আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস৷ কিন্তু সমাজে নারীর মর্যাদা আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারেনি৷ সম্প্রতি জানা গেল, ইউরোপে প্রায় এক তৃতীয়াংশ নারী হিংসার শিকার হয়ে থাকেন৷
বিজ্ঞাপন
ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলিতে সমীক্ষা চালিয়ে মারাত্মক এই পরিস্থিতির কথা জানা গেছে ৷ ইইউ মৌলিক অধিকার সংস্থা – এফআরএ প্রায় ৪২,০০০ নারীর সাক্ষাৎকার নিয়েছে৷ তাঁদের মধ্যে এক তৃতীয়াংশ বলেছেন, তাঁরা কোনো না কোনো সময় শারীরিক ও যৌন হামলার শিকার হয়েছেন৷ সংস্থার প্রধান মর্টেন কিয়েরুম বলেছেন, পথে ঘাটে, কাজের জায়গায়, এমনকি নিজেদের বাড়িতেও নারীরা নিরাপদ নন৷
ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেনের নারীরা সবচেয়ে বেশি হামলার কথা জানিয়েছেন৷ এই তিনটি দেশে যথাক্রমে ৫২, ৪৭ এবং ৪৬ শতাংশ নারী নিজেদের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন৷ কাউকে মারধর করা হয়েছে, শরীরে আগুন দেওয়া হয়েছে, গলায় দড়ি দিয়ে দমবন্ধ করার চেষ্টা করা হয়েছে, ধর্ষণ বা অন্যান্য যৌন নির্যাতন করা হয়েছে৷ ১৫ বছর বয়স থেকেই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে অনেকের৷
স্পেন, ইটালি ও গ্রিসের মতো ইউরোপের দক্ষিণের দেশগুলিতে নারীদের অবস্থা আপাতদৃষ্টিতে কিছুটা ভালো৷ তবে এফআরএ-র গবেষকদের মতে, শুধু পরিসংখ্যান থেকে এমনটা দাবি করা যায় না যে ইউরোপের উত্তরাঞ্চলে নারীদের উপর বেশি নির্যাতন চলে বা দক্ষিণে নারীদের অবস্থা তুলনামুলকভাবে ভালো৷ আসলে উত্তরের দেশগুলির নারীরা দ্বিধা ঝেড়ে ফেলে অনেক সহজে নিজেদের নেতিবাচক অভিজ্ঞতার কথা বলার সাহস রাখেন৷
২০১৩ সালে বাংলাদেশের আলোচিত নারী
২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তো আলোচনায় ছিলেনই, ছিলেন আরো কয়েকজন৷ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন দুই নারী৷
ছবি: DW/M. Magunia
শেখ হাসিনা
রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী বরাবরই আলোচনায় ছিলেন৷ সেইসাথে পেয়েছেন জাতিসংঘের সাউথ-সাউথ পুরস্কার৷ সর্বদলীয় সরকার গঠনসহ নানা কারণে এখনও আলোচনায় তিনি৷
ছবি: picture-alliance/dpa
খালেদা জিয়া
সরকার পতনের আন্দোলন, জামায়াত নেতাদের মুক্তি দাবি, হেফাজতকে সমর্থন – এসব কারণে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও ছিলেন আলোচনার তুঙ্গে৷
ছবি: DW
শিরীন শারমিন চৌধুরী
এ বছরের এপ্রিলে জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী৷ তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার৷ এছাড়া প্রথমবার এবং সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়ে স্পিকার নির্বাচিত হওয়ার ঘটনাও তারই ক্ষেত্রে প্রথম৷
ছবি: DW/M. Mamun
নাজমুন আরা সুলতানা
ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগ দেন নাজমুন আরা সুলতানা৷ তিনি ইতিহাসে দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া প্রথম নারী বিচারপতি৷ ২০০০ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় তিনিই ছিলেন দেশের উচ্চ আদালতে প্রথম নারী বিচারপতি৷
ছবি: DW/Harun Ur Rashid Swapan
ওয়াসফিয়া নাজরীন
এভারেস্ট জয়ী দ্বিতীয় বাংলাদেশী নারী ওয়াসফিয়া নাজরীন এ বছর মার্চে ইউরোপের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস জয় করেন৷ সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তিনি৷ ২০১১ সালে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে পৃথিবীর সাতটি মহাদেশের সর্বোচ্চ ৭টি শৃঙ্গ জয় করার ঘোষণা দেন ওয়াসফিয়া৷ এরই মধ্যে পাঁচটি শৃঙ্গ জয় করেছেন তিনি৷
ছবি: DW/M. Mamun
রেশমা
বাংলাদেশে এ বছরের সবচেয়ে আলোচিত ঘটনা রানা প্লাজার ভবন ধস৷ এ ঘটনায় আলোচিত নারী রেশমা৷ রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে যাকে ১৭ দিনের মাথায় জীবিত উদ্ধার করা হয়৷ বিশ্ব গণমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোড়ন তুলে৷ তবে তাকে উদ্ধারের ঘটনা ‘নাটক’ বলেও উল্লেখ করেছিল অনেক দেশি-বিদেশি গণমাধ্যম৷
ছবি: Getty Images/AFP/STRDEL
নাদিয়া শারমিন
এ বছরের এপ্রিলে হেফাজত ইসলামের একটি সমাবেশে দলটির কর্মীদের হাতে নাজেহাল হন একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিন৷ এ হামলার প্রতিবাদে কেবল সাংবাদিকরাই নন, পুরো দেশের নারী অধিকার কর্মীরা ব্যাপক বিক্ষোভ করেন৷
ছবি: picture-alliance/dpa
লাকি আক্তার
গণজাগরণ মঞ্চের অগ্নিকন্যা লাকি আক্তার শাহবাগ আন্দোলনের সময় ব্যাপক পরিচিত পান৷ তার স্লোগান ব্যাপক জনপ্রিয়তা পায় এবং গণজাগরণের কর্মীদের উদ্দীপিত করেছিল সব সময়৷ তার স্লোগানে গর্জে উঠেছিল শিশু-কিশোর, আবাল-বৃদ্ধ-বণিতা৷
ছবি: REUTERS
নাজমা আক্তার
বার্লিনে এ বছরের বর্ষসেরা নারী নেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নাজমা আক্তার৷ তৈরি পোশাক শিল্পের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করা এই নারী এ বছরের অক্টোবরে ‘আস্ত্রাইয়া ফিমেল লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৩’ ট্রফি গ্রহণ করেন৷
ছবি: DW/Ashish Chakraborty
মাহফুজা আক্তার
বাংলাদেশের তথ্যকল্যাণী মাহফুজা আক্তার এ বছর ডয়চে ভেলে আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড' পান৷ উচ্চমাধ্যমিক পাস করা মাহফুজা তথ্যকল্যাণী হিসেবে কাজ করছেন ২০১০ সাল থেকে৷ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে অবস্থিত তাঁর নিজের গ্রামসহ আশেপাশের মোট পাঁচটি গ্রামে কাজ করেন তিনি৷
ছবি: DW/M. Magunia
10 ছবি1 | 10
অনেক নারীর জন্য পরিবারের মধ্যেও সুরক্ষার নিশ্চয়তা নেই৷ স্বামী বা সঙ্গীই তাঁদের উপর অত্যাচার চালিয়ে থাকে৷ শিশু ও কিশোর বয়সে তাঁদের উপর বাবা-মা নির্যাতন করেছেন, এমন ঘটনাও বিরল নয়৷
নারী নির্যাতনের প্রবণতা বন্ধ করতে স্পেনের সরকার ও প্রশাসনের ভূমিকার প্রশংসা করা হয়েছে এফআরএ-র রিপোর্টে৷ এ বিষয়ে সমাজে সচেতনতা বাড়াতে অনেক প্রচার অভিযান চালানো হয়েছে, যার ফলও পাওয়া যাচ্ছে৷