1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ড-ফ্রান্স

১১ জুন ২০১২

ইউরো ২০১২’তে আজ সোমবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স৷ বাংলাদেশ সময় রাত ১০টায় ইউক্রেনের দোনেটস্ক’এ খেলাটি শুরু হবে৷ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই দুই দল এই ম্যাচ দিয়েই ইউরো মিশন শুরু করতে যাচ্ছে৷

Spain's Prime Minister Mariano Rajoy (L) applauds next to Poland's Prime Minister Donald Tusk at the start of Group C Euro 2012 soccer match between Spain and Italy at the PGE Arena stadium in Gdansk, June 10, 2012. REUTERS/Juan Medina (POLAND - Tags: SPORT SOCCER ROYALS)
ইউরো আসরে হাজির স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখইছবি: Reuters

ইউরো ২০১২'তে আজ সোমবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স৷ বাংলাদেশ সময় রাত ১০টায় ইউক্রেনের দোনেটস্ক'এ খেলাটি শুরু হবে৷ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই দুই দল এই ম্যাচ দিয়েই ইউরো মিশন শুরু করতে যাচ্ছে৷

ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী বলছেন, ‘‘যেহেতু দুই দলেরই প্রথম খেলা তাই খেলাটা কেমন হবে একটু বলা মুশকিল৷ তবে ফ্রান্সের বর্তমান দলটি তরুণ৷ গত ২২ ম্যাচে তারা হারেনি৷ অর্থাৎ তাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে৷ অন্যদিকে ইংল্যান্ডের ফুটবল বেশ কয়েক মাস ধরে সমস্যার মধ্যে রয়েছে৷ গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের তখনকার কোচ কাপেলো পদত্যাগ করেন৷ তারপর মাত্র ক'সপ্তাহ আগে নতুন কোচ নিয়োগ দিয়েছে ইংল্যান্ড৷ এছাড়া ডিফেন্সে খেলানোর জন্য ম্যান ইউ'র রিও ফার্ডিন্যান্দকে না নিয়ে চেলসি অধিনায়ক জন টেরিকে নেয়া হয়েছে৷ এই টেরির বিরুদ্ধে আবার বর্ণবাদের অভিযোগ রয়েছে, যেটা করেছেন ফার্ডিন্যান্দের ভাই৷''

ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরীছবি: DW

ইংলিশ ক্লাব চেলসি এবার ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে৷ এটা ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য বাড়তি কোনো অনুপ্রেরণা বয়ে আনবে না বলে মনে করেন চৌধুরী৷ কারণ তিনি বলছেন, ‘‘চেলসি সহ বেশিরভাগ ইংলিশ ক্লাবেই বিদেশিরা খেলে থাকেন৷ ক্লাবের জয়ে তাদেরও অবদান থাকে৷'' তিনি বলেন, ফ্রান্সের ভাল ভাল সব খেলোয়াড় বিদেশি নামিদামি ক্লাবগুলোতে খেলে থাকে৷ যেটা তারা জাতীয় দলে এসে প্রয়োগ করে৷ যেমন জার্মানির বায়ার্ন মিউনিখের অন্যতম সেরা খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি ফ্রান্সের খেলোয়াড়৷ আর ফ্রান্সের স্ট্রাইকার করিম বেঞ্জেমা খেলেন রিয়েল মাদ্রিদের হয়ে৷

তবে ঐতিহাসিকভাবে ইংল্যান্ড আর ফ্রান্স এমন দল যারা ফুটবল খেলতে নামলে কোনো হিসেব নিকেশই কাজ করেনা৷ তাই আজ একটা জমজমাট ম্যাচের আশা করতেই পারেন দর্শকরা৷

সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ