাগন মূলত ‘‘গরিব মানুষের কোকেইন'' হিসেবে পরিচিত৷ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার তরুণদের মধ্যে এই মাদকের চল রয়েছে৷

জার্মানিতে বিপুল পরিমাণে ক্যাপ্টাগন ধরা পড়ার পর মনে করা হচ্ছে যে ইউরোপে আগে যতটা ধারণা করা হয়েছিল তারচেয়ে বেশি আকারে ছড়িয়ে পড়ছে এই মাদক৷

বিশ্বের অধিকাংশ দেশে ১৯৮৬ সালে ক্যাপ্টাগন নিষিদ্ধ করা হয় এবং ঔষধের বাজার থেকে সেটি সরিয়ে নেয়া হয়৷ তাসত্ত্বেও চলতি শতকের শুরুর দিকে এটির অবৈধ সংস্করণ পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ছড়াতে শুরু করে৷ 

ক্যাপ্টাগন কী?

ক্যাপ্টাগন হচ্ছে একটি সিন্থেটিক মাদক যা গত শতকের ষাট এবং সত্তরের দশকে জার্মানিতে উৎপাদন করা হতো৷ মনোযোগের ঘাটতি সংক্রান্ত দুর্বলতা দূর করতে এটি ব্যবহার করা হতো৷

মধ্যপ্রাচ্যের তরুণ সমাজের মধ্যে মূলত পার্টি ড্রাগ হিসেবে ক্যাপ্টাগন বেশ জনপ্রিয়৷ 

সিরিয়া সংঘাতে অংশ নেয়া যোদ্ধারাও যুদ্ধক্ষেত্রে পারফরমেন্স বাড়াতে এবং ক্লান্তি দূর করতে এই মাদক ব্যবহার করেন বলে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে৷

ক্যাপ্টাগন পিলে সিন্থেটিক অ্যামফিটামিন ফেনিথিলাইন, ক্যাফেইন এবং অন্যান্য উদ্দীপক উপাদান থাকে৷ মানবদেহে ফেনিথিলাইন দুটি অণুতে বিপাকিত হয়৷ এগুলো হচ্ছে অ্যামফিটামিন এবং থিওফাইলিন৷ দুটোই উদ্দীপক৷       

ক্যাপ্টাগন কি আসক্তি সৃষ্টি করে?

স্নায়ুতন্ত্রের উপর ক্যাপ্টাগনের প্রভাব অ্যামফিটামিন মতোই৷ সাইকোস্টিমুল্যান্ট হিসেবে ক্যাপ্টাগন একজন মানুষের উচ্ছ্বাস এবং জেগে থাকার ক্ষমতা বাড়িয়ে দেয়৷ পাশাপাশি তার শারীরিক এবং মানসিক কর্মক্ষমতাও সাময়িক সময়ের জন্য বেড়ে যায়৷  

তবে এটির ব্যাপক ব্যবহার একজন মানুষের বিচার বিশ্লেষণের ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং হৃদযন্ত্র ও রক্ত চলাচল সংক্রান্ত নানা জটিলতা তৈরি করতে পারে৷ এটি আসক্তিও সৃষ্টি করতে পারে৷ 

এক্ষেত্রে একটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে অবৈধভাবে এসব পিল তৈরির সময় বেশিমাত্রায় ফেনিথিলাইন ব্যবহার করা হয়৷ অপেশাদার ব্যক্তিরা যেনতেনভাবে এই পিল তৈরি করায় সেগুলোতে বিষাক্ত রাসায়নিক উপাদান থাকার আশঙ্কা বেশি থাকে৷   

ক্যাপ্টাগন কোথায় তৈরি করা হয়?

গত এক দশকে সিরিয়া হয়ে উঠেছে এই মাদক উৎপাদন এবং রপ্তানির মূলকেন্দ্র৷ যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে ধারণা করা হয়েছে, বিশ্বের ৮০ শতাংশ ক্যাপ্টাগনই সিরিয়ায় উৎপাদন হচ্ছে৷ 

২০১১ সালে আরব বসন্ত প্রতিবাদের পর সিরিয়ায় ক্যাপ্টাগনের ব্যবহার ব্যাপক আকারে বাড়তে থাকে৷ বিবিসির এক অনুসন্ধানে কীভাবে সিরিয়ার ড্রাগ ইন্ডাস্ট্রি এই মাদক উৎপাদন এবং পাচারে সহায়তা করছে তা উঠে এসেছে৷ 

তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার সরকার সংঘবদ্ধ উদ্যোগের মাধ্যমে এই মাদক থেকে মুনাফা অর্জনের কথা অস্বীকার করেছেন৷

বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন অবশ্য জানাচ্ছে, গৃহযুদ্ধের কারণে সিরিয়ার উপর আরোপিত ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় দেশটির সরকার ক্যাপ্টাগন ব্যবহার করেছে৷ ২০২১ সালে দেশটিতে ক্যাপ্টাগন মাদক বাণিজ্যের পরিমাণ ৫.৩৫ বিলিয়ন ইউরো বলে ধারনা করা হয়৷

মূলত সিরিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই মাদক৷

প্রতিবেদন: ফ্রেড শোয়ালার/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ