1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপ ‘নির্মমভাবে’ করোনাবিধি শিথিল করেছে: ডাব্লিউএইচও

২৩ মার্চ ২০২২

ইউরোপে, বিশেষ করে জার্মানি এবং ব্রিটেনে আবার করোনা ভাইরাসের বেশি সংক্রামক বিএ২ সংস্করণের সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ইউরোপের বিভিন্ন দেশে করোনা বিধিনিষেধ শিথিলের সমালোচনা করেছে৷ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুছবি: HANS PUNZ/APA/picturedesk.com/picture alliance

জার্মানি, ফ্রান্স, ইটালি এবং ব্রিটেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের করোনা বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত অত্যন্ত ‘‘নির্মমভাবে’’ নেয়া হয়েছে বলে মনে করছে ডাব্লিউএইচও৷ 

এই দেশগুলোতে এখন করোনা সংক্রমণ আবার বাড়ছে, যা সম্ভবত ভাইরাসটির বেশি সংক্রামক সংস্করণ বিএ২, যোগ করেছে ডাব্লিউএইচও৷

সংস্থাটির ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লু জানিয়েছেন যে, মহাদেশটিতে করোনাভাইরাস সংক্রান্ত অগ্রগতির বিষয়ে তিনি ‘‘আশাবাদী, কিন্তু সতর্ক’’৷ 

মলদোভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘ডাব্লিউএইচও-র ইউরোপীয় অঞ্চলভুক্ত ৫৩টি দেশের ১৮টিতে ভাইরাসের সংক্রমণ বাড়ছে৷’’

‘‘যেসব দেশে আমরা সুনির্দিষ্টভাবে সংক্রমণ বাড়তে দেখছি, সেগুলো হচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, গ্রিস, সাইপ্রাস, ফ্রান্স, ইটালি এবং জার্মানি৷ এসব দেশ করোনা বিধিনিষেধ নির্মমভাবে অনেক বেশি থেকে অনেক কম করে ফেলেছে,’’ যোগ করেন তিনি৷

ডাব্লিউএইচও-র পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপে করোনা সংক্রমণের হার জানুয়ারির শেষের দিকে উল্লেখযোগ্যভাবে কমে যায়৷ কিন্তু মার্চের শুরুর দিকে তা আবারো বাড়তে শুরু করে৷ গত সপ্তাহে ইউরোপে নতুন করে করোনায় আক্রান্ত হন ৫১ লাখ মানুষ, আর এই সময়ে করোনায় মারা গেছেন ১২,৪৯৬ জন৷

এআই/এসিবি (রয়টার্স, এপি)

সোমবারের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ