1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুশ্চিন্তায় আইএমএফ

১৬ জুলাই ২০১৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইউরো এলাকার প্রবৃদ্ধি আরও কম হবে বলে পূর্বাভাষ দিয়েছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করে তোলার ডাক দিয়েছেন৷

Jean-Claude Juncker Porträt Archivbild
ছবি: picture-alliance/dpa

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইউরো এলাকার প্রবৃদ্ধির পূর্বাভাষে সংশোধন করেছে৷ ১.১ শতাংশের বদলে চলতি বছর ১ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করে আইএমএফ৷ মূল্যস্ফীতির নিম্ন হার আর সংস্কারের ক্ষেত্রে অবসাদের লক্ষণ সম্পর্কেও সাবধান করে দিয়েছে তারা৷

এদিকে দ্রুত প্রবৃদ্ধির স্বার্থে ইটালি সহ কিছু দেশ বাজেট সংক্রান্ত নিয়ম শিথিল করার পক্ষে যে সওয়াল করছে, সোমবার তার সরাসরি বিরোধিতা করেছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি৷ তাঁর মতে, বর্তমান নিয়মের মধ্যেই যথেষ্ট নমনীয়তার অবকাশ রয়েছে৷ তাছাড়া প্রবৃদ্ধির মাধ্যমেই বিপুল ঋণভার থেকে বেরিয়ে আসতে হবে, আরও ব্যয় করে সেই ঋণভার বাড়িয়ে নয়৷ সেইসঙ্গে কাঠামোগত সংস্কার চালিয়ে গোটা ব্যবস্থাকে মজবুত করলেই অর্থনীতি বাড়তি উৎসাহ পাবে৷ তবে ইউরোর উচ্চ বিনিময় মূল্য নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেন দ্রাগি৷ এর ফলে বিশেষ করে রপ্তানিকারকদের ক্ষতি হয়৷ দ্রাগি অবশ্য পরিস্থিতি সামাল দিতে কিছু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতির নিম্ন হার কমাতে সরকারি বন্ড কিনে অর্থনীতিতে আরও অর্থ ঢালার মতো সিদ্ধান্ত৷ আইএমএফ-ও এমন পরামর্শ দিয়েছে৷

ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুঙ্কারছবি: Reuters

ইউরোপীয় কমিশনের আগামী প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুঙ্কার আগামী ৩ বছরের জন্য ৩০,০০০ কোটি ইউরো মূল্যের এক বিনিয়োগ তহবিল গঠনের ডাক দিয়েছেন৷ বিশেষ করে যারা চরম বেকারত্বের শিকার, তাদের কর্মসংস্থানের উপর জোর দিতে চান তিনি৷ প্রতিযোগিতার বাজারে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে হবে, বলেন ইয়ুঙ্কার৷

গত সপ্তাহে কিছুটা ধাক্কা খাওয়ার পর চলতি সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজার আবার চাঙ্গা হয়ে উঠেছে৷ একাধিক কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে যাওয়ার ফলেই এমন উৎসাহ দেখা গেছে৷ মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কিছু তথ্য-পরিসংখ্যান সম্পর্কে আগাম ইতিবাচক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে৷ তবে সাময়িক উচ্ছ্বাস সত্ত্বেও ভবিষ্যৎ সম্পর্কে বেশ সতর্ক রয়েছে পুঁজিবাজার৷ এপ্রিল মাসে উন্নতির পর মে মাসে ইউরো এলাকার শিল্পজগতের আউটপুট কমে যাওয়ায় সার্বিকভাবে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে৷

এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ