1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোকাপ

৩ জুন ২০১২

চারদিকে কথাবার্তা এখন ইউরোকাপ নিয়েই৷ সব দেশই চায় জিততে৷ কিন্তু জার্মানির জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা দেখছেন কোচ ইওয়াখিম ল্যোভ স্বয়ং৷

Bundestrainer Joachim Löw stellt am Dienstag (29.05.2012) Hütchen auf im Training auf einem Fußballplatz in Tourrettes (Frankreich) in der Nähe von Cannes. Die deutsche Fußball-Nationalmannschaft bereitet sich in einem Trainingslager in Südfrankreich auf die EM 2012 vor. Foto: Andreas Gebert dpa
ছবি: picture-alliance/dpa

জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ মনে করেন, এবারের ইউরোকাপের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে জার্মানির৷ কারণ হিসেবেও একাধিক বলিষ্ঠ যুক্তি দেখাচ্ছেন তিনি৷ যেমন, জার্মান জাতীয় দলটা, যেটা এবারের ইউরোকাপের লড়াই লড়তে পোল্যান্ডের গদানস্কের দিকে যাত্রা করবে সোমবারেই৷ আর দলের সঙ্গে থাকা কোচ ল্যোভ বেশ আশাবাদী নিজের দলটাকে নিয়ে৷

২০০৬ সালে জার্মানির জাতীয় দলের কোচের দায়িত্ব নেন ল্যোভ৷ সেবার জার্মানিতেই ছিল বিশ্বকাপ৷ অনেকটা গিয়েও সেবার শেষরক্ষা হয়নি জার্মানির৷ তৃতীয় হয়েই তারা সেবার যাত্রা শেষ করে৷ তারপরে ২০১০ এর বিশ্বকাপের শিরোপা নিয়ে যায় স্পেন৷ সেমি ফাইনালে স্পেনের কাছেই হেরে যায় জার্মানি সেবার৷ ভালো খেলছিল জার্মানি, কিন্তু সেরার শিরোপা জোটেনি৷ আর ২০০৮ সালের ইউরোকাপের ফাইনালে উঠেও সেই একই স্পেনের কাছে হেরে যায় জার্মানি৷

সুতরাং এবারের ইউরোকাপের সেরার শিরোপার জন্য যাকে বলে ছটফট করছেন কোচ স্বয়ং৷ তা নাহলে, মান সম্মান থাকবে না তাঁর৷ তাছাড়া প্রতিবারেই স্পেন হয়ে উঠছে জার্মানির শেষ ফাঁড়া৷ তাই কোচের দৃঢ় আত্মবিশ্বাসী মন্তব্য, ‘স্পেনকে হারাতেই হবে৷'

কোচের তত্বাবধানে দলের প্রশিক্ষণ চলছেছবি: picture-alliance/dpa

এবারের জার্মান জাতীয় দলের প্রসঙ্গে প্রশ্নের জবাবে ল্যোভ জানাচ্ছেন, দলের সব খেলোয়াড়রাই তরুণ প্রজন্মের৷ এই ইউরোকাপের সবচেয়ে তরুণ দল এটাই৷ গড় বয়স ২৪.৪ বছর৷ আর ল্যোভের মতে, জার্মানির সবচেয়ে প্রতিভাবান অথচ তরুণ ফুটবল স্কোয়্যাড এটাই৷ তবে তারুণ্যের আরেকটা দিক হল অভিজ্ঞতার অভাব৷ সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে, ল্যোভ বলছেন, জাতীয় স্তরে প্রায় সকলেই বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে তাঁর ছেলেরা৷ কয়েকজনের আবার আন্তর্জাতিক মানের ফুটবল খেলার অভিজ্ঞতাও কিছু কম নয়৷

১৯৯৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল জার্মানি৷ কোন বড়মাপের প্রতিযোগিতায় সেটাই ছিল জার্মানির শেষ উল্লেখযোগ্য কৃতিত্ব৷ তাহলে, ১৯৯৬ এর পর এবার ২০১২? ল্যোভের জবাব, এখানেই থামতে রাজি নন তিনি৷ যে প্রতিভাবান দল তাঁর হাতে রয়েছে, তা দিয়ে আরও চমৎকার দেখানোই যায়৷

তা যেতেই পারে৷ তবে আপাতত ইউরোকাপটা ঘরে আসুক, তারপরে অন্য ভাবনা৷ জার্মানির সমর্থকরা বোধহয় তেমনটাই ভাবছেন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (ডিপিএ)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ