1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপকে ঘিরে আশার আলো

২২ অক্টোবর ২০১৩

২০১৪ সালে ইউরো এলাকা আবার ঘুরে দাঁড়াতে পারে, এমন প্রত্যাশা বেড়ে চলেছে৷ আগামী বছরের বাজেট খসড়াগুলিতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে৷ চলতি বছরও ধীরে হলেও উন্নতির পথে এগোচ্ছে ইউরোপের অনেক দেশ৷

#40549466 - European Central Bank in frankfurt.. © spaceport9
ছবি: spaceport9 - Fotolia.com

জার্মানি তথা ইউরো এলাকার অর্থনৈতিক পরিস্থিতিতে ধীরে হলেও কিছু পরিবর্তন দেখা যাচ্ছে৷ জার্মানিতে দুই বড় দলের জোট সরকার গঠনের ক্ষেত্রে কিছু অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, যদিও আগামী বছরের আগে সরকার গঠনের সম্ভাবনা কম৷ তা সত্ত্বেও জার্মান অর্থনীতির অবস্থা স্থিতিশীল রয়েছে৷ শিল্পক্ষেত্র ও সাধারণ ক্রেতারা বেশ আশাবাদী৷ ফলে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠছে৷ শুধু তাই নয়, যে প্রতিষ্ঠানটি জরিপ চালিয়েছে, তাদের সূত্র অনুযায়ী ইউরোপে ১৪টি দেশে ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে৷ রপ্তানিকারীরাও এর সুফল পাচ্ছে৷

আরেকটি তথ্য অনুযায়ী গোটা ইউরো এলাকার গড় বাজেট ঘাটতি কমে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে৷ গত বছর ঘাটতির এই মাত্রা ছিল ৪ দশমিক ২ শতাংশ৷ উল্লেখ্য, ইউরো এলাকার নিয়ম অনুযায়ী বাজেট ঘাটতি ৩ শতাংশের কম থাকতে হবে৷ মোটকথা ধীরে হলেও ইউরো এলাকা অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে চলেছে, এমন প্রবণতাই দেখা যাচ্ছে৷ ইউরো এলাকার কোনো দেশই যাতে ভবিষ্যতে দায়িত্বজ্ঞানহীন ঝুঁকি না নিতে পারে, সেটা নিশ্চিত করতে ২০১৪ সালের বাজেটের খসড়া আগেই ইউরোপীয় কমিশনকে পাঠাতে হচ্ছে৷ তাতে দেখা যাচ্ছে, প্রায় সব দেশই সংকট কাটিয়ে প্রবৃদ্ধির পথে এগোনোর পরিকল্পনা করছে৷

ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে৷ অস্তিত্বের ঝুঁকি কাটিয়ে ইটালির সরকার কড়া হাতে সংস্কার চালিয়ে যাচ্ছে৷ ২০১৪ সালের প্রস্তাবিত বাজেটেও তার প্রতিফলন দেখা যাচ্ছে৷ ফলে শ্রমিক সংগঠনগুলির প্রতিরোধ বাড়ছে৷ বাজার অবশ্য এতে সন্তুষ্ট৷ গ্রিসও সংস্কারের পাশাপাশি নতুন করে বিনিয়োগকারীদের আকর্ষণ করার চেষ্টা করছে৷ তাদের আশা, আগামী বছর পরিস্থিতির স্থায়ী উন্নতি দেখা যাবে৷

গত সপ্তাহে ইউরোপের পুঁজিবাজার বেশ চাঙ্গা হয়ে উঠলেও চলতি সপ্তাহে আবার যেন কিছুটা থমকে গেছে৷ তা সত্ত্বেও মঙ্গলবার ইউরোপে শেয়ারের মূল্য গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে উঁচু মাত্রা ছুঁয়েছিল৷ তবে সবার দৃষ্টি আপাতত অ্যামেরিকার দিকে৷ বাজেট সংকট অল্পের জন্য এড়ানো সম্ভব হলেও সে দেশের আর্থিক ও অর্থনৈতিক পরিস্থিতি এখনো স্পষ্ট নয়৷ চলতি সপ্তাহে এ সংক্রান্ত বেশ কিছু তথ্য-পরিসংখ্যান প্রকাশিত হওয়ার কথা৷ ইউরোপের পুঁজিবাজার তারই জন্য অপেক্ষা করছে৷

এসবি/জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ