1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় ফুটবলের হালখাতা

১৭ মে ২০১১

মরশুম শেষ হতে চলেছে৷ ইউরোপের ফুটবল মহাশক্তিরা এখন লিগ শেষ করে শিরোপা বাঁটছে৷ কাপ কি শীল্ড ধুয়ে-পুঁছে শো’কেসে ভরছে ক্লাবগুলো৷

চ্যাম্পিয়সন লীগের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চ্যাম্পিয়ন: ম্যান ইউ এবং বার্সাছবি: picture-alliance/ dpa/DW

ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেড এবার রেকর্ড ১৯ নম্বর টাইটেল ঘরে তুলেছে শেষমেষ ব্ল্যাকবার্ন রোভার্স'এর সঙ্গে ১-১ গোলে ড্র করে৷ ওদিকে ম্যানচেস্টার সিটি স্টোক সিটি'কে ১-০ গোলে হারিয়ে এফএ কাপটি হস্তগত করেছে৷ এটা হল ৩৫ বছর পরে তাদের প্রথম শিরোপা৷ কাজেই ম্যানচেস্টার শহরের ফুটবলপ্রেমীদের কাছে সীজনটি চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে৷ গতবছরের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি এবার খুব সম্ভবত রানার্স-আপ হচ্ছে৷ সেকেন্ড ডিভিশনে নামছে ওয়েস্ট হ্যাম এবং আরো দু'টি দল, যাদের নাম আগামী রবিবারের খেলার পর জানা যাবে৷

স্পেনে শিরোপা জিতেছে বার্সেলোনা, দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ৷ তৃতীয় ভ্যালেন্সিয়া৷ রিয়ালের ক্রিস্টিয়ানো রোনাল্দো এই মরশুমে স্প্যানিশ লিগে গোল করেছে ৩৮টি, এবং সব মিলিয়ে ৫১টি৷ লিগ ট্যালিতে সে এখন লা লিগার সর্বকালের সেরাদের সঙ্গে এক পর্যায়ে৷ ইটালিতে এসি মিলান গত সপ্তাহেই ক্যা'লিয়ারি'কে ৪-১ গোলে হারিয়ে স্কুদেত্তো'টি হস্তগত করে৷ নেদারল্যান্ডস'এ আয়াক্স অ্যামস্টারডাম ২০০৪ সালের পর আবার চ্যাম্পিয়ন হয়েছে৷ ফ্রান্সে লিগ জিতেছে লিল৷

শীল্ড হাতে ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপছবি: dapd

জার্মানিতে বোরুসিয়া ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ'এর প্রেরণায় একটি আশ্চর্য সীজন খেলে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হবার পর ডর্টমুন্ডে এখনও পার্টি চলেছে৷ ওদিকে ডর্টমুন্ড আগামী মঙ্গলবার একটি বাছাই ‘জাপানি' দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে সুনামি-বিধ্বস্তদের সাহায্যের জন্য৷ উদ্যোগটা বুন্ডেসলিগার তিন জাপানি খেলোয়াড়ের৷ তবে বাজার গরম করা আসল খবর হল, ফ্রাঙ্কফুর্ট দ্বিতীয় ডিভিশনে নেমে যাবার পর তাদের ক্যারিসমাটিক কোচ ক্রিস্টফ ডাউম'কে বিদায় নিতে হয়েছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ