1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যান ইউ-র বিজয়

১৭ ফেব্রুয়ারি ২০১২

খেলার কথা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে৷ কিন্তু খেলতে হচ্ছে ইউরোপা লিগে৷ বলছিলাম ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কথা৷ চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব উৎরাতে না পারায় ম্যান ইউকে খেলতে হচ্ছে ইউরোপা লিগে৷

ছবি: picture-alliance/ dpa

অবশ্য এতে লাভ হয়েছে ইউরোপা লিগের৷ কেননা চ্যাম্পিয়ন্স লিগে সেরা দলের উপস্থিতির কারণে সেটা নিয়েই ব্যস্ত থাকে সবাই৷ কিন্তু এবার ম্যান ইউ এবং আরেক ইংলিশ ক্লাব ম্যান সিটি থাকার কারণে ফুটবলমোদীরা ইউরোপা লিগেরও খবর রাখছে৷

যেমন বৃহস্পতিবার ইউরোপা লিগের বেশ কয়েকটি খেলা হয়ে গেল৷ এতে ম্যান ইউ ২-০ গোলের জয় পেয়েছে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামের বিরুদ্ধে৷ জিতেছে দেশে ম্যান ইউ'এর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটিও৷ তারা ২-১ গোলে জিতেছে পোর্তুগালের ক্লাব পোর্টোর বিরুদ্ধে৷

বৃহস্পতিবারের খেলায় জার্মানির হানোফার ২-১ গোলে জিতেছে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিরুদ্ধে৷ বুন্ডেসলিগায় হানোফারের অবস্থান বর্তমানে সাত নম্বরে৷ এদিকে বুন্ডেসলিগায় চার নম্বরে থাকা শালকে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লেজেন ক্লাবের সঙ্গে৷

অন্যান্য খেলায় ইউক্রেনের মেটালিস্ট খারকিভ ৪-০ গোলে অস্ট্রিয়ার জালসবুর্গকে বিধ্বস্ত করেছে৷ আর স্প্যানিশ অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ এর জয় পেয়েছে ইটালির লাৎসিওর বিরুদ্ধে৷

এদিকে ২০০৪ সালের ইউরোপা লিগ - যেটা সেসময় উয়েফা কাপ নামে পরিচিত ছিল- জয়ী ভ্যালেন্সিয়া ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাব স্টোক সিটির বিরুদ্ধে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ