1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় কাপে জার্মান নারীদের সাফল্য

২৫ আগস্ট ২০০৯

ফিনল্যান্ডে শুরু হয়ে গেছে ‘উয়েফা উইমেনস ইউরো ২০০৯’৷ প্রথম ম্যাচেই জার্মানি নরওয়েকে ৪-০ গোলে পরাজিত করেছে৷

গোল করার পর ফাতমিরে বাইরামাই (ডান দিকে)ছবি: AP

সপ্তাহান্তে ফুটবল অনুরাগীরা বুন্ডেসলিগা নিয়ে মেতে ছিলেন৷ তা বলে কি সপ্তাহের মাঝে ফুটবল রস থেকে তাঁরা বঞ্চিত হতে চান? অন্তত আগামী কয়েক সপ্তাহে তার প্রয়োজন হবে না, কারণ ফিনল্যান্ডে শুরু হয়ে গেছে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা – যার পোশাকী নাম ‘উয়েফা উইমেনস ইউরো ২০০৯’৷ ২৩শে অগাস্ট থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে ফুটবলের এই আসর৷ সোমবার জার্মান প্রমীলা দল প্রথম ম্যাচে অন্যতম শক্তিশালী দল নরওয়ে’কে ৪-০ গোলে পরাজিত করে শুরুতেই ৩ পয়েন্ট পেয়ে গেল৷ তবে জার্মান দলের কোচ সিলভিয়া নাইড কিন্তু তাতেও খুশি নন৷ তাঁর মতে, দল আরও অনেক সুযোগ পেয়েও হাতছাড়া করেছে৷ তাছাড়া ম্যাচের প্রথম দিকে দল কিছুটা যেন দিশাহারা হয়ে পড়েছিল৷ গোল যা হয়েছে, তা একেবারে শেষের দিকে৷ ৬৬ মিনিটের পর বদলি হিসেবে মাঠে ঢুকেই কসোভো বংশোদ্ভূত জার্মান খেলোয়াড় ফাতমিরে বাইরামাই দু’টি গোল করে বসেন৷

বৃহস্পতিবার জার্মানিকে দ্বিতীয় ম্যাচ খেলতে হবে ফ্রান্সের বিরুদ্ধে৷ ফ্রান্সও প্রথম ম্যাচে আইসল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে৷ গত কয়েক বছরে ফ্রান্সের দলও যথেষ্ট উন্নতি করেছে৷

জার্মান ফুটবল জগতে সম্প্রতি পুরুষদের তুলনায় নারীদের সাফল্য কিন্তু অনেক বেশী৷ ইতিমধ্যেই ৬ বার ইউরোপীয় কাপ দখল করেছে নারী ফুটবলে ইউরোপীয় পরাশক্তি বলে পরিচিত এই দল৷ বিশ্বকাপ ফুটবলের শেষ দু’টি আসরেও প্রথম স্থান অধিকার করেছিল জার্মান প্রমীলা টিম৷ ২০১১ সালে নারীদের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হতে চলেছে জার্মানি৷ দলের এই ধারাবাহিক সাফল্য বজায় থাকলে পর পর ৩ বার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করতে পারবেন জার্মানির নারীরা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ