1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যইউরোপ

ইউরোজোনের অর্থনৈতিক মন্দা আশঙ্কার চেয়ে কম

৭ জানুয়ারি ২০২৩

অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু নতুন এক জরিপে দেখা গেছে বেসরকারি খাতে ব্যবসায়িক কার্যকলাপ যতটা সংকুচিত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, তার চেয়ে কম হয়েছে৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ইউরোজোনে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ইউরোজোনে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।ছবি: Wolfgang Filser/Zoonar/picture alliance

সম্প্রতি এস অ্যান্ড পি গ্লোবাল তাদের চূড়ান্ত ক্রয় ব্যবস্থাপনা সূচক -পিএমআই প্রকাশ করেছে৷ এতে ডিসেম্বরে ইউরোজোনের সূচক পাঁচ মাসে সর্বোচ্চ ৪৯ দশমিক তিন এ পৌঁছেছে৷ ডিসেম্বর মাসের সূচকের প্রাথমিক পূর্বাভাস ছিল ৪৮ দশমিক আট৷ এস অ্যান্ড পি গ্লোবাল বিশ্বব্যাপী অর্থনীতির নানা দিক নিয়ে গবেষণা তথ্য প্রকাশ করে৷

সূচক ৫০ এর নীচে থাকলে অর্থনৈতিক সংকোচন বোঝা যায়, অন্যদিকে, সূচক ৫০ এর উপরে উঠলে সেটা অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাস দেয়৷

এস অ্যান্ড পি-এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জো হায়েসের মতে,  ‘‘ডিসেম্বরে ইউরোজোনের অর্থনীতির অবনতি অব্যাহত ছিল৷ কিন্তু মন্দার গতি টানা দ্বিতীয় মাস মন্থর হয়েছে৷ এটা ইঙ্গিত করে যে প্রাথমিকভাবে যা আশঙ্কা করা হচ্ছিলো, তার চেয়ে মন্দার প্রভাব অপেক্ষাকৃত মৃদু হতে পারে৷''

অদূর ভবিষ্যতে প্রবৃদ্ধির আশা নেই

রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ইউরোজোনে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।

জার্মানি, ফ্রান্স, ইটালি ও স্পেনসহ বেশ কয়েকটি শক্তিশালী অর্থনীতির দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সেবা সংস্থাগুলোর ওপর সমীক্ষা চালিয়েছে এস অ্যান্ড পি৷ বিক্রয়, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্যের মতো বিষয়গুলোও এতে বিবেচনায় নেয়া হয়েছে৷

নতুন সমীক্ষার ফল ইউরোজোনে পূর্বাভাসের চেয়ে সামান্য ভালো অর্থনৈতিক চিত্র দেখিয়েছে। কিন্তু হায়েস মনে করেন, ‘‘শিগগিরই ইউরোজোনের অর্থনীতি অর্থবহ ও স্থিতিশীল প্রবৃদ্ধির দিকে ফিরে আসবে, এমনটা বলার কোনো সুযোগ দেখছি না৷’’

এডিকে/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ