1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোর দামে নিম্নগতি

হাফসা হোসাইন৫ সেপ্টেম্বর ২০০৮

ডলারের বিপরীতে আরো কমেছে ইউরোর দাম৷ শুক্রবার দুপুরে লন্ডনের বাজারে ১.৪১ ডলার দামে লেনদেন হয়েছে ইউরো৷ গত ১১ মাসে ডলারের বিপরীতে এটিই ইউরোর সর্বনিম্ন দাম৷

ডলারের বিপরীতে আরো কমেছে ইউরোর দামছবি: AP

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি ইইউ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে বলে পূর্বাভাস দেয়ার পর থেকে কদিন ধরে এমনিতেই পড়তে থাকে ইউরোর দাম৷ তার উপর ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানির শিল্পখাতে উত্‌পাদন জুলাই মাসে আশংকাজনকভাবে কমে যাওয়ার খবরে ইউরোর দামে দেখা দেয় আরো নিম্নগতি৷

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি

জার্মানিতে এই জুলাই-এ শিল্প উত্‌পাদন জুনের চেয়ে কমে গেছে ১ দশমিক ৮ শতাংশ৷ যা পূর্ব অনুমানের চেয়ে ৩ গুণ বেশি৷ এটি জার্মান অর্থনীতিতে ধীরগতির চিত্র আরো পরিস্কার করে তুলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

ইসিবি এর আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি এই অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলো৷ তবে সম্প্রতি তা আরো কমিয়ে আনা হয় ১ দশমিক ৪ শতাংশে৷ আগামী বছর এই হার ১ দশমিক ২ শতাংশে নামবে বলে পূর্বাভাস ইসিবির৷

এদিকে জাপানী ইয়েনের বিপরীতে কমে গেছে মার্কিন ডলারের দাম৷ যুক্তরাষ্ট্রে চাকরিচ্যুতির সংখ্যা ৫ বছরে সর্বোচ্চ হওয়া সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশের পর ডলারের এই পতন৷ অন্যদিকে বিশ্ব বাজারে কমে গেছে স্বর্ণের দামও৷ বৃহস্পতিবার লন্ডনে আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হয়েছে ৭৯৪. ১৫ ডলারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ