1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকোচ বনাম স্টিমুলাস!

২৭ আগস্ট ২০১৪

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি একাধিক পদক্ষেপের মাধ্যমে ইউরো এলাকার অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ব্যাংকের প্রধান মারিও দ্রাগির সাম্প্রতিক আশ্বাসের ফলে আরও আশ্বস্ত হয়েছে পুঁজিবাজার৷

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগিছবি: Reuters

ইসিবি প্রধান দ্রাগি বলেছেন, সুদের রেকর্ড নিম্ন হার সহ এখনো পর্যন্ত যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তার সুফল পাওয়া যাচ্ছে৷ এর ফলে ইউরো এলাকায় ডিফ্লেশনের আশঙ্কা দূর হবে বলে তাঁর বিশ্বাস৷ মূল্যহ্রাসের প্রবণতা কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে অদূর ভবিষ্যতেও ইসিবি বাজারে আরও টাকা ঢালবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ তাছাড়া বাজেট ঘাটতির ঊর্ধ্বসীমা সংক্রান্ত কড়া নিয়মও কিছুটা শিথিল করা হতে পারে৷

এমন এক প্রেক্ষাপটে দ্রাগি এই মন্তব্য করেছেন, যখন ব্যয় সংকোচ বনাম স্টিমুলাস – ইউরো এলাকা জুড়ে এই দুই নীতির প্রবক্তাদের বিরোধ আবার মাথাচাড়া দিচ্ছে৷ ফ্রান্সের বিদায়ী সরকারের কয়েকজন মন্ত্রী জার্মানির নেতৃত্বে ব্যয় সংকোচের নীতির কড়া সমালোচনা করে আসছিলেন৷ সে দেশের নতুন সরকারও যদি এই সংস্কার ও ব্যয় সংকোচ সংক্রান্ত অভ্যন্তরীণ বিরোধ মেটাতে না পারে, তাহলে ফ্রান্সের দুর্বল অর্থনীতি সমগ্র ইউরো এলাকার জন্য দুঃসংবাদ বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

জার্মান চ্যান্সেলর স্পেনের সরকারি নীতির প্রশংসা করেছেনছবি: Getty Images/David Ramos

ব্যয় সংকোচের প্রশ্নে জার্মানির পাশে দাঁড়িয়েছে স্পেন৷ জার্মান চ্যান্সেলর স্পেনের সরকারি নীতির প্রশংসা করেছেন৷ স্পেন সংকট কাটিয়ে স্থিতিশীল প্রবৃদ্ধির পথে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ অন্যদিকে ইটালির সরকার ফ্রান্সের মতো ব্যয় সংকোচের বদলে স্টিমুলাসের দাবি করছে৷ গ্রিস ও পর্তুগাল সংকট সামলে নিলেও এখনো পুরোপুরি প্রবৃদ্ধির পথে ফিরতে পারছে না৷ তাদের আরও সময়ের প্রয়োজন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ তবে ইউরো এলাকা জুড়ে নীতির ক্ষেত্রে যত দ্রুত ঐকমত্যে আসা সম্ভব হবে, সব দেশই তার সুফল পাবে বলে মনে করা হচ্ছে৷

ইউরো এলাকার অর্থনীতির দুর্বলতা সম্পর্কে নতুন তথ্য এবং ফ্রান্সের সরকার ভেঙে যাওয়া সত্ত্বেও সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজার মোটামুটি চাঙ্গা ছিল৷ ইসিবি ডিফ্লেশন বা মূল্যহ্রাসের প্রবণতার মোকাবিলা করতে পদক্ষেপ নেবে – এমন আশ্বাসের ফলে বাজার আরও আশ্বস্ত হয়েছে৷ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়ার ফলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ইউরোর বিনিময় মূল্যও ধাপে ধাপে কিছুটা কমেছে৷ অর্থাৎ প্রতিযোগিতার বাজারে ইউরো এলাকার সুযোগ বাড়াতে ইসিবি-র নীতি কাজ করছে৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ