1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষীণ আশার আলো

৩০ জানুয়ারি ২০১৩

ইউরোপের অর্থনীতি ধীরে হলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে৷ ইউরো এলাকায় ভাঙনের আশঙ্কাও ক্রমে দূর হচ্ছে৷ সংকটগ্রস্ত দেশগুলি থেকে নতুন করে কোনো দুঃসংবাদ আসছে না৷

ছবি: picture-alliance/dpa

আগামী এক বছরে গোটা বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে উপস্থিত নেতারা৷ ইউরো এলাকার চরম সংকট কেটে যাওয়া সত্ত্বেও সতর্ক থাকতে হবে বলে তাঁরা মনে করছেন৷ তাঁদের মতে, ইউরোপের আর্থিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ফল পেতে কয়েক বছর লেগে যাবে৷

২০১৪ সালে ইউরো এলাকার ১৮তম সদস্য হতে চলেছে লাটভিয়াছবি: picture alliance/Bildagentur-online/Ohde

সোমবার ইউরোপের পুঁজিবাজার বেশ চাঙ্গা ছিল, যদিও ইউরো এলাকা সম্পর্কে এখনো নেতিবাচক তথ্য এসে চলেছে৷ ইউরো এলাকায় ভাঙন ধরতে পারে – গত বছরের মাঝামাঝি সময় আন্তর্জাতিক বাজারে এমন আশঙ্কা দানা বাঁধছিল৷ কিন্তু এক সমীক্ষায় দেখা যাচ্ছে, পুঁজিবাজারে সেই আশঙ্কা আর নেই বললেই চলে৷ শুধুমাত্র গ্রিসকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়ে গেছে৷ ইসিবি-র বন্ড কেনার সিদ্ধান্ত ও গ্রিস ঠিক সময়ে নিজস্ব ঋণ আবার কিনে নেওয়ার ফলে আস্থা অনেক বেড়ে গেছে৷ ২০১৪ সালে ইউরো এলাকার ১৮তম সদস্য হতে চলেছে লাটভিয়া৷

ইউরোপে বেসরকারি খাতে ব্যাংক ঋণের অঙ্ক কমে চলেছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মতে এর মূল কারণ চাহিদার অভাব৷ ঋণের শর্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই৷ অনেক বিশেষজ্ঞ অর্থনৈতিক কার্যকলাপের অভাবকে এর জন্য দায়ী করছেন৷ অনেকের মতে, ইউরো এলাকা আবার প্রবৃদ্ধির পথে এগোচ্ছে বটে, তবে ঋণের উপর নির্ভর করে নয়৷ অন্যদিকে সাধারণ মানুষ আবার আরও বেশি ঋণ নিতে শুরু করেছেন৷ ইসিবি-র তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির আশঙ্কাও কমে গেছে৷ মোটকথা সার্বিকভাবে ইউরো এলাকার প্রবৃদ্ধির আশা ধীরে হলেও বাড়ছে৷ জার্মানিতে ক্রেতাদের আস্থা বেড়ে যাচ্ছে – একটি সূচকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ অভ্যন্তরীণ চাহিদা বাড়লে তবেই অর্থনীতি স্থায়ীভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে ইউরোপের বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করছেন৷

ইটালি আপাতত নির্বাচনি প্রচার নিয়ে ব্যস্ত৷ প্রধানমন্ত্রী মারিও মন্টির উত্তরসুরি হিসেবে যার নাম উঠে আসছে, সেই লুইজি বার্সানি বলেছেন, ক্ষমতায় এলে তিনি ইইউ-র সব নিয়ম মেনে নেবেন বটে, কিন্তু দেশকে চরম মন্দা থেকে মুক্ত করতে ব্যয় সংকোচের বদলে বিনিয়োগের পথে যাবেন৷

বিদেশ থেকে বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছে গ্রিস৷ সে দেশের প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের এক প্রতিনিধি দল নিয়ে কাতার সফর করছেন৷ তাঁর সঙ্গে প্রতিরক্ষা ও উন্নয়ন মন্ত্রীরাও গেছেন৷ উল্লেখ্য, সম্প্রতি কাতার হোল্ডিং কোম্পানি গ্রিসের উত্তরে সোনার খনিতে প্রায় ১২০ কোটি ইউরো বিনিয়োগ করেছে৷ তবে এথেন্স বিমানবন্দরের উন্নয়নের ক্ষেত্রে প্রথমে অংশ নিয়েও কাতার সম্প্রতি সেই প্রকল্প থেকে সরে এসেছে৷

সাইপ্রাসের বেলআউট-এর বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে৷ ইউরোগ্রুপের অর্থমন্ত্রীরা সাইপ্রাসের জন্য বেলআউট প্যাকেজের ক্ষেত্রে রাশিয়ার অবদানের প্রস্তাব খতিয়ে দেখছেন৷ তবে জার্মানির মতো কিছু দেশ সাইপ্রাসে রাশিয়ার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে৷ রুশ কোটিপতিদের কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে সাইপ্রাস-কে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে বেশ অস্বস্তি রয়েছে৷

স্পেনের বাজেট ঘাটতি কমাতে ইইউ যে লক্ষ্যমাত্রা স্থির করেছে, তা কিছুটা শিথিল করা হতে পারে৷ ইইউ অর্থনীতি বিষয়ক কমিশনর অলি রেন স্পেনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির আলোকে ব্যয় সংকোচের ক্ষেত্রে কিছু রদবদল করা যেতে পারে বলে মনে করেন৷ প্রবৃদ্ধির বদলে সংকোচন হতে থাকায় নতুন করে বিষয়টি ভেবে দেখতে হবে, বলেন রেন৷ ইউরো এলাকার চতুর্থ বৃহত্তম অর্থনীতি যাতে দেউলিয়া হয়ে যায়, সে দিকে নজর রাখতে চায় ইউরোপীয় প্রতিষ্ঠানগুলি৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ