1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

৪ জুন ২০১২

ইউরো ২০১২ ফুটবল আসর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি৷ এই আসরের সহ-আয়োজক পোল্যান্ড দশ লাখ বিদেশি ফুটবল ভক্তকে স্বাগত জানাতে প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করছে৷ তৈরি হচ্ছে বড় বড় ফ্যানজোন, থাকার জন্য বিশেষ ব্যবস্থা৷

ছবি: dapd

ইউরো আসরের ফুটবল ম্যাচগুলো আয়োজনের জন্য পোল্যান্ডে একেবারে নতুন স্টেডিয়ামও তৈরি করা হয়েছে৷ একইসঙ্গে টিকিটবিহীন ফুটবল ভক্তদের জন্য তৈরি হচ্ছে ফ্যানজোন৷ পোলিশ রাজধানী ওয়ারশ'র কথাই ধরুন৷ শহরের কেন্দ্রে একটি এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ কারণ সেখানে তৈরি হচ্ছে পোল্যান্ড এবং ইউক্রেনের মধ্যে সবচেয়ে বড় ফ্যানজোন৷ এই ফ্যানজোনে লাখ খানেক ফুটবল ভক্ত একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন৷ সেখানে থাকছে ছয়টি বড় স্ক্রিন৷ ফ্যানজোনের আয়োজক সংস্থার প্রতিনিধি সাবাস্তিয়ান মিকোলাইচাক বলেছেন, মূল চত্বরটি তৈরি হয়ে গেছে, এখন আমরা সবচেয়ে বড়, ১৪২ স্কোয়ার মিটার স্ক্রিন স্থাপন করছি৷

পোল্যান্ডের অন্যান্য আয়োজক শহর, যেমন বাল্টিক বন্দর ডানজিগ, দেশের অভ্যন্তরে ব্রেসলাউ ও পোজনান'এর ফ্যানজোনগুলোতেও এখন চূড়ান্ত কাজ চলছে৷ এছাড়া ক্রাকাও, যেখানে ইংল্যান্ড, ইটালি এবং হল্যান্ডের ফুটবল ‘বেস-ক্যাম্প' স্থাপন করছে, সেখানেও ফ্যানজোন তৈরি হচ্ছে পুরোদমে৷

ইউরো ২০১২’র মাস্কটছবি: AP

পোল্যান্ডের আয়োজক শহরগুলোর সব হোটেলই মোটামুটি ‘বুক' হয়ে গেছে৷ অবশ্য এখনো যারা পোল্যান্ডে থাকার জায়গা খুঁজছেন, তাদের হতাশ হওয়ার কোন কারণ নেই৷ বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে ইউরো কাপ উপলক্ষ্যে৷ ওয়ারশ'র একটি হোস্টেল কর্তৃপক্ষ ‘টু-বাই-ওয়ান' মিটার আকারের টিউবে রাত্রিযাপনের ব্যবস্থা করেছে৷ এজন্য রাত প্রতি খরচা পড়বে ৪০ ইউরো, এই খরচের মধ্যে বিছানার চাদরও থাকছে৷ টিউব শুনে ভয় পাওয়ার কিছু নেই৷ এটির মধ্যে আলো এবং বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে৷ একইসঙ্গে একটি পর্দাও থাকছে, যাতে আপনি সেখানে একান্তে সময় কাটাতে পারেন৷

বাল্টিক সমুদ্র বন্দর এবং সুইডেনের রাজধানী স্টকহোম'এর মধ্যে চলাচলকারী একটি ফেরিও হোটেল হিসেবে ব্যবহার করা হবে৷ ১,৮০০ যাত্রী বহনে সক্ষম এই বিশাল ফেরি খেলার দিনগুলোতে ভাসমান হোটেল হিসেবে কাজ করবে৷ এটিতে ৮৮০টি কেবিন রয়েছে৷ খরচ রাত,প্রতি ১৫০ ইউরো৷ এই ফেরির মালিকপক্ষের ম্যানেজার মারিয়ান চোইনাচকি জানিয়েছেন, ‘‘স্পেন-আয়ারল্যান্ড এবং স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচের সময় রাত্রিযাপনের জন্য পর্যাপ্ত জায়গা এখনো খালি আছে৷''

ইউরো ২০১২' চলাকালে বিপদে পড়তে পারেন গাড়ির আরোহীরা৷ মানে যারা গাড়িতে করে পোল্যান্ডের বিভিন্ন শহরে খেলা দেখতে যাবেন, তাদেরকে গড়ে ৩ থেকে ৮ ঘন্টা যানজটে আটকে থাকতে হতে পারে৷ কেননা, অনেক মহাসড়ক এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি৷ রেল যোগাযোগের উন্নতি খানিকটা হয়েছে বটে কিন্তু অনেক স্টেশন মেরামত সম্পন্ন হয়নি৷ ফলে রেল যোগাযোগের উপরেও ভরসা করা কঠিন৷ তবে বিমান যোগাযোগ বেশ ভালো, জানাচ্ছে বার্তাসংস্থাগুলো৷ বিমানবন্দরগুলোও সংস্কার করা হয়েছে৷ বর্তমানে পোল্যান্ডের মধ্যকার সব আঞ্চলিক রুটে বিমান চলাচল ঠিক আছে৷ তাই স্বল্প সময়ের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতে উড়ালই বড় ভরসা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ