1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশন সং কন্টেস্ট

১৫ ফেব্রুয়ারি ২০১৩

ভালোবাসার দিবসে ইউরোভিশনের জন্য প্রতিযোগী বাছাই করলে জার্মানি৷ সুইডেনের মালম্যো-তে এবার তাদের প্রতিনিধি কাসকাডা৷ হানোফারে এক জমকালো প্রতিযোগিতায় চূড়ান্ত হয় এই প্রতিনিধি৷

ছবি: picture-alliance/dpa

তৈরি হয়েছিল ২০০৪ সালে৷ তিনি জার্মান শিল্পী নাটালি হরলার, ডিজে মানিয়ান এবং ইয়ান ফাইফারের গড়া এই ইউরোড্যান্স গ্রুপের নাম ‘কাসকাডা'৷ যুক্তরাষ্ট্রে ইউরোড্যান্সকে জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রেখেছে এই দল৷ পাশাপাশি ‘এভরিটাইম উই টাচ', ‘হোয়াট হার্টস দ্য মোস্ট'-এর মতো গানের জন্য এখন জগৎ জোড়া জনপ্রিয়তা রয়েছে কাসকাডার৷ এই দলের মূল গায়িকা হচ্ছেন নাটালি৷

জার্মানির হয়ে শেষবার এই প্রতিযোগিতায় জিতেছিলেন লেনা মায়ার-লান্ডরুটছবি: picture-alliance/dpa

বৃহস্পতিবার রাতে নাটালিদের ইউরোভিশন প্রতিযোগিতার জন্য চূড়ান্ত করেছে জার্মানরা৷ হানোফারের টুই আরেনাতে অনুষ্ঠিত দু'ঘণ্টার এই অনুষ্ঠান, যা সরাসরি সম্প্রচার হয়েছে গোটা জার্মানিতে – সেখানে লড়েছে মোট ১২ প্রতিদ্বন্দ্বী৷ আটজন গেয়েছেন ইংরেজি, বাকিরা জার্মান গান৷ এরপর বিভিন্ন পর্যায়ে ভোটাভুটির পর ইউরোভিশনের চূড়ান্ত টিকিট পেয়ে যায় কাসকাডা৷

এখানে বলা প্রয়োজন, ২০১৩ সালের ইউরোভিশন আসর বসবে সুইডেনের মালম্যো শহরে৷ সেখানে কাসকাডা কতটা সফল হবে, তা অবশ্য এখনই বলা কঠিন৷ ইউরোপের অনেক দেশ এখনো সেই প্রতিযোগিতার জন্য চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করেনি৷ তাই নাটালিদের সাফল্য দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৮ই মে অবধি৷ তবে ইউরোভিশন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পাওয়েল জর্ডান মনে করেন, কাসকাডাকে নির্বাচন সময়োপোযোগী হয়েছে৷ পাশাপাশি যেভাবে চূড়ান্ত প্রতিনিধি বাছাই করছে জার্মানি, সেটাও অন্যান্য দেশের জন্য এক উদাহরণ হয়ে থাকতে পারে৷

১৯৮২ সালে প্রথমবার জার্মানির হয়ে ইউরোভিশন সং কন্টেস্ট জেতেন নিকলছবি: picture-alliance/dpa

উল্লেখ্য, গত বছর ইউরোভিশন জয় করেন লোরিয়েন৷ ২৮ বছর বয়সি সুইডেনের এই প্রতিনিধির ‘ইউফোরিয়া' গানটি জয় করে নেয় ইউরোপের হৃদয়৷ বাকুতে সেই আসরে জয়ের কারণেই এবার সুইডেনে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা৷ সেবার অবশ্য জার্মানির প্রতিনিধি রোমান লোব বিশেষ সুবিধা করতে পারেননি৷ বাকুতে তাঁর অবস্থান ছিল অষ্টম৷

এআই / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ