রোম চুক্তি স্বাক্ষরের ৬০ বছর পরে ইউরোপীয় ইউনিয়নের সামনে নানা চ্যালেঞ্জ: ব্রেক্সিট, ক্রমবর্ধমান জাতীয়তাবাদ, তুরস্কের সাথে ঝগড়া৷ ইইউ কি ভেঙে পড়তে চলেছে? ইইউ-র এক কমিশনার মার্গ্রেটে ভেস্টাগারকে প্রশ্ন করেন মিশেল ফ্রিডমান৷
বিজ্ঞাপন
Margrethe Vestager on Conflict Zone
26:00
রোম চুক্তি স্বাক্ষরের ৬০তম বার্ষিকী আসতে চলেছে৷ অপরদিকে ব্রেক্সিট সরকারিভাবে শুরু হবার মুখে৷ এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা কমিশনার মার্গ্রেটে ভেস্টাগার ডয়চে ভেলেকে বলেছেন যে, সব সংকট সত্ত্বেও ইইউ আজও ‘‘ইতিহাসে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য স্থানগুলির মধ্যে পড়ে, বিশেষ করে মহিলাদের জন্য৷''
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আগামী ২৯শে মার্চ তারিখে ৫০ নম্বর সূত্রটি কার্যকর করবেন, যার মাধ্যমে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন পরিত্যাগের প্রক্রিয়া সরকারিভাবে সূচিত হবে৷ এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্যদেশ ইইউ পরিত্যাগ করছে৷ ব্রাসেলস এই অবস্থান নিয়েছে যে, ইইউ-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ক স্থির করার আগে ব্রিটেনে ইইউ নাগরিকদের অধিকারসমূহ এবং আর্থিক সুবিধা-অসুবিধা নিয়ে কথাবার্তা বলতে হবে৷ ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক ২৯শে এপ্রিল ইইউ নেতৃবর্গের একটি শীর্ষবৈঠক ডেকেছেন, যে বৈঠকে ব্রিটেনের সঙ্গে আলাপ-আলোচনার শর্তাবলী সরকারিভাবে নির্দিষ্ট করা হবে৷
ব্রিটেনের কাছ থেকে আমরা যা পেয়েছি
সাংস্কৃতিক দিক দিয়ে ব্রিটেন বেশ সমৃদ্ধ৷ শেক্সপিয়ার আর বিটেলস ছাড়াও আরো কয়েকটি দিকের কথা থাকছে এই ছবিঘরে, যা গোটা বিশ্বে ব্রিটেনকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়৷
ছবি: STAFF/AFP/Getty Images
হ্যারি পটার
হ্যারি পটারকে চেনে না গোটা বিশ্বের এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল৷ ব্রিটেনের লেখক জে কে রোওলিং-এর অনবদ্য এই সৃষ্টি শিশু থেকে বৃদ্ধ সবারই মন জয় করেছে৷ হ্যারি পটার সিরিজের অষ্টম বইটি বের হবে আগামী ৩১ জুলাই৷
ছবি: picture-alliance/dpa/dpa-Film Warner
মিনি স্কার্ট
ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার মেরি কোয়ান্ট মেয়েদের পোশাক স্কার্টের নীচের অংশ হাঁটুর উপরে তুলে এনেছেন, আর তাতেই ফ্যাশন জগতে মোটামুটি বিপ্লব ঘটে গেছে৷ ষাটের দশকে বাজারে আসা মিনিস্কার্ট এখনো গ্রীষ্মে পশ্চিমের মেয়েদের অন্যতম পোশাক৷
ছবি: Express/Express/Getty Images
জেমস বন্ড
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিক্রেট এজেন্ট জেমস বন্ড৷ ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং বন্ড সিরিজের প্রথম বইটি লেখেন ১৯৫৩ সালে৷ এরপর থেকে বন্ড চরিত্রে অভিনয় করেছেন অনেক নামি তারকা আর সেসব ছবিতে সুন্দরী নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো৷
ছবি: picture-alliance/dpa
আগাথা ক্রিস্টি
বিশ্বের সবচেয়ে সফল লেখকও ব্রিটেনের৷ ক্রিস্টির বই এখন পর্যন্ত প্রায় চার বিলিয়ন কপি বিক্রি হয়েছে৷ তার অনেক বই থেকে সিনেমাও তৈরি হয়েছে৷
ছবি: picture alliance / empics
কুইন
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রয়েছেন, তবে আরো এক রানী আছে৷ বলছি রক ব্যান্ড কুইনের কথা৷ ব্যান্ডটি গোটা বিশ্বেই পরিচিত৷
ছবি: Getty Images/M. Metcalfe
ফিস অ্যান্ড চিপস
রান্নাবান্নার দিক থেকে ব্রিটেন বিশ্বে খুব একটা নাম করতে পারেনি৷ তাসত্ত্বেও তাদের ফিস অ্যান্ড চিপস মোটামুটি বিশ্বের সর্বত্র পাওয়া যায়৷ তবে ইংলিশ ব্রেকফাস্টের কদরও কম নয়৷
ছবি: Colourbox
চার্লি চ্যাপলিন
বিশ্ব শতকের অন্যতম জনপ্রিয় শিল্পী চার্লি চ্যাপলিন৷ তিনি একজন ব্রিটিশ৷ সেই নির্বাক চলিচ্চিত্রের যুগেই মানুষে মন জয় করেছিলেন চ্যাপলিন৷ এখনো তাঁর জনপ্রিয়তায় ঘাটতি তৈরি হয়নি৷
ছবি: AP
7 ছবি1 | 7
ব্রেক্সিটের পর ইইউ?
এক্ষেত্রে ভেস্টাগার ইউরোপীয় ইউনিয়নের অন্তর্নিহিত মূল্যবোধের কথা উল্লেখ করেন: ‘‘আমাদের আরো অনেক সংকট আছে এবং তাদের সংখ্যাও কম নয়৷ আমরা এ সব সংকট ইচ্ছে করে সৃষ্টি করিনি৷ কিন্তু আমরা সেই সব সংকট সমাধানের দায়িত্ব নেবার সিদ্ধান্ত নিতে পারি....এটা প্রায় গোটা বিশ্বের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ সময়৷ ইউরোপে এর আগে আর কখনো এত শান্তি ছিল না৷''
তুরস্কের সঙ্গেও ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুতর কূটনৈতিক সংকট চলেছে৷ প্রেসিডেন্ট এর্দোয়ান ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের জন্য ডাচদের দায়ি করেছেন ও জার্মানির বিরুদ্ধে ‘‘নাৎসি পদ্ধতি'' প্রয়োগের অভিযোগ করেছেন৷ এর্দোয়ানের উষ্মার কারণ হলো, তুরস্কে আগামী ১৬ই এপ্রিলের গণভোটের আগে তুর্কি রাজনীতিকদের নেদারল্যান্ডস ও জার্মানিতে রাজনৈতিক জনসভা করতে দেওয়া হয়নি৷
‘পুরোপুরি অগ্রহণযোগ্য'
ইইউ কর্মকর্তারা কীভাবে এর্দোয়ানকে আরেকটু সংযত হতে বাধ্য করতে পারেন, এ প্রশ্নের জবাবে ভেস্টাগার বলেন, ‘‘সংলাপের বিভিন্ন স্তর আছে৷ (এর্দোয়ানের বিভিন্ন মন্তব্য) পুরোপুরি অকল্পনীয় এবং অগ্রহণযোগ্য৷ কিন্তু যুগপৎ (দু'পক্ষের) সম্পর্কও আছে৷ কাজেই সংলাপ চালিয়ে যেতে হবে৷''
‘‘তুরস্ক মিস্টার এর্দোয়ানের চেয়ে অনেক বড়'', বলে ভেস্টাগার ঘোষণা করেন৷ কিন্তু তুরস্কের ইইউ-তে যোগদানের সম্ভাবনা দিন দিন কমে আসছে: ‘‘কেননা তুমি যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাও, তাহলে তোমাকে কোপেনহাগেনের শর্তাবলী পূরণ করতে হবে, তোমাকে একটি গণতান্ত্রিক দেশ হতে হবে৷''
ইউরোপে ধর্ম নিয়ে যুদ্ধ?
কথাটা বলছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আন্টালিয়ার একটি জনসভায়৷ নেদারল্যান্ডসে সাম্প্রতিক নির্বাচনের পর তিনি অভিযোগ করেন যে, গ্যার্ট উইল্ডার্স থেকে শুরু করে সামাজিক গণতন্ত্রী অবধি, সকলেরই এক মনোবৃত্তি, যা থেকে ‘‘শীঘ্রই ইউরোপে ধর্মভিত্তিক যুদ্ধ শুরু হতে পারে এবং হবে''৷
ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য ঝুঁকি রয়েছে: এ বছর ফ্রান্স ও জার্মানিতে সাধারণ নির্বাচন; সেক্ষেত্রে দেখা যাবে, ইইউ-র আদি সদস্যদেশগুলিতে ‘পপুলিজম’ – যা কিনা দক্ষিণপন্থিদের নতুন নাম – সফল হবে কিনা৷ ডয়চে ভেলের ‘কনফ্লিক্ট জোন' অনুষ্ঠানে ভেস্টাগার আশাবাদিতা প্রকাশ করেন: ‘‘যে আমলে ইউরোপের রাজনৈতিক বিতর্কে একক দেশগুলির কণ্ঠ বেশি শোনা যেত, সে অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়৷ এখন প্রচুর কাজ আছে এবং সেই কাজ শুধু পপুলিস্ট বা জাতীয়তাবাদি দলগুলিকেই বদলে দেবে না; আমাদের মতো যারা ইউরোপীয় সহযোগিতায় জোরালোভাবে বিশ্বাস করেন, তাদেরও বদলে দেবে৷''
ক্যারোলাইন স্মিট/এসি
ইউরোপের দক্ষিণপন্থিরা ঠিক কতটা উগ্র?
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নীতি নিয়ে অসন্তোষ ও উদ্বাস্তু সংকটের ফলে ইউরোপ জুড়ে দক্ষিণপন্থি দলগুলির পালে হাওয়া লেগেছে৷
ছবি: picture alliance/dpa/T. Frey
ফ্রাউকে পেট্রি, অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)
‘জার্মানির জন্য বিকল্প’ দলের নেত্রী ফ্রাউকে পেট্রির মতে সীমান্তে বেআইনি অনুপ্রবেশ রোখার শেষ পন্থা হিসেবে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করতে পারে, কেননা ‘‘সেটাই আইন’’৷ ইউরোনিন্দুক এএফডি দল ধীরে ধীরে সরকার তথা ইউরোপীয় ইউনিয়নের বিরোধী একটি শক্তিতে পরিণত হয়েছে৷ ২০১৬ সালের মার্চের রাজ্য নির্বাচনে এএফডি ২৫ শতাংশ অবধি ভোট পায় ও চ্যান্সেলর ম্যার্কেলের নিজের প্রদেশের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হয়৷
ছবি: Reuters/W. Rattay
মারিন ল্য পেন, ন্যাশনাল ফ্রন্ট (ফ্রান্স)
ব্রেক্সিট ও যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জয় ফ্রান্সের ‘ফ্রঁ নাসিনাল’ বা ‘ন্যাশানাল ফ্রন্ট’-কে নতুন বেগ এনে দিতে পারে, বলে অনেকের ধারণা৷ জঁ-মারি ল্য পেন ১৯৭২ সালে দলটি প্রতিষ্ঠা করেন৷ মারিন তাঁর বাবার কাছ থেকে দলের ভার নেন ২০১১ সালে৷ ন্যাশানাল ফ্রন্ট বা জাতীয় ফ্রন্টকে একটি জাতীয়তাবাদী দল, যারা অভিবাসন ও ইইউ বিরোধী প্রচারণায় অনুরূপভাবে সোচ্চার৷
ছবি: Reuters
গের্ট উইল্ডার্স, পার্টি অফ ফ্রিডম (নেদারল্যান্ডস)
ওলন্দাজ স্বাধীনতা দলের নেতা গের্ট উইল্ডার্স ইউরোপের বিশিষ্টতম দক্ষিণপন্থি রাজনীতিকদের মধ্যে গণ্য৷ ২০১৪ সালে তিনি একটি প্রকাশ্য জনসভায় প্রশ্ন তোলেন, জনতা দেশে বেশি না কম মরক্কান চায়৷ এ জন্য তাঁকে আদালতে দোষী সাব্যস্ত করা হলেও, কোনো দণ্ড দেওয়া হয়নি৷ তাঁর দল ইইউ ও ইসলাম বিরোধী বলে পরিচিত৷ আগামী বছর নেদারল্যান্ডসে সংসদীয় নির্বাচন৷ জরিপে আপাতত উইল্ডার্সের দল এগিয়ে৷ বর্তমানে তাদের সংসদে ১৫টি আসন৷
ছবি: picture-alliance/dpa/S. Koning
নিকোস মিচালোলিয়াকোস, গোল্ডেন ডন (গ্রিস)
নিকোস মিচালোলিয়াকোস গ্রিসের নিও-ফ্যাসিস্ট দল ‘সোনালি সকাল’-এর প্রধান৷ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে ও তাঁর দলের অন্যান্য বহু সতীর্থকে একটি অপরাধমূলক সংগঠন গঠনের দায়ে গ্রেপ্তার করা হয়৷ ২০১৫ সালের জুলাই মাসে নিকোস মিচালোলিয়াকোস-কে মুক্তি দেওয়া হয়৷ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের সংসদীয় নির্বাচনে ‘সোনালি সকাল’ ১৮টি আসন জয় করে৷ দলটি অভিবাসন বিরোধী ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পক্ষপাতী৷
ছবি: Angelos Tzortzinis/AFP/Getty Images
গাবোর ভনা, জবিক (হাঙ্গেরি)
হাঙ্গেরির অভিবাসন বিরোধী ও অর্থনৈতিক সংরক্ষণবাদী দল জবিক ২০১৮ সালের মধ্যে সরকারগঠনে সংশ্লিষ্ট হওয়ার আশা রাখে৷ তারা ইতিমধ্যেই হাঙ্গেরির তৃতীয় বৃহত্তম দল, ২০১৪-র নির্বাচনে তারা ২০ শতাংশ ভোট পেয়েছিল৷ জবিক দল ইইউ-এর সদস্যতা সম্পর্কে গণভোট চায়৷ ২০১২ সালে জবিক সমকামী বিরোধী একটি বিল উপস্থাপন করেছিল, কেননা জবিক ‘যৌন বিচ্যুতি’ বা ভিন্নতাকে অপরাধ বলে ঘোষণা করার পক্ষে৷
ছবি: picture alliance/dpa
জিমি অকেসন, সুইডেন ডেমোক্র্যাটস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সুইডেন ডেমোক্র্যাটসদের নেতা জিমি অকেসন সুউডিশ টেলিভিশনের একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, উভয় স্থানেই সমাজের প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যক্তিদের চ্যালেঞ্জ করে একটি আন্দোলন চলেছে৷’’ সুইডেন ডেমোক্র্যাটস-রা অভিবাসন সীমিত করতে চায়, তারা তুরস্কের ইইউ-তে যোগদানের বিরোধী ও সুইডেনের ইইউ সদস্যতা সম্পর্কে একটি গণভোট কামনা করে৷
ছবি: AP
নর্বার্ট হোফার, ফ্রিডম পার্টি (অস্ট্রিয়া)
অস্ট্রিয়ার জাতীয়তাবাদী ‘স্বাধীনতা দল’-এর নর্বার্ট হোফার সাম্প্রতিক রাষ্ট্রপ্রধান নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে মাত্র ৩০,০০০ ভোটে পরাজিত হয়েছেন সবুজ দলের প্রবীণ নেতা আলেক্সান্ডার ফান ডেয়ার বেলেন-এর কাছে৷ প্রথম পর্যায়ে হোফারই সর্বাধিক ভোট পেয়েছিলেন৷ ফ্রিডম পার্টির নেতা হোফার অস্ট্রিয়ার সীমান্ত আরো জোরদার করার জন্য আন্দোলন করছেন এবং অভিবাসীদের সুযোগ-সুবিধা সীমিত করতে চান৷
ছবি: Reuters/L. Foeger
মারিয়ান কোৎলেবা, পিপলস পার্টি – আওয়ার স্লোভাকিয়া
কট্টর দক্ষিণপন্থি ‘গণদল – আমাদের স্লোভাকিয়া’-র নেতা মারিয়ান কোৎলেবাকে বলতে শোনা গেছে, ‘একটি অভিবাসীও বড় বেশি৷’ আরেকটি উপলক্ষ্যে তিনি ন্যাটো জোটকে একটি ‘অপরাধী সংগঠন’ বলে অভিহিত করেন৷ দলটি ইউরোপীয় ইউনিয়ন ও ইউরো মুদ্রা এলাকা থেকে স্লোভাকিয়াকে বার করে আনতে চায়৷ ২০১৬ সালের মার্চ মাসের নির্বাচনে ‘আমাদের স্লোভাকিয়া’ দল আট শতাংশ ভোট পায় ও ১৫০ সদস্যের সংসদে ১৪টি আসন দখল করে৷