1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ যেন ঋণের ইউনিয়ন না হয়: ম্যার্কেল

৩ জুন ২০১৮

ইটালির নতুন প্রধানমন্ত্রী জুসেপে কন্টেকে অভিনন্দন জানিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে সে দেশের সরকারের ঋণ মওকুফ করার আবেদন গ্রহণযোগ্য হবে না৷

Deutschland Bundestag Angela Merkel
ছবি: Reuters/H. Hanschke

শনিবার ইটালির জাতীয়তাবাদী নেতা জুসেপে কন্টের সঙ্গে ফোনে কথা বলেন ম্যার্কেল৷ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান তিনি এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনার জন্য বার্লিনে আমন্ত্রণ জানান৷
সেদিন চ্যান্সেলরের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় যে, ‘পারস্পরিক নিবিড় সুসম্পর্ক বজায় রাখতে' ফোনালাপে দুই নেতাই জোর দেন৷
আইনের শিক্ষক কন্টে গত শুক্রবার শপথ নেবার পর এখন পর্যন্ত তেমন একটা সরব হননি৷ তবে ফেসবুকে তিনি লিখেছেন যে, শনিবার ম্যার্কেল ছাড়াও তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে আলাপ হয়েছে৷ আগামী সপ্তাহে ক্যানাডায় জি-৭ সম্মেলনে দুই নেতার সঙ্গে বৈঠক হবে বলে জানিয়ে তিনি ঘোষণা দেন যে, ইটালির জনগণের ‘স্বার্থ' নিয়ে তিনি তাঁদের সঙ্গে কথা বলবেন৷
গত মার্চ মাসে ইটালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এরপর কয়েকদফা আলোচনা শেষে জাতীয়তাবাদী দল ‘দ্য লিগ' ও প্রচলিত শাসনব্যবস্থাবিরোধী দল ‘ফাইভ স্টার মুভমেন্ট'-এর মধ্যে জোট সরকার গঠিত হয়েছে৷ এ যাবৎ ইটালির এই সরকার নিয়ে ম্যার্কেলই সবচেয়ে নিরুত্তাপ আছেন৷
এই জোটের দু'টি দলই নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের প্রচলিত নীতি ব্যবস্থার সমালোচনায় মুখর ছিলেন৷ এখন দেখার বিষয় ইইউ প্রশাসন ও অর্থনীতির প্রতি এই জোট সরকারের আচরণ কী হয়৷
চ্যান্সেলর ইটালি নিয়ে ঠিক কী ভাবছেন তা এখন পর্যন্ত কেউ বলেননি বা কোথাও প্রকাশ হয়নি৷ তবে জার্মান সাপ্তাহিক ডেয়ার স্পিগেল-এর সবশেষ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন ছিল, ‘নিজেদের ধ্বংসে মেতেছে ইটালি - এবং ইউরোপকেও টেনে নামাচ্ছে৷' প্রচ্ছদ কার্টুনে দেখা যাচ্ছে, স্পাগেটি ভর্তি একটি কাঁটা চামচ থেকে ফাঁসির মতো নেমে আসছে এক টুকরো স্প্যাগেটি৷

ঋণ মওকুফের আবেদন
কন্টের সঙ্গে ফোনালাপের কিছু পর জানা গেছে যে, ম্যার্কেল ইটালির ঋণ মওকুফের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷
জার্মানির পত্রিকা ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুং-এর রোববারের সংস্করণের জন্য দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে, এক মুদ্রার এই মঞ্চ যেন ‘ঋণের ইউনিয়নে' পরিণত না হয়৷
এর আগে বিভিন্ন খবরে প্রকাশিত হয় যে, ইটালির নতুন সরকার তাদের প্রায় আড়াইশ বিলিয়ন ইউরো ঋণ মওকুফের জন্য ফ্রাংকফুর্টস্থ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ইসিবি-র কাছে আবেদন করবে৷
ইসিবি এরই মধ্যে এক বিবৃতিতে জানিয়েছে যে, ইউরোপীয় চুক্তি অনুযায়ী এটা সম্ভব নয়৷
ইটালির নতুন সরকার নিয়ে ম্যার্কেলের ভাবনা কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে, তাদের উদ্দেশ্য নিয়ে অনুমাননির্ভর কথা না বলে, বরং খোলাখুলিভাবে তাদের সঙ্গে কথা বলা ও কাজ করার প্রতিই তাঁর আগ্রহ৷

জেডএ/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

ছবি: Der Spiegel
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ