1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় নীতি সম্পর্কে ম্যার্কেল

ব্যার্ন্ড গ্রেসলার / এসবি১৯ ডিসেম্বর ২০১৩

তৃতীয়বারের জন্য জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ নিয়ে ম্যার্কেল বুধবার সংসদে তাঁর সরকারের কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন৷ ইউরোপীয় নীতির ক্ষেত্রে তাঁর নতুন জোট সরকারের অবস্থান স্পষ্ট করে দেন তিনি৷

Merkel Regierungserklärung 18.12.2013
ছবি: picture-alliance/dpa

ইউরোপ শক্তিশালী হলে তবেই জার্মানি শক্তিশালী থাকতে পারবে, বলে মনে করেন ম্যার্কেল৷ জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগ-এ দেয়া ভাষণে তিনি ইউরোপীয় সমন্বয় প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জার্মানির ভূমিকার উপর জোর দেন৷ নতুন সরকার গঠনের পর প্রথম ভাষণে ইউরোপীয় নীতিকে প্রাধান্য দেয়ার বিষয়টি যে কাকতালীয় নয়, সেটা স্পষ্ট হয়ে গেছে৷ আজকের দিনে অভ্যন্তরীণ ও ইউরোপীয় নীতির মধ্যে বিভাজন-রেখা প্রায় নেই বললেই চলে৷

প্রায় বিশ মিনিটের ভাষণে ম্যার্কেল ইউরোপীয় ইউনিয়নের অগ্রগতি ও দুর্বলতা তুলে ধরেন৷ তাঁর মতে, রাষ্ট্রীয় ঋণ সংকট এখনো পুরোপুরি দূর না হলেও ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে৷ আয়ারল্যান্ড ও স্পেন ইউরোপীয় সহায়তা কর্মসূচি থেকে বেরিয়ে আসছে, যার ফলে তাদের শুভেচ্ছা জানানো উচিত৷ পর্তুগাল, সাইপ্রাস ও গ্রিসেও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে৷ স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ইউরোপ কিছুটা অগ্রসর হয়েছে৷ আগামী বছর লাটভিয়া ইউরো এলাকার ১৮তম সদস্য হিসেবে যোগ দিতে চলেছে, যা ইউরোপীয় একক মুদ্রার প্রতি আকর্ষণ আবার স্পষ্ট করে তুলছে, বলেন ম্যার্কেল৷

ইউরোপীয় অর্থনৈতিক ও আর্থিক ইউনিয়নের জন্মলগ্নেই যে সব ত্রুটি রয়ে গিয়েছিল, ম্যার্কেল সেগুলি দূর করার আহ্বান জানান৷ তাঁর মতে, অর্থনৈতিক সমন্বয় আরও দৃঢ় হওয়া উচিত৷ ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জাতীয় স্তরে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার নিশ্চিত করা উচিত বলে মনে করেন জার্মান চ্যান্সেলর৷ বৃহস্পতিবার ও শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে৷ তবে ম্যার্কেল মনে করেন, এ ক্ষেত্রে অগ্রগতি ধীর গতিতে হবে৷ চুক্তির মধ্যে রদবদল করা ও কিছু ক্ষমতা নতুন করে বণ্টন করতে হবে, যে কাজে বাধা দিলে চলবে না, বলেন ম্যার্কেল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ