1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ড-ফ্রান্স

১১ জুন ২০১২

ইউরো ২০১২’তে আজ সোমবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স৷ বাংলাদেশ সময় রাত ১০টায় ইউক্রেনের দোনেটস্ক’এ খেলাটি শুরু হবে৷ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই দুই দল এই ম্যাচ দিয়েই ইউরো মিশন শুরু করতে যাচ্ছে৷

Spain's Prime Minister Mariano Rajoy (L) applauds next to Poland's Prime Minister Donald Tusk at the start of Group C Euro 2012 soccer match between Spain and Italy at the PGE Arena stadium in Gdansk, June 10, 2012. REUTERS/Juan Medina (POLAND - Tags: SPORT SOCCER ROYALS)
ইউরো আসরে হাজির স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখইছবি: Reuters

ইউরো ২০১২'তে আজ সোমবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স৷ বাংলাদেশ সময় রাত ১০টায় ইউক্রেনের দোনেটস্ক'এ খেলাটি শুরু হবে৷ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই দুই দল এই ম্যাচ দিয়েই ইউরো মিশন শুরু করতে যাচ্ছে৷

ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী বলছেন, ‘‘যেহেতু দুই দলেরই প্রথম খেলা তাই খেলাটা কেমন হবে একটু বলা মুশকিল৷ তবে ফ্রান্সের বর্তমান দলটি তরুণ৷ গত ২২ ম্যাচে তারা হারেনি৷ অর্থাৎ তাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে৷ অন্যদিকে ইংল্যান্ডের ফুটবল বেশ কয়েক মাস ধরে সমস্যার মধ্যে রয়েছে৷ গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের তখনকার কোচ কাপেলো পদত্যাগ করেন৷ তারপর মাত্র ক'সপ্তাহ আগে নতুন কোচ নিয়োগ দিয়েছে ইংল্যান্ড৷ এছাড়া ডিফেন্সে খেলানোর জন্য ম্যান ইউ'র রিও ফার্ডিন্যান্দকে না নিয়ে চেলসি অধিনায়ক জন টেরিকে নেয়া হয়েছে৷ এই টেরির বিরুদ্ধে আবার বর্ণবাদের অভিযোগ রয়েছে, যেটা করেছেন ফার্ডিন্যান্দের ভাই৷''

ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরীছবি: DW

ইংলিশ ক্লাব চেলসি এবার ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে৷ এটা ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য বাড়তি কোনো অনুপ্রেরণা বয়ে আনবে না বলে মনে করেন চৌধুরী৷ কারণ তিনি বলছেন, ‘‘চেলসি সহ বেশিরভাগ ইংলিশ ক্লাবেই বিদেশিরা খেলে থাকেন৷ ক্লাবের জয়ে তাদেরও অবদান থাকে৷'' তিনি বলেন, ফ্রান্সের ভাল ভাল সব খেলোয়াড় বিদেশি নামিদামি ক্লাবগুলোতে খেলে থাকে৷ যেটা তারা জাতীয় দলে এসে প্রয়োগ করে৷ যেমন জার্মানির বায়ার্ন মিউনিখের অন্যতম সেরা খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি ফ্রান্সের খেলোয়াড়৷ আর ফ্রান্সের স্ট্রাইকার করিম বেঞ্জেমা খেলেন রিয়েল মাদ্রিদের হয়ে৷

তবে ঐতিহাসিকভাবে ইংল্যান্ড আর ফ্রান্স এমন দল যারা ফুটবল খেলতে নামলে কোনো হিসেব নিকেশই কাজ করেনা৷ তাই আজ একটা জমজমাট ম্যাচের আশা করতেই পারেন দর্শকরা৷

সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ