1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোকাপ

৮ জুন ২০১২

ইউরোকাপ শুরু হচ্ছে শুক্রবার৷ এ নিয়ে গোলযোগ যে বাধবে তা বোধহয় আগে থেকেই জানা ছিল, কিন্তু বর্ণবাদীদের উন্মত্ততা দেখা যাবে এতটা কি বোঝা গেছিল? দেখা যাচ্ছে, সেটা সামলাতে পোলিশ প্রধানমন্ত্রীকে নামতে হল আসরে৷

ছবি: picture-alliance/dpa

২০০৬ সালে জার্মানির পূর্বাঞ্চলে ফুটবল বিশ্বকাপের আয়োজনের সূচনাতে যা হয়েছিল, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা৷ কিন্তু তার প্রেক্ষিতে জার্মানির আঙ্গেলা ম্যার্কেল সরকার বিশ্বকাপের সূচনায় স্লোগান দিয়েছিল ‘নো রেসিজম', অর্থ, বর্ণবাদ চলবে না৷

কিন্তু ইউরো ২০১২-র ক্ষেত্রে এই বর্ণবাদী সমস্যা যে গোড়াতেই ছায়া ফেলবে তা কেই বা ভেবেছিল? পোল্যান্ডে অনুশীলনরত ডাচ দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের দিকে দর্শকাসন থেকে উড়ে এসেছে মন্তব্য, ‘তোরা বাঁদর'৷ এই অপমানজনক মন্তব্যের সঙ্গে সঙ্গে হৈচৈ শুরু হয়েছে৷ ডাচ সাংবাদিকরা বলছেন, আমরা নিজেদের কানে এই কটূক্তি শুনিনি৷ কিন্তু খেলোয়াড়রা খোদ অভিযোগ তুলেছেন৷ সুতরাং অভিযোগ গ্রাহ্য৷ আর সেখানেই শেষ নয়৷ কথা উঠতে শুরু করেছে, পোল্যান্ড তো তবু ভদ্রস্থ৷ কী হবে ইউক্রেনে তাহলে? সেখানে যেসব দল এবার ইউরোকাপে সবচেয়ে বেশি খেলায় অংশ নিচ্ছে, তাদের মধ্যে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রাই সংখ্যায় বেশি৷ যেমন ফরাসি দলটার শতকরা সত্তর ভাগ খেলোয়াড়ই কৃষ্ণাঙ্গ৷ সেক্ষেত্রে কী হবে?

পোল্যান্ডে অনুশীলনরত ডাচ দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের দিকে দর্শকাসন থেকে উড়ে এসেছে মন্তব্য, ‘তোরা বাঁদর (ফাইল ফটো)ছবি: AP

এমনিতেই এবারের ইউরোকাপের ব্যবস্থাপনা থেকে সবকিছু নিয়েই চাপানউতোরের অভাব নেই৷ এখন যদি এই বর্ণবাদ একবার খুঁটি গেড়ে বস পড়ে, তাহলে টুর্নামেন্টটাও বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা৷ সুতরাং তড়িঘড়ি আসরে নেমে পড়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক৷ তাঁর মন্ত্রিসভার এক নাইজিরীয় বংশোদ্ভূত, অর্থাৎ কৃষ্ণাঙ্গ সাংসদের বাড়িতে মধ্যাহ্নভোজে চলে গিয়ে সাংবাদিকদের সামনে প্রমাণ করতে চেষ্টা করছেন তিনি বর্ণবাদী নন৷ তাঁর দেশও বর্ণবাদী নয়৷ পোল্যান্ডের সাধারণ মানুষজন নাকি অতিথিদের সমাদর করতে তৈরি হয়ে অপেক্ষা করছে৷

তা, প্রধানমন্ত্রীর এসব দাবি থাকতেই পারে৷ এদিকে বিবিসির দেখানো একটা সাম্প্রতিক ডক্যুমেন্টারিতে পোল্যান্ড আর ইউক্রেনের বর্ণবাদীদের ছবি তুলে ধরার পর তা নিয়ে বেশ হৈচৈ দেখা যাচ্ছে ইংল্যান্ডে৷ ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় সল ক্যাম্পবেল তো কৃষ্ণাঙ্গ ব্রিটিশ ফ্যানদের সতর্ক করে দিয়ে বলে বসেছেন, এবারের ইউরোকাপের খেলা দেখতে যেওনা বাপু৷ তাহলে কফিনবন্দি হয়ে ফিরতে হবে৷'

ইউক্রেন আর পোল্যান্ডের ফুটবল কর্মকর্তারা অবশ্যি আশ্বাস দিচ্ছেন৷ বলছেন, এসব কিছুই হবে না৷ কোন ভয় নেই৷ যারা গোলমাল পাকাচ্ছে, তারা আদপে স্থানীয় ক্লাবের সমর্থক, ইত্যাদি৷ কিন্তু ভুলে গেলে চলবে না. গত বছরেও পোল্যান্ডের হিংসাশ্রয়ী ফুটবল ফ্যানদের শায়েস্তা করতে রীতিমত হিমশিম খেতে হয়েছিল পুলিশকে৷ স্টেডিয়ামে মারপিট তো কোন ব্যাপারই নয় সেদেশে৷ সে বদনাম ইউক্রেনেরও কিছু কম নয়৷

এখন ভালোয় ভালোয় ইউরোকাপের যজ্ঞ মিটলে হয়!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (এপি/ডিপিএ)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ