1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপা লীগে জার্মান ক্লাবগুলোর টক-ঝাল-মিষ্টি

২৩ অক্টোবর ২০০৯

ব্রেমেন ড্র করেছে, হের্থা বার্লিন হেরেছে, শুধুমাত্র হামবুর্গ জিতেছে৷ ওদিকে বেনফিকা লিসাবন যেভাবে এভার্টনকে হারাল, তা দেখার মতো৷ আর বার্সার ‘লা মাসিয়া’ ফুটবল স্কুল ৩০ বছরে পড়ল, সেটাও স্মরণ করা প্রয়োজন৷

দুজন সেলটিক খেলোয়াড়ের বিরুদ্ধে হামবুর্গের সে রবের্তোছবি: AP

খোদ গ্লাসগোয় সেলটিকের বিরুদ্ধে খেলা সহজ কথা নয়৷ তবুও ৬৩ মিনিটের মাথায় মার্কুস বের্গের গোলে ১-০ গোলে জিতল হামবুর্গ৷ কাজেই পুরনো উয়েফা কাপের এই নব্য সংস্করণে তাদের অভিযান ভালোই চলছে, বলতে হয়৷ ওদিকে ব্রেমেন তাদের টপ-ফর্ম ক্লাউদিও পিসারোর কল্যাণে দু’গোলে এগিয়ে থাকার পরেও যে কিভাবে অস্ট্রিয়া ভিয়েন্নাকে শেষ মুহুর্তে দুটো গোল শোধ করতে দেয়, ব্রেমেনের ম্যানেজার ক্লাউস আলফসের কাছে সেটা দুর্বোধ্য৷ - কিন্তু বুন্ডেসলিগায় পয়েন্টের তালিকায় একেবারে তলানি হের্থা বার্লিন যে নিজের মাঠে নেদারল্যান্ডসের হেয়ারেনফেনের কাছে এক গোলে হারবে, এর চেয়ে তিক্ত বোধহয় আর কিছু হতে পারে না৷ ইউরোপা লীগ থেকে তাদের বিদায় আসন্ন বলেই মনে করছেন পণ্ডিতরা৷

মেজাজটাই তো আসল রাজা

ইউরোপা লীগ স্বভাবতই চ্যাম্পিয়নস লীগ নয় - এবং সেটা তার কাজও নয়৷ কাজেই সেখানে রাজার মেজাজে খেলা চলে৷ ঠিক সেই ব্যাপারটাই প্রমাণ করে দিল বেনফিকা লিসাবন এভার্টনকে ৫-০ গোলে হারিয়ে৷ হাভিয়ের সাভিওলা এবং অস্কার কার্ডোজো, প্রত্যেকে দু’টি করে গোল করেছে৷ ডিফেণ্ডার লুইসাও তার সঙ্গে জুড়ে দিয়েছে আরো একটি৷ - ওদিকে গতবারের উয়েফা কাপ চ্যাম্পিয়ন শাখতার দোনেস্ক তুলুজ’কে হারিয়েছে ৪-০ গোলে৷ গোলগুলো করেছে: ব্রাজিলের ফেনান্দিনিও এবং লুইজ আদ্রিয়ানো, ও চেক গণরাজ্যের থমাস হুয়েবশমান - এর নাম আন্তর্জাতিক ফুটবল৷

বার্সার খামারবাড়ি

এফ সি বার্সেলোনার নাম কোনো ফুটবলপ্রেমীকে বলে দিতে হয় না৷ কিন্তু বার্সার আশ্চর্য সাফল্যের অন্তত একটি চাবিকাঠি খুঁজে পাওয়া যাবে সুবিশাল ন্যূ ক্যাম্প স্টেডিয়ামের পাশেই ৩০০ বছরের পুরনো একটি খামারবাড়িতে, যার নাম ‘লা মাসিয়া’৷ এখানেই হল বার্সার সুবিখ্যাত ফুটবল স্কুল, গত ৩০ বছর ধরে৷ এই ৩০ বছরে প্রায় ৪৫০ জন তরুণ খেলোয়াড় লা মাসিয়া থেকে বেরিয়েছে৷ তারা এসেছিল স্পেন ছাড়াও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা থেকে৷ এদের মধ্যে ৪০ জনের বেশী পরে বার্সার ‘এ’ টীমে খেলেছে৷ বাকিদের মধ্যে অনেকে খেলেছে স্পেনের অপরাপর ফার্স্ট ডিভিশন টীমে৷ খোদ বার্সার কোচ পেপ গুয়ার্দিওলা ১৯৮৪ সালে ১৩ বছর বয়সে এখানে এসে হাজির হন৷ তাঁর বাড়ি ছিল ৭০ কিলোমিটার দূরের একটি গ্রামে৷ বার্সার বর্তমান চোখ-ধাঁধানো টীমের মাঝমাঠের আন্দ্রেস ইনিয়েস্তা, ক্যাপ্টেন কার্লেস পুইয়োল এবং গোলকীপার ভিক্টর ভাল্ডেস, সকলেই এই লা মাসিয়ার ছাত্র৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ