1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান শ্রম বাজারে ছছল-বছল

১০ জানুয়ারি ২০১৫

গত ডিসেম্বর মাসে জার্মানিতে বেকার ভাতা ভোগীদের সংখ্যা আরো ২৭,০০০ কমে দাঁড়ায় দুই জার্মানির পুনরেকত্রীকরণ যাবৎ সর্বনিম্ন পর্যায়ে৷ অথচ ইউরো এলাকায় পরিস্থিতি কিন্তু পূর্বাপর নড়বড়ে৷

Symbolbild Deutschland Arbeitslose Ausländer
ছবি: picture-alliance/dpa/Oliver Berg

বলতে কি, গত বছরের শেষ তিন মাসের প্রতিমাসেই জার্মানিতে বেকারের সংখ্যা কমেছে, ফেডারাল শ্রম সংস্থার পরিসংখ্যান থেকেই তা দেখা গেছে৷ তবে ডিসেম্বরে যেভাবে বেকারত্ব কমেছে, তা এর আগে কোনো ডিসেম্বরে এভাবে কমতে দেখা গেছে একমাত্র ১৯৯১ সালে৷ মরশুম অনুযায়ী সংশোধন করে নেওয়া পরিসংখ্যান বিশ্লেষকদের সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে, কেননা বিশ্লেষকদের প্রত্যাশা ছিল, ডিসেম্বরে বেকারদের সংখ্যা কমবে মাত্র পাঁচ হাজার৷

ফেডারাল শ্রম দপ্তরের প্রধান ফ্রাংক-ইয়ুর্গেন ভাইজে বলেছেন: ‘‘দুর্বল অর্থনৈতিক প্রেরণা সত্ত্বেও শ্রম বাজারের ইতিবাচক বিকাশ ঘটেছে৷'' বেকারত্বের হার বিগত বিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে: ছয় দশমিক পাঁচ শতাংশ; বেকার ভাতা ভোগীদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮ লক্ষের কিছু বেশিতে৷

কিন্তু ইউরো এলাকা?

অপরদিকে ইউরো এলাকার অর্থনৈতিক নিরাময় প্রক্রিয়া আজও কিছুটা রক্তশূন্য হলেও, বেকারত্বের হার আপাতত বাড়ছে না৷ ইইউ-এর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট বলছে, অগাস্ট থেকে সেপ্টেম্বর অবধি ইউরো এলাকায় বেকারত্বের হার ১১ দশমিক পাঁচ শতাংশেই আটকে রয়েছে৷ তবে যুব বেকারত্বের হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক সাত শতাংশে – অর্থাৎ ২৫ বছরের নীচে ৩০ থেকে ৪০ লাখ মানুষ ইউরো এলাকায় কর্মহীন ছিলেন৷

অপরদিকে জার্মানি গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের প্রক্রিয়া থেকে লাভবান হয়েছে৷ ২০০৭ সাল যাবৎ জার্মানির ওয়ার্কফোর্স অর্থাৎ শ্রমিক সংখ্যা বেড়েছে প্রায় ছয় শতাংশ বা ২৩ লাখ৷ ঠিক ঐ একই সময়ে ইউরো এলাকার অপরাপর দেশগুলি হারিয়েছে ৩৮ লাখ চাকুরি৷ শুধু এর্নস্ট অ্যান্ড ইয়াং কনসাল্টেন্সি-র জরিপেই নয়, ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট উলরিশ গ্রিলো জার্মানিকে ‘‘বিশ্বায়ন বিজয়ী'' বলে ঘোষণা করছেন৷ এর একটি ফল হয়েছে জার্মানিতে চাকুরিসন্ধানী বিদেশি-বহিরাগতদের আগমন – যার ফল আবার জার্মান সমাজের পক্ষে সুদূরপ্রসারী হতে পারে৷

এসি/ডিজি (ডিপিএ, রটার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ