1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপকে গ্যাস দেবে না রাশিয়া

৪ ডিসেম্বর ২০১৪

গাসপ্রমের পরিকল্পিত কৃষ্ণসাগর থেকে ইউরোপকে সংযোগকারী ‘সাউথ স্ট্রিম’ নামের নতুন গ্যাস পাইপলাইনের নির্মাণ প্রকল্প বন্ধ ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ পরিবর্তীত প্রকল্প করা হয়েছে তুরস্কের সাথে৷

Bulgarien South Stream Pipeline
ছবি: ANDREJ ISAKOVIC/AFP/Getty Images

তুরস্ক সফরের সময় সোমবার এই ঘোষণা দেন পুটিন৷ দক্ষিণ-পূর্ব ইউরোপে এই প্রকল্প বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ব্রাসেলসের কারণে এই প্রকল্প করা সম্ভব নয়৷ ৯ ডিসেম্বর সাউথ স্ট্রিম নিয়ে বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা৷ গাসপ্রম এরই মধ্যে জানিয়ে দিয়েছে কৃষ্ণসাগর হয়ে তুরস্কের মধ্য দিয়ে সাউথ স্ট্রিম প্রকল্পের জন্য চুক্তি সই হয়েছে৷ রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানিকারক দেশের মধ্যে জার্মানির পর তুরস্কের অবস্থান৷ জার্মানি রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে৷ ইউরোপীয় নেতারা গাসপ্রমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানিয়েছে, আগের প্রকল্প শেষ, আর কিছুই বলার নেই৷

তুরস্ক সফরের সময় পুটিনছবি: picture-alliance/AA/V. Furuncu

ইউক্রেনকে হয়ে কৃষ্ণসাগর এবং বুলগেরিয়া হয়ে ইউরোপের পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ করার পরিকল্পনা ছিল রাশিয়ার৷ এ নিয়ে কিছু প্রশ্ন সবার মনেই আসতে পারে, সেগুলোর উত্তর জানার চেষ্টা করেছে সংবাদ সংস্থা ডিপিএ৷

প্রশ্ন: ইউরোপের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই সাউথ স্ট্রিম বন্ধ হওয়াটা কী প্রভাব ফেলবে?

উত্তর: রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ করবে না এটা সবার ধারণার বাইরে৷ কেননা মস্কোর অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম এটি৷ সাউথ স্ট্রিম দিয়ে বছরে ৬৩ বিলিয়ন ঘনমিটার গ্যাস ইউরোপকে দেয়ার কথা রাশিয়া, যা এখন তুরস্ক দেবে ‘ব্লু স্ট্রিম' পাইপলাইন দিয়ে৷ ব্লু স্ট্রিম ১৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস দিতে পারবে৷ বাকিটা গ্রিস হয়ে ইউরোপের বাজারে ঢুকবে৷ এছাড়া অনেকটা গ্যাস ইউক্রেন থেকেও আসবে৷ তবে এ জন্য কিয়েভের পাইপলাইনে আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে৷ তবে এই গ্যাসের বিকল্প তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বেশ ব্যয়বহুল৷

প্রশ্ন: কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?

উত্তর: সাউথ স্ট্রিম প্রকল্প অনুযায়ী বুলগেরিয়ার মধ্য দিয়েই পাইপলাইনটি ইউরোপের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ করার কথা৷ পুটিন জানিয়েছেন, এই লাইন বন্ধ হয়ে গেলে প্রতি বছর ট্রানজিট ফি হিসেবে ৪০০ মিলিয়ন ডলার থেকে বঞ্চিত হবে বুলগেরিয়া৷

প্রশ্ন: পুটিন কেন সাউথ স্ট্রিম বন্ধ করছেন?

উত্তর: বিশ্লেষকরা অবশ্য বরাবরই সাউথ স্ট্রিম প্রকল্পের সমালোচনা করে আসছিলেন৷ এই প্রকল্পকে তারা বিশেষ ভূ রাজনৈতিক প্রকল্প হিসেবেই চিহ্নিত করেছেন সবসময়৷

প্রশ্ন: এটা কি রাশিয়ার জন্য একটা পরাজয়?

উত্তর: রাশিয়া এরই মধ্যে এশিয়ায় গ্যাস সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন, বিশেষ করে চীনে৷ তবে এর জন্য নতুন পাইপলাইন নির্মাণ করতে হবে এবং রাশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে একে আরো নাজুক করবে বলে মনে করা হচ্ছে৷

প্রশ্ন: ইউক্রেনের জন্য কি এটা একটা বিজয়?

উত্তর: ইউক্রেন বরাবরই সাউথ স্ট্রিমের বিরোধী ছিল৷ কিয়েভ এরই মধ্যে গ্যাস ট্রানজিটের শেয়ার হারিয়েছে৷ একেবারে শুরুতে বাল্টিক সাগর হয়ে ইউরোপের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ করার কথা ছিল সাউথ স্ট্রিমের৷ ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলেছেন, সাউথ স্ট্রিমকে বাদ দিয়ে নিজেদের পাইপলাইনগুলোর সংস্খার করাই এখন ইউত্রেনের প্রধান লক্ষ্য৷

ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ জ্বালানি গ্যাসের সরবরাহ পাইপলাইন দিয়ে আসে রাশিয়া থেকে৷ পূর্ব ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের প্রায় শতভাগ জ্বালানি গ্যাসের সরবরাহ আসে গাসপ্রমের কাছ থেকে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ