1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কারে পোলান্সকি’র জয়জয়কার

৫ ডিসেম্বর ২০১০

সেরা ছবি হিসেবে ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কার পেল পরিচালক রোমান পোলান্সকির রাজনৈতিক থ্রিলার ‘দ্য ঘোস্ট রাইটার’৷ শুধু তাই নয়, ইউরোপের অস্কার হিসেবে পরিচিত এই পুরস্কারের ছয়টি শাখাতেই সেরা পদক ছিনিয়ে নিয়েছে ছবিটি৷

‘দ্য ঘোস্ট রাইটার’ ছবি, ইউরোপীয়, চলচ্চিত্র, পুরস্কার, পোলান্সকি, জয়জয়কার, Roman Polanski English, Ewan McGregor, Kim Cattrall, Olivia Williams, Pierce Brosnan, R. Harris, R. Polanski
‘দ্য ঘোস্ট রাইটার’ ছবির একটি দৃশ্যছবি: Berlinale

ফরাসি-পোলিশ জনপ্রিয় পরিচালক রোমান পোলান্সকি মনোনীত হয়েছেন সেরা পরিচালক৷ ‘দ্য পিয়ানিস্ট' ছবির জন্য অস্কার বিজয়ী পরিচালক পোলান্সকি চলতি বছরের শুরুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেরা পরিচালকের পদক পেয়েছেন৷ তবে সেসময় বার্লিনে পদক গ্রহণে হাজির ছিলেন না পোলান্সকি৷ তখন সুইজারল্যান্ডে গৃহবন্দি ছিলেন এই মহান পরিচালক৷ ১৯৭৭ সাল ১৩ বছরের একটি মেয়ের সাথে যৌন কাজের অভিযোগে ২০০৯ সালের সেপ্টেম্বরে জুরিখে আটক করা হয়েছিল পোলান্সকিকে৷ তবে মার্কিন অনুরোধ উপেক্ষা করেই এই বছর জুলাই মাসে তাঁকে মুক্তি দেন সুইস কর্তৃপক্ষ৷

তারপরও শনিবার এস্তোনিয়ার রাজধানী তালিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না পোলান্সকি৷ পোলান্সকির অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে আয়োজক টিনা লক প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘পোলান্সকিকে এখানে এনে আবারও আটক করার মধ্য দিয়ে আমাদের কি বিখ্যাত বানাতে চান আপনারা?'' অবশ্য সশরীরে হাজির না থাকলেও পোলান্সকির ভিডিও বার্তা প্রচার করা হয়েছে তালিনে৷ এতে তিনি বলেছেন, ‘‘আমি সহকর্মীদের ধন্যবাদ জানাই৷ আমি খুব চমৎকার কর্মী বাহিনী পেয়েছিলাম৷ এই সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক উদ্যোগ৷''

‘দ্য ঘোস্ট রাইটার' ছবিটি নির্মিত হয়েছে রবার্ট হ্যারিসের জনপ্রিয় উপন্যাস ‘দ্য ঘোস্ট' এর উপর ভিত্তি করে৷ তাই কাহিনী রচনায় শ্রেষ্ঠ পদক পেলেন হ্যারিস৷ একই ছবির নায়ক অ্যাওয়ান ম্যাকগ্রেগর পেয়েছেন সেরা অভিনেতার পদক৷ এছাড়া শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন ছবিটির প্রযোজনা পরিচালক অ্যালব্রেক্ট কনরাড এবং সুরকার আলেক্সান্দ্রে ডেসপ্লাট৷ তবে সেরা অভিনেত্রীর পদকটি গেছে ‘লর্ডেস' ছবির নায়িকা ফরাসি তারকা সিলভি টেস্টাডের শিরে৷

ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমির বিবেচনায় আজীবন সম্মাননা পদক পেলেন ৬৯ বছর বয়সি বিখ্যাত অভিনেতা ব্রুনো গান্স৷ সুইস বংশোদ্ভূত গান্স সারাবিশ্বে বিখ্যাত জার্মান ছবি ‘ডেয়ার উন্টারগাঙ' ছবিতে আডল্ফ হিটলারের চরিত্র ফুটিয়ে তোলার জন্য৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ