1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে শরণার্থীদের পরিণতি

আলেক্সান্ডার কুডাশেফ/এসবি২৮ এপ্রিল ২০১৫

প্রতিদিন হাজারো শরণার্থী ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন৷ তবে যাত্রার ঝুঁকির তুলনায় নতুন জীবনের আশা তাঁদের কাছে অনেক বড়, বলছেন ডিডাব্লিউ-র প্রধান সম্পাদক আলেক্সান্ডার কুডাশেফ৷

Italien Untergang Flüchtlingsboot - gerettete Flüchtlinge aus Lybien
ছবি: picture-alliance/AP Photo/C. Montanalampo

শীত কেটে যাবার পর থেকেই ইউরোপে আবার শরণার্থীদের ঢল নেমেছে৷ এর অনেক কারণ রয়েছে৷ চরম দারিদ্র্য, প্রশিক্ষণের অভাবের কারণে চাকরি না পাওয়া, স্বৈরাচারী শাসন, নিপীড়ন, অত্যাচার, গৃহযুদ্ধ, যুদ্ধ ইত্যাদি৷ অনেক ক্ষেত্রে রাষ্ট্র কার্যত ভেঙে পড়েছে, ক্ষমতার রাশ চলে গেছে দুর্বৃত্ত গোষ্ঠীর হাতে৷

চরম অভাব ও দিশাহীন ভবিষ্যৎ মানুষকে পালাতে বাধ্য করে৷ দূর দেশে নতুন করে জীবন শুরু করে সামান্য সুখের আশা মনে জাগে৷ ইরিট্রিয়া, সোমালিয়া, লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো দূর দেশ থেকে মানুষ আশ্রয়ের খোঁজে ইউরোপে আসেন৷ সংকটপূর্ণ অঞ্চলের মধ্যেও শরণার্থীদের কথা ভুললে চলবে না৷

নৈরাশ্যের ব্যবসা

আনুমানিক ৫ কোটি শরণার্থী তাঁদের ভাগ্য অন্বেষণ করতে বেরিয়ে পড়েছেন৷ তাঁদের যাত্রাপথ চরম বিপদে ভরা, অনেক ক্ষেত্রে যার পরিণতি মৃত্যু৷ কারণ এই যাত্রায় তাঁরা একা নন৷ আদম ব্যবসায়ীদের সাহায্যে তাঁরা নিজেদের স্বপ্নের গন্তব্যে পৌঁছতে চান৷ তাঁদের যাত্রাপথ বিপদে ভরা – যেমন সিরিয়া থেকে তুরস্ক হয়ে আলজেরিয়া৷ সেখান থেকে মরুভূমির মধ্য দিয়ে লিবিয়া, তারপর জাহাজে করে স্বপ্নের ইউরোপে পাড়ি দেওয়ার পালা৷ জাহাজের খালাসিরা তাঁদের বিপদে না ফেললে এবং জলে ডুবে মৃত্যু না হলে তাঁরা ইউরোপের মাটিতে পা ফেলতে পারেন৷ আধুনিক যুগের ক্রীতদাস ব্যবসায় আদম ব্যবসায়ীরা কোটি কোটি ডলার কামায় – নৃশংস ও নৈরাশ্যে ভরা সেই ব্যবসা৷

ডিডাব্লিউ-র প্রধান সম্পাদক আলেক্সান্ডার কুডাশেফছবি: DW

তারপর শরণার্থীরা ইউরোপে পৌঁছান, অস্থায়ী বাসস্থানে কোনো রকমে ঠাসাঠাসি করে তাঁদের থাকতে হয়৷ কখনো চিকিৎসার সুযোগ আসে৷ খুব কম সময়ের মধ্যেই তাঁদের অনেককেই আবার ‘ডিপোর্ট' করা বা ফেরত পাঠানো হয়৷ অথবা অনেকে পালিয়ে গেয়ে বেআইনি পথে কোনো রকমে বেঁচে থাকেন৷ বেঁচে থাকার স্বার্থে আত্মমর্যাদার তোয়াক্কা না করে তাঁদের অনেক অপ্রিয় কাজ করতে হয়৷ সেই টাকায় কখনো পরিবারেরও অন্নসংস্থান হয়৷ কিছু মানুষ নিজের পরিবারের কাছ থেকে সাহায্য পান৷ কিছু সহৃদয় মানুষ আশ্রয়হীন শরণার্থীদের সাহায্য করতে এগিয়েও আসেন৷ আর তৃতীয় দলটি রাজনৈতিক আশ্রয় পেয়ে রাষ্ট্রের ছত্রছায়ায় চলে যায়৷ তবে বিশাল একটা অংশকে আবারো সেই দারিদ্র্য ও নৈরাশ্যের পরিবেশে ফিরে যেতে হয়, যেখান থেকে তাঁরা পালাতে চেয়েছিলেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ