1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-এর ‘‘অস্তিত্বের সংকট''

১৫ সেপ্টেম্বর ২০১৬

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুঙ্কার স্ট্রাসবুর্গে তাঁর স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে সংকটের কথা বললেও, সমাধানের বিশেষ আভাস দিতে পারেননি৷ একদিকে ব্রেক্সিট, অন্যদিকে উদ্বাস্তু সংকটের টানাপোড়েনে ইইউ যেন দিশাহারা৷

Ungarn Grenze Türkei Besuch Orban Borisow
ছবি: picture-alliance/dpa/V. Donev

জঁ-ক্লোদ ইয়ুঙ্কার তাঁর গুরুত্বপূর্ণ ও বহু প্রতীক্ষিত ভাষণটি দেবার ঠিক আগেই তাঁরই দেশের, অর্থাৎ লাক্সেমবুর্গের পররাষ্ট্রমন্ত্রী আলেসবর্ন হাঙ্গেরিকে ইইউ থেকে বাদ দেবার প্রস্তাব দিলেন কেন, সেটা বোঝা মুশকিল৷ কেননা ইয়ুঙ্কার তাঁর ভাষণে এই আশ্বাস দিতে সচেষ্ট ছিলেন যে, ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়বে না৷

ব্রেক্সিট ইউরোপীয় ইউনিয়নের পক্ষে কোনো ঝুঁকি নয়, এ কথা বলা সত্ত্বেও ইয়ুঙ্কার মনে করিয়ে দেন যে, ২৩শে জুনের ব্রেক্সিট গণভোট সতর্ক করে দিচ্ছে যে, জাতীয়তাবাদ ইউরোপীয় ঐক্যের বিপদ ঘটাতে পারে৷ ‘‘ইউরোপীয় ইউনিয়নে ‘ইউনিয়নের' ঘাটতি আছে৷ বড় বেশি ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়'', মন্তব্য করেন ইয়ুঙ্কার৷

তিনি ইইউ নেতৃবর্গের প্রতি উদ্বাস্তু সংকটে আরো বেশি সংহতি প্রদর্শনের আহ্বান জানান, এছাড়া একটি ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী বাহিনী গঠনের প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করতে বলেন৷ লক্ষ্য হলো, এমন একটি ইউরোপীয় ইউনিয়ন সৃষ্টি, যা ‘‘ইউরোপীয় জীবনধারাকে সুরক্ষিত ও সংরক্ষিত করতে পারবে৷''

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুঙ্কারছবি: picture-alliance/dpa/P. Seeger

বুলগেরিয়া সীমান্ত রক্ষায় আরো বেশি আর্থিক সাহায্য চায়

ইয়ুঙ্কারের ভাষণের পরদিনই বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ ইউরোপীয় ইউনিয়নের কাছে ‘অবিলম্বে'' ১৬ কোটি ইউরো অর্থসাহায্য দাবি করেছেন, যা ইইউ-এর বহির্সীমান্ত সুরক্ষিত করার কাজে লাগবে৷ তুর্কি-বুলগেরীয় সীমান্ত পরিদর্শন করতে গিয়ে বরিসভ বলেন, ‘‘আমি শুধু সংহতির বিবৃতি ছাড়াও আরো কিছু দেখতে চাই৷'' তিনি জানান যে, আগামী শুক্রবার ব্রাতিস্লাভায় ইইউ-এর শীর্ষবৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করবেন৷ এছাড়া তিনি গ্রিস ও ইটালির মতো অপরাপর ‘ফ্রন্টলাইন' দেশগুলির প্রতি পশ্চিম ইউরোপের ধনী দেশগুলির প্রতি উদাসীন না থাকার আহ্বান জানানোর ডাক দেন৷

বরিসভের সঙ্গে সীমান্ত পরিদর্শনে যোগ দিয়েছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান, যাঁর বিরুদ্ধে ছিল আসেলবর্নের বিষোদ্গার৷ উভয় নেতা সীমান্তের লেসোভো গ্রামের কাছে যে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হচ্ছে, তা পরিদর্শন করেন৷ এখান থেকে যে কাঁটাতারের বেড়া শুরু হবে, তা প্রায় ২৬০ কিলোমিটার পথ জুড়ে তুরস্কের সীমান্ত বরাবর চলে যাবে৷ ওদিকে ইয়ুঙ্কার মঙ্গলবারেই ঘোষণা করেছেন যে, ইইউ বুলগেরিয়া-তুরস্ক সীমান্তে আরো ২০০ রক্ষী পাঠাবে৷

এর আগের সপ্তাহে ঐ ভিক্টর ওর্বান-কেই দেখা যায় পোল্যান্ডের দক্ষিণপন্থি নেতা ইয়ারোসুয়াভ কাচিনস্কি-র সঙ্গে কার্পেথিয়ান পর্বতমালার একটি রিসর্টে৷ এখানে ওর্বান বলেন, ‘‘একটি নতুন সত্তা, ইউরোপীয় সত্তা জন্ম নিচ্ছে'', যাতে ব্রিটিশদের স্থান নেই৷ ইয়ুঙ্কার যে এই প্রবণতা সম্পর্কে পুরোমাত্রায় সচেতন,তার প্রমাণ তাঁর স্ট্রাসবুর্গের ভাষণ,যেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের অধিকতর সংহতি বা একীকরণের কথা উল্লেখ পর্যন্ত করেননি৷

এসি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ