1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো আসরে বড় সাফল্যের আশায় জার্মানি

৩০ নভেম্বর ২০১১

ইউরো ২০১২’র সম্ভাব্য জয়ী দল হিসেবে ধরা হচ্ছে স্পেনকে৷ ইউরো ২০০৮ এবং ২০১০ বিশ্বকাপ জয়ী সেদলের আসছে ইউরো কাপ জয়ের সম্ভাবনা থাকতেই পারে৷ তবে স্পেনের জয়যাত্রা এবার থামিয়ে দিতে পারে জার্মানি৷

Spain's David Villa reacts after scoring against Czech Republic during their Euro 2012 Group I qualifying soccer match at the Los Carmenes stadium in Granada, on Friday March 25, 2011. (Foto:Angel Fernand
চেক রিপাবলিকের বিপক্ষে গোলের পর স্পেনের তারকা ফুটবলার ডেভিড ভিয়ারছবি: AP/dapd

এটা ঠিক, জার্মান ফুটবল দলের সর্বশেষ বড় অর্জনটা অনেক পুরনো হয়ে গেছে৷ ইংল্যান্ডে ইউরো ১৯৯৬ জয় করেছিল জার্মানরা৷ তারপর ফুটবলে বড় কোন শিরোপা তাদের হাতে ওঠেনি৷ জার্মান ফুটবল ভক্তরা কিন্তু এবার আবার আশায় বুক বাঁধছে৷ বর্তমান তরুণ দলকে তারা তুলনা করছে সেসব অতীত দলের সঙ্গে যারা জার্মানিকে বিশ্বকাপ এনে দিয়েছিল৷

ইউরো বাছাই পর্বের দশটি ম্যাচের দশটিতেই জয় ছিনিয়ে নিয়েছে বর্তমান জার্মান দল৷ কোচ ইওয়াখিম ল্যোভ'এর সাজানো এই দল চলতি বছর ব্রাজিলকে হারিয়েছে, হারিয়েছে নেদারল্যান্ডসকেও৷ এমন সাফল্যে ভক্তরা সন্তুষ্ট হবে না কেন?

ডাচ কোচ ব্যার্ট ফন মারভাইকও জার্মান দলের সাফল্যে রীতিমত মুগ্ধ৷ ইউরোপীয় চ্যাম্পিয়ান হওয়ার সব সম্ভাবনাই জার্মান দলের রয়েছে, মানছেন মারভাইক৷ বিশেষ করে দলের ওপর ল্যোভ'এর নিয়ন্ত্রণ এবং প্রভাব মারভাইক এর নিজের চেয়েও অনেক বেশি বলে মনে করেন তিনি৷

শিরোপা প্রত্যাশী জার্মান দলছবি: picture alliance / Sven Simon

জার্মান কোচ ল্যোভ অবশ্য ২০১১ সালের সাফল্যে আত্মতুষ্টি খুঁজতে রাজি নন৷ বরং তিনি মনে করেন, সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে৷ ইউরো ২০১২ শুরু হতে এখনো ছয় মাস বাকি৷ ল্যোভ এই সময়কে দীর্ঘ আখ্যা দিয়ে জানিয়েছেন, এই মধ্যে অনেক কিছুই বদলে যেতে পারে৷ তবে আগামীকাল এই আসর শুরু হলে খুব খুশি হতেন জার্মান কোচ৷ কেননা, বর্তমানে তাঁর দল খুবই সুগঠিত অবস্থায় রয়েছে৷

ল্যোভ'এর এই সুগঠিত দল কিন্তু একদিনে তৈরি হয়নি৷ গত বিশ্বকাপ থেকেই দল নিয়ে নানা রকম পরীক্ষানিরীক্ষা করেছেন তিনি৷ দলে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে৷ বর্তমানে ভালো খেলোয়াড়দের লম্বা তালিকা তাঁর সামনে৷ খেলার কৌশল নিয়েও অনেক বাছবিচার করেছেন ল্যোভ৷

উল্লেখ্য, ইউরো ২০১২'র যৌথ আয়োজক ইউক্রেন এবং পোল্যান্ড৷ ৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চলবে এই আসর৷ জার্মানি যে স্পেন কিংবা ডাচদের শক্ত প্রতিপক্ষ এবার, তাতে সন্দেহের কোন অবকাশ নেই৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ