1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৮তম সদস্য ক্রোয়েশিয়া

Sanjiv Burman১ জুলাই ২০১৩

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) – কথাটি শুনলেই আজকাল আর্থিক ও অর্থনৈতিক সংকট বা বেকারত্বের মতো প্রসঙ্গের কথা মনে হয়৷ সোমবার সেই রাষ্ট্রজোটেই যোগ দিলো নতুন সদস্য ক্রোয়েশিয়া৷ ফলে পরিবারের সদস্যসংখ্যা দাঁড়ালো ২৮৷

ছবি: picture-alliance/dpa

গত শুক্রবারই ইইউ শীর্ষ সম্মেলনের শেষে ২৭ জন নেতা ক্রোয়েশিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান৷ প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয় বলেন, ক্রোয়েশিয়া ও সে দেশের মানুষের জন্য এটা সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত৷ তাদের সামনে নতুন সুযোগ যেমন খুলে যাচ্ছে, তেমনই যোগ হচ্ছে নতুন দায়িত্ব৷

২০০৭ সালে ইইউ-তে যোগ দিয়েছিল বুলগেরিয়া ও রুমানিয়া৷ এতকাল পর ইউরোপীয় ইউনিয়ন পরিবারে আবার নতুন সদস্য আসছে, অথচ এই ঘটনাকে ঘিরে তেমন বড় আকারের উৎসব হচ্ছে না – বিষয়টি শুক্রবারের ইইউ সম্মেলনেও কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল৷ ক্রোয়েশিয়ার নিজস্ব কোষাগারের অবস্থা ভালো নয়৷ ফলে সরকারের পক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি৷ তবে রবিবার গভীর রাতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন-এর মতো নেতারা ক্রোয়েশিয়ার মানুষের সঙ্গে উৎসবে যোগ দেবেন, এমনটা অনেকেই আশা করেছিলেন৷ দু'জনের কেউই আসতে পারেন নি৷ বৃহস্পতিবারই তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ-এর সঙ্গে আলোচনায় জানান, যে তাঁর পক্ষে সময় বার করা সম্ভব হচ্ছে না৷ জার্মানিতে নির্বাচনের পর তিনি ক্রোয়েশিয়া সফরের ইচ্ছা প্রকাশ করেন৷

ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের আকার-আয়তন আরও বাড়তে চলেছে, যদিও তার সময়সীমা এখনো পুরোপুরি স্পষ্ট নয় (প্রতীকী ছবি)ছবি: picture-alliance/PIXSELL

সাবেক ইয়ুগোস্লাভিয়া ভেঙে যে সব রাষ্ট্র গঠিত হয়েছে, তাদের মধ্যে স্লোভেনিয়া ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়ন ও ২০০৭ সালে ইউরো এলাকায় যোগ দিয়েছে৷ এবার দ্বিতীয় দেশ হিসেবে ক্রোয়েশিয়া ইইউ সদস্য হলো৷ শুক্রবার ইইউ শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতারা স্থির করেন, ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে এ বিষয়ে সার্বিয়ার সঙ্গে ইইউ-র আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে৷ তবে কসোভো প্রশ্নে সার্বিয়ার অবস্থান কোনদিকে এগোয়, তার উপর এই আলোচনার গতি-প্রকৃতি অনেকটাই নির্ভর করবে৷ এই অঞ্চলের অন্যান্য দেশগুলির সঙ্গেও ইইউ-র আলোচনা প্রক্রিয়া চলছে৷ শুধু কসোভো ও বসনিয়া হ্যারৎসোগোভিনা এখনো তালিকার বাইরে রয়েছে৷

ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের আকার-আয়তন আরও বাড়তে চলেছে, যদিও তার সময়সীমা এখনো পুরোপুরি স্পষ্ট নয়৷ ইইউ আইসল্যান্ড, ম্যাসেডোনিয়া, মন্টেনেগ্রো, সার্বিয়া ও তুরস্ক-কে প্রার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ সদস্যপদের আবেদন করেছে আলবেনিয়া৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ