1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় নির্বাচন: রোববার ভোট দিল ২১টি দেশ

৯ জুন ২০২৪

জার্মানি এবং ফ্রান্স সহ ২১টি ইইউ দেশের ভোটাররা ইউরোপীয় পার্লামেন্টের জন্য ভোট দিচ্ছেন।

ব্রাসেলসের ভোটকেন্দ্রে এক নারী ভোটার
বেলজিয়াম সহ ইউরোপীয় নির্বাচনে মোট ২১টি দেশ ভোট দিয়েছে রোববারছবি: Kenzo TRIBOUILLARD/AFP

জার্মানিতে দ্বিতীয় স্থানে অতি ডানপন্থিরা

মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ)-এর জার্মান বিরোধীদলীয় নেতা ফ্রিডরিশ মার্ৎস বলেন, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে তার দলের জয় প্রত্যাশিত। এটা বোঝা যাচ্ছে জার্মান ভোটাররা অবশ্যই পরিবর্তন চায়৷

প্রথম সমীক্ষা প্রকাশিত হওয়ার পর এ মন্তব্য করেন তিনি। তার দল রক্ষণশীল সিডিইউ/সিএসইউ ৩০ শতাংশ ভোট পেতে পারে। অতি-ডান অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দ্বিতীয় স্থানে রয়েছে।

তার কথায়, ''এই ইউরোপীয় নির্বাচনের মাধ্যমে, আমরা জার্মান দলগুলোর মধ্যে ব্যাপক ব্যবধানে প্রথম স্থানে ফিরে আসছি।''

তিনি দাবি করেছেন, এই ফলাফল বলে দিচ্ছে ভোটাররা অভিবাসন এবং অর্থনৈতিক নীতিসহ ইস্যুগুলোতে সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চেয়েছেন।

ডিডাব্লিউ-এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক নিনা হাসে বলেছেন, বহু সংকটের মধ্যে সরকার শাসক জোটের তিনটি দলের মধ্যে ঐক্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। তাই জার্মান ভোটারদের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে অসন্তোষ তৈরি হচ্ছে৷

তার কথায়, "এটা কোনো নতুন ঘটনা নয়। জার্মান ভোটাররা ইইউ নির্বাচনের মাধ্যমে সরকারকে বার্তা দেয়। সরকার খারাপ কাজ করলে সেটা ভোটবাক্সে প্রকাশ পায়।''

ডয়চে ভেলের প্রধান রাজনৈতিক সম্পাদক মাইকেলা কুফনার, বার্লিনে সিডিইউ-এর সদর দপ্তর থেকে রিপোর্ট করছেন। তার কথায়, ''সিডিইউ/সিএসইউ ব্লক ততটা লাভবান হবে না।''

জার্মান এসপিডি নেতা ইইউ নির্বাচন নিয়ে যা বললেন

জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) এর সাধারণ সম্পাদক কেভিন ক্যুনার্ট বলেছেন, তার দল ইউরোপীয় সংসদ নির্বাচনে "অত্যন্ত তিক্ত ফলাফলের" জন্য প্রস্তুত।

বুথফেরত সমীক্ষা বলছে, পরামর্শ দেয় যে দলটি ১৪ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে শেষ করার পথে রয়েছে। রক্ষণশীল বিরোধী সিডিইউ/সিএসইউ ব্লক এবং জার্মানির জন্য অতি-ডান অল্টারনেটিভ (এএফডির)-এর পরে রয়েছে এসপিডি।

ক্যুনার্ট বলেন, এসপিডিকে ফলাফল মেনে নিতে হবে এবং যে কোনো ভুল পর্যালোচনা করতে হবে।

মেলোনিকে কি 'গণভোট' ইটালির
রোমে ডয়চে ভেলের সংবাদদাতা বার্ন্ড রিগার্ট জানাচ্ছেন, এই ইইউ নির্বাচনে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির কর্মক্ষমতাই ইটালির মানুষদের উদ্বেগের জায়গা।

রিগার্ট বলেন, মেলোনির স্লোগান হলো 'ভোট ফর জর্জা'। তাই ভোটাররা মনে করেন এটা 'ডানপন্থি সরকারের কর্মক্ষমতার উপর একটা গণভোট', যে সরকার '১৮ মাস ধরে ক্ষমতায় রয়েছে'। এই সরকার বেশ 'সফল এবং স্থিতিশীল' হয়েছে।

বার্ন্ড বলেন, মেলোনি তার নির্বাচনী এলাকা থেকে জানতে চেয়েছেন, তিনি যে কাজ করছেন তা এলাকাবাসী পছন্দ করেন কিনা। বার্ন্ডের ধারণা, "এখনো পর্যন্ত মনে হচ্ছে তিনি এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে জয়ী হবেন।" 

তিনি বলেন, ইটালির অন্যান্য ডানপন্থি দলগুলোর তুলনায় মলোনির তুলনামূলক মধ্যপন্থি পথ বেছে নেয়ার সিদ্ধান্ত ভোটারদের আকর্ষণ করতে পারে বলেই মনে হচ্ছে।

অস্ট্রিয়ায় এগিয়ে ডানপন্থিরা

ইইউ নির্বাচনে চরম ডানপন্থি দল এগিয়ে রয়েছে অস্ট্রিয়ায়। রোববার বিকেলের বুথফেরত সমীক্ষা বলছে, অস্ট্রিয়ার অতি-ডানপন্থি ফ্রিডম পার্টি (এফপিও) এগিয়ে রয়েছে। 

জার্মানিতে ভোটারদের উপস্থিতি ২০১৯ সালের তুলনায় বেশি বলে ধারণা

যোগ্য জার্মান ভোটারদের মধ্যে তিনজনের মধ্যে একজন বিকেলের দিকে ইইউ নির্বাচনে ভোট দিয়েছেন, যা পাঁচ বছর আগের তুলনায় এই নির্বাচনে বেশি আগ্রহের ইঙ্গিত দেয়। 

স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ ৩২.৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে ফেডারেল রিটার্নিং অফিসার ঘোষণা করেছে। ২০১৯ সালে একই সময়ে যা ছিল ২৯.৪ শতাংশ।  ২০১৯ সালের ইউরোপীয় নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল ৬১.৪ শতাংশ

জার্মানিতে ভোটকেন্দ্র খোলা ছিলো সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ইইউ নির্বাচনে শলৎসের কেন্দ্র-বাম জোট আসন হারাতে পারে বলে আশা করা হচ্ছেছবি: Janine Schmitz/photothek/IMAGO

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস পটসডামে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।

ডিপিএ জানিয়েছে, স্ত্রী ব্রিটা আর্নস্টের সঙ্গে ভোট দিতে এসেছিলেন তিনি। 

হাঙ্গেরির অরবান চ্যালেঞ্জের মুখোমুখি

দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার দলের প্রায় ১৫ বছরের নির্বাচনি বিজয়ের ধারাকে বজায় রাখবেন বলে আশা করা হচ্ছে। যদিও সাবেক এক মিত্রের কারণে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি অরবান।

৪৩ বছর বয়সি হাঙ্গেরিয়ান রাজনীতিবিদ পিটার ম্যাগয়ার চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে অরবানের সরকারকে দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য প্রকাশ্যে অভিযুক্ত করে জনপ্রিয় হয়েছেন। পিটার এর আগে সাবেক বিচারমন্ত্রী জুডিথ ভার্গাকে বিয়ে করেন। সেই সময় জুডিথ ছিলেন অরবানের শরিক।

ম্যাগয়ারের দল, রেসপেক্ট অ্যান্ড ফ্রিডম (টিআইএসজেএ), অরবানের অনুদার জনতাবাদের ব্র্যান্ডের তুলনায় আরো কেন্দ্রবাদী বিকল্প হিসাবে নিজেকে উপস্থাপন করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইনসভায় বেশ কয়েকটি আসন জিততে পারে তার দিল।

হাঙ্গেরির অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছে তারা

এদিকে প্রচারাভিযানের সময় নির্বাচনকে যুদ্ধ এবং শান্তির মধ্যে অস্তিত্বের সংগ্রাম হিসাবে উল্লেখ করেন অরবান। তিনি ভোটারদের বলেন, ‘‘হয় তাদের শান্তির পক্ষে থাকতে হবে, নইলে যুদ্ধের পক্ষে।''

বিরোধীপক্ষে ভোট দিলে হাঙ্গেরি সরাসরি প্রতিবেশী ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, এ কথা বলে ভোটারদের সতর্ক করেছেন অরবান।

বন্যায় অস্ট্রিয়ার কয়েকটি ভোটকেন্দ্র স্থানান্তরিত

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের জন্য তৈরি বেশ কয়েকটি ভোটকেন্দ্র তীব্র ঝড়ের কারণে ধ্বংস হয়ে গেছে। কিছু কেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।

স্টাইরিয়াতে গ্রাজের উত্তরে ডয়েচফাইস্ট্রিৎজের ভোট কেন্দ্র এবং হার্টবার্গ-ফ্যুর্স্টেনফেল্ড জেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে এর প্রভাব পড়েছে বলে রোববার কর্তৃপক্ষ বার্তাসংস্থা এপিকে জানিয়েছে।

শনিবার স্টাইরিয়ায় মারাত্মক ঝড় আঘাত হেনেছে। বন্যায় ঘরবাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে মেয়ররা খুব দ্রুত ব্যবস্থা নিয়ে ভোটকেন্দ্র স্থানান্তর করেছেন। স্থানীয় নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবর্তনগুলোর কথা ব্যাপকভাবে ঘোষণা করেছেন।

ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টি (ওভিপি) নির্বাচনে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। পূর্ববর্তী জরিপ অনুসারে ডানপন্থি ফ্রিডম পার্টি (এফপিও) জয়ী হবে বলে আশা করা হচ্ছে।

ইটালির জরিপে শীর্ষে মেলোনির দল

প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ব্রাদার্স অফ ইটালি পার্টি গত নির্বাচনে ইউরোপীয় পার্লামেন্টের তুলনায় সাতটি আসন বেশি পাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ইইউতে প্রভাব বিস্তার করতে পারবে এই দল৷

ইটালির ব্রাদার্স ২০২২ সালের জাতীয় নির্বাচনে তাদের পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্য রেখে পোলিং ডেটা অনুসারে প্রায় এক চতুর্থাংশ ভোটে জয়লাভ করবে বলে আশা করা হচ্ছে। গত ইইউ পার্লামেন্টের তুলনায় তারা বেশি আসন পাবে বলেই মনে করা হচ্ছে ।

এই ভোট ইটালির সরকারকে অস্থিতিশীল করবে মনে করা হচ্ছে না। মেলোনি ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লায়েনের দ্বিতীয় মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ইইউ নেতারা সিদ্ধান্ত নেবেন, তবে নতুন ইউরোপীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ অনুমোদনেরও প্রয়োজন হবে।

উরসুলা ফন ডেয়ার লায়েন একজন রক্ষণশীল সাবেক জার্মান প্রতিরক্ষামন্ত্রী। তার দল ইউরোপীয় পিপলস পার্টির (ইপিপি) সঙ্গে মেলোনির অতি-ডান আইন প্রণেতাদের কাজ করার দরজা খুলে দিয়েছেন উরসুলা।

ইইউ-এর তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ হিসাবে ইটালির ৭২০টি আসনের ইউরোপীয় পার্লামেন্টে মোট ৭৬ জন প্রতিনিধি পাঠাতে পারে।

মানুষ অধিকারের জন্য ভোট দেয়

১৬ থেকে ১৭ বছর বয়সিরা জার্মানিতে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন৷ ভবিষ্যতে ইইউ পার্লামেন্টে ৭২০ জন সদস্যের মধ্যে ৯৬ (সবচেয়ে বেশি) জন জার্মানি থেকে আসবেন।

ইইউ নির্বাচনে জার্মানি ছাড়াও বেলজিয়াম, অস্ট্রিয়া, গ্রিস এবং মাল্টার ১৬ থেকে ১৭ বছর বয়সিরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন৷

কেন্দ্র-বাম চ্যান্সেলর ওলাফ শলৎসের শাসক জোটের তিনটি দল, সোশ্যাল ডেমোক্র্যাট, গ্রিনস এবং ফ্রি ডেমোক্র্যাট, দুর্বল অর্থনীতির কারণে ভোটারদের কোপে পড়তে পারেন৷

আগামী বছরে প্রত্যাশিত জাতীয় নির্বাচনের আগে জার্মানির শক্তিশালী দল হিসাবে তার অবস্থান বজায় রাখার আশা করছে প্রধান কেন্দ্র-ডান বিরোধী দল, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন/ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন।

তবে জার্মানির উচিত চরম ডানপন্থি অল্টারনেটিভের পারফরম্যান্সের দিকে নজর দেয়া। গত বছর শক্তিশালী সমর্থন পেয়েছিল এএফডি। যদিও ইউরোপীয় নির্বাচনের দৌড়ে বেশ কয়েকবার ধাক্কাও খেয়েছে তারা।

ফ্রান্সে বড় জয়ের আশা লো পেনের দলের

ফ্রান্সের উগ্র ডানপন্থি নেতা মারিন লো পেন এবং তার ন্যাশনাল র‍্যালি দল ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।

পোলস্টাররা আশা করছেন, ফ্রান্সের ৮১টি আসনের বেশিরভাগেই জয়ী হবে ন্যাশনাল ব়্যালি। যা প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর মধ্যপন্থি, ব্যবসাপন্থি দলের চেয়ে অনেক বেশি।

অনেক ফরাসি ভোটারই ব্যালটবক্সে ইইউ নির্বাচনে অর্থনীতি, কৃষি প্রবিধান বা নিরাপত্তা বিষয়ে মাক্রোঁর ব্যবস্থাপনা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করতে পারেন।

ইউরোপীয় পার্লামেন্টের ন্যাশনাল ব়্যালির অন্যতম প্রার্থী জর্ডান বারডেলা ইইউ-এর মুক্ত সীমান্তের মধ্যে অভিবাসীদের অবাধ চলাচল সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিধিগুলোও ফিরিয়ে আনতে চান।

জরিপে রাফায়েল গ্লুকসম্যানের সমাজতান্ত্রিক পার্টির আশ্চর্যজনক পুনরুত্থান লক্ষ্য করা গিয়েছে। রাফায়েল ইউরোপীয় ব্যবসা এবং ইউরোপীয় শ্রমিকদের জন্য আরো উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু নীতি এবং সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

'সুপার সানডে'-তে ২১টি দেশে ভোট

ডেনমার্ক, পর্তুগাল, স্পেন এবং সুইডেন ভোট কেন্দ্র খুলেছে সবার শেষে। "সুপার সানডে" ২১টি দেশে ভোটগ্রহণ হয়েছে৷

ইউরোপীয় পার্লামেন্টের জন্য ভোট দেওয়া হয় একটি একক ব্যালটে সরাসরি সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে৷ প্রতিটি দেশের জন্য সংসদ সদস্যের সংখ্যা তার জনসংখ্যার আকারের উপর নির্ভর করে।

ইউরোপীয়রা ২০১৯ সালে শেষ ভোটে ৭৫১ জন আইনপ্রণেতাকে নির্বাচিত করেছিল।

পরের বছর ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় পার্লামেন্টের (এমইপি) সদস্য সংখ্যা ৭০৫ এ নেমে আসে। বর্তমান নির্বাচনের পর ইউরোপীয় পার্লামেন্টে ১৫ জন অতিরিক্ত সদস্য থাকবেন। ফলে মোট সংখ্যা দাঁড়াবে ৭২০ জন।

ফ্রান্স এবং জার্মানিতে ভোট

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে অংশ নিচ্ছে জার্মানি। প্রতিবেশী বেলজিয়াম এবং লুক্সেমবুর্গের পাশাপাশি মূল ভূখণ্ড ফ্রান্সও ভোটকেন্দ্র খুলে দিয়েছে। ফিনল্যান্ড এবং এস্তোনিয়াতেও ভোট হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন পোলিশ ভোটারদের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে চলেছেছবি: Omar Marques/Getty Images

মধ্য ইউরোপে ভোটগ্রহণ চলছে

অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া এবং পোল্যান্ডসহ মধ্য ইউরোপের বেশিরভাগ অংশে ভোটকেন্দ্র খোলা রয়েছে।

শনিবার থেকে ভোটগ্রহণ শুরু হওয়া ইটালিতেও রোববারও ভোটগ্রহণ হয়েছে।

পূর্ব সদস্য রাষ্ট্রগুলোতে ভোটগ্রহণ

ইউরোপীয় ইউনিয়নের পূর্ব প্রান্তে গ্রিস এবং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলিতে ভোট কেন্দ্র খোলা হয়েছে।

বুলগেরিয়াতে সাধারণ নির্বাচনের পাশাপাশি এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বয়কো বোরিসভের রক্ষণশীল জিইআরবি পার্টি কেমন ফল করে তার দিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর রয়েছে।

সাইপ্রাস, হাঙ্গেরি এবং রোমানিয়াতেও ভোট শুরু হয়েছে।

রোববারের প্রথম ভোট কেন্দ্রগুলো নিউ ক্যালেডোনিয়ায় খোলা হয়।ছবি: DELPHINE MAYEUR/AFP/Getty Images

রোববার প্রথম ভোট কোথায় হয়েছে

ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী সংসদের জন্য রোববারের প্রথম ভোট হয়েছে।

নিউ ক্যালেডোনিয়ার দুই লাখ ৭০ হাজার বাসিন্দাদের বেশিরভাগই ইউরোপীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য।

অস্ট্রেলিয়ার কাছে অবস্থিত বিশাল দ্বীপপুঞ্জটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে আইনত ফ্রান্সের সঙ্গে সংযুক্ত একটি অঞ্চল।

জার্মান ভোটারদের মধ্যে উদাসীনতা, বলছে সমীক্ষা

ইউরোপীয় ইউনিয়নেরবৃহত্তম দেশ জার্মানির ভোটাররা রোববার ৯৬জন এমইপি নির্বাচন করবেন।

তবে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে করা একটি জরিপে দশজনের মধ্যে চারজন বলেছেন যে তারা ভোট দেবেন না।

২৭ এবং ২৯ মের মধ্যে পোলস্টার ইনফ্রাটেস্ট-ডিম্যাপের এআরডি-ডয়েচলান্ডট্রেন্ড সমীক্ষা অনুসারে, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন এবং ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ)-এর মধ্য-ডান ব্লকটির সর্বোচ্চ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চ্যান্সেলর ওলাফ শলৎসের কেন্দ্র-বাম সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি), নিওলিবারেল ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) এবং পরিবেশবাদী গ্রিন পার্টি, যা জার্মানির ক্ষমতাসীন ফেডারেল জোট সরকার চালাচ্ছে। ২০১৯ সালের তুলনায় তাদের ফল খারাপ হতে পারে৷

ইউরোপীয় পার্লামেন্টের নতুন সদস্য বাছাইয়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ সদস্য দেশ রোববারের নির্বাচনে অংশ নিয়েছে।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হলেও জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড ও স্পেনসহ ২১টি দেশে রোববার ভোট হয়েছে।

অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেনের সবাই রোববার ভোট দিয়েছেন। ইটালিতেও দ্বিতীয় দিন ভোটগ্রহণ চলছে।

ইউরোপীয় পার্লামেন্ট বলেছে যে রাত ১১টার পর প্রথম অস্থায়ী ফলাফল জানা যেতে পারে।

জনমত জরিপগুলোতে কট্টর এবং অতি-ডানপন্থি দলগুলোর সমর্থন বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে৷

অনেক ভোটার জীবনযাত্রার সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অভিবাসন এবং সবুজ পরিবর্তনের ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেনের যুদ্ধসহ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় বিরক্ত একাধিক ভোটার।

ইইউ নির্বাচন কী?

01:26

This browser does not support the video element.

আরকেসি/এআই (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ